প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি টেকটিউনস এর প্রিয় টিউনার বন্ধুদের কাছে। কারন গত বছর একটি টিউন করার পর আমি আর কোন টিউন করতে পারি নি। আমি দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় দেশের বাইরে আছি। তবে বর্তমানে কিছুটা সুস্থ তাই আজ এই টিউন করতে বসলাম।
আমি এই টিউনের প্রথম পর্বে টিভি চ্যানেল সম্প্রচারের পদ্ধতি, সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেছিলাম।
এই পর্বে আমি স্যাটেলাইট টিভি চ্যানেল রিসিভ করার কাজে ব্যবহৃত যন্ত্রাংশের বর্ননা এবং স্থাপন বা Installation নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু কিছু টিউনার বন্ধুর অনুরোধে বিভিন্ন পে চ্যানেল বিতরন কারি কোম্পানি যেমন - DishTV, Airtel Digital TV, Videocon D2H, TATA Sky, Sun Direct এর বিভিন্ন প্যাকেজের তথ্য, Broadcasting স্যাটেলাইটের Angle, Online Account এর মাধ্যমে প্যাকেজ / চ্যানেল যুক্ত / বাদ দেয়া, রিসিভারের একাউন্ট রিচার্জ করা সহ আরও বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব। স্যাটেলাইট টিভি চ্যানেল রিসিভ করার কাজে ব্যবহৃত যন্ত্রাংশের বর্ননা এবং স্থাপন বা Installation নিয়ে আলোচনা করব আগামী কোন পর্বে।
আলোচনার প্রথমেই জানিয়ে রাখি DishTV, Airtel Digital TV, Videocon D2H, TATA Sky, Sun Direct এগুলো ব্যক্তিগত পে চ্যানেল বিতরন কারি কোম্পানি অর্থাৎ DTH (Direct To Home) Service Provider Company. এর যে কোন DTH কোম্পানির মাধ্যমে পে চ্যানেল রিসিভ করার জন্য একটি বিশেষ ধরনের রিসিভার ব্যবহার করতে হয়। যা উক্ত DTH কোম্পানি তৈরী বা বাজারজাত করে থাকে। এক কোম্পানীর রিসিভার ব্যবহার করে অন্য কোম্পানীর চ্যানেল রিসিভ করা যায় না।
উপরে উল্লেখিত DTH কোম্পানি গুলো Ku Band এ তাদের চ্যানেল সম্প্রচার করে এবং তাদের ব্যবহৃত স্যাটেলাইট গুলোর EIRP (পরবর্তী পর্বে EIRP নিয়ে বিস্তারিত আলোচনা করব) ৫০ এর উপরে থাকায় 60-90 cm ব্যসের ডিস এন্টেনা ব্যবহার করলেই চলে যা অনেক ছোট হওয়া স্থাপন করা সুবিধাজনক।
India র প্রথম এবং সবচেয়ে বড় DTH কোম্পানি। যা কিনা ভারতের Zee Network এর মালিকানাধীন।
Satellite Signal এবং Basic Information : Dish TV সাধারন ভাবে চ্যানেল সম্প্রচার করে NSS 6 (95o East) এবং Insat 4B (93.5o East) Satellite এর মাধ্যমে। এর মধ্যে NSS 6 এর EIRP ৪৯-৫৩ এবং Insat 4B এর EIRP ৫২.৫-৫৩.৬ হওয়ায় এর ডিস এন্টেনা ৬০ সেন্টিমিটার ব্যসের হয়।। Dish TV Encryption System হিসাবে DVB-S এবং Conax ব্যবহার করে। Video এবং Audio Compression System হিসাবে MPEG2 ব্যবহার করে ফলে ছবি ও শব্দের মান ডিভিডি কোয়ালিটির হয় যা কিনা সাধারন ডিস বা কেবল লাইনের থেকে ৩ গুন পরিস্কার।
এছাড়াও Dish TV বর্তমানে TruHD ব্যনারে HD Channel সম্প্রচার করছে যা Asiast 5 (100.5o East) Satellite এর মাধ্যমে সম্প্রচারিত হয়। Asiast 5 এর EIRP ৫১-৫৩। HD সম্প্রচারে Dish TV Encryption System হিসাবে DVB-S2 এবং Conax ব্যবহার করে। Video এবং Audio Compression System হিসাবে MPEG4 , HD (1080p) এবং 8PSK ব্যবহার করে। HD Channel গুলোর ছবি ও শব্দের মান সাধারন MPEG2 Channel থেকে ৫ গুন পরিস্কার দেখা যায়। এখানে উল্লেখ্য HD Channel গুলো HDMI port দিয়ে সরবরাহ করা হয় যা কিনা শুধুমাত্র HD Ready TV বা HD TV উপভোগ করা যায়।
যন্ত্রাংশঃ
Dish TV র একটি পুরো সেট কেনার সময় আপনি যা যা পাবেন তা হল-
মনে রাখবেন এটা অবশ্যই লাগবে কারন User ID , Password ছাড়া আপনি Recharge, Package Change করা, Extra Channel Add করতে পারবেন না। এমনকি দীর্ঘ সময় বন্ধ রাখার পর Channel চালু করার জন্য User ID , Password প্রয়োজন। এ ক্ষেত্রে জানিয়ে রাখি User ID , Password ছাড়া Dish TV Receiver গুলো সাধারনত অবৈধ বা চোরাই ভাবে বাংলাদেশে আসে যা পরবর্তীতে চ্যানেল কমে যাওয়া, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, বিল বেশি কাটার মতো অসুবিধা সৃষ্টি করে।
DidhTV / DishTV TruHD প্যাকেজ এবং বিলঃ
DishTV র বর্তমানে ৫ টি প্যাকেজ চালু আছে। এসব প্যাকেজের চ্যানেল সংখ্যা এবং বিলের পরিমান যথাক্রমে-
DishTV TruHD র বর্তমানে ৩ টি প্যাকেজ চালু আছে। এসব প্যাকেজের চ্যানেল সংখ্যা এবং বিলের পরিমান যথাক্রমে-
DishTV র অনলাইন একাউন্ট এর ব্যবহারঃ
DishTV র অনলাইন একাউন্ট এ লগইন করার জন্য এখানে ক্লিক করুন।
নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।
সঠিক ভাবে User ID, Password, ক্যাপচা পুরন করে Login এ ক্লিক করুন। এখন নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।
এখানে আপনি আপনার রিসিভার কার নামে কেনা সেটা জানতে পারবেন, চলতি প্যাকেজের নাম, পরবর্তী রিচার্জ তারিখ জানতে পারবেন।
উপরের মেন্যু থেকে My Account এ ক্লিক করলে Account Detail, Password Change করার আপসন পাবেন। নিচের ছবি তে দেখুন।
এই আপশন ছাড়াও Change Pack আপশনে গিয়ে Package পাল্টাতে পারবেন।
Order A-la- Carte আপশনে গিয়ে Package এর বাইরের Extra Channel বাছাই করে নেয়া যাবে।
Order MOD আপশনে গিয়ে নতুন Blockbuster Movie/ Cinema অর্ডার করতে পারবেন।
Recharge Now আপশনে গিয়ে Recharge Card ব্যবহার করে রিচার্জ করতে পারবেন।
Self Help আপশনে গিয়ে আপনার সাধারন DishTv / Dishtv TruHD Receiver এ Unlimited Recording ফাংশন চালু করতে পারবেন। ( এক্ষেত্রে আলাদা ভাবে Recording Remote Control কিনতে হয়। মূল্য - ৮০০-১০০০ টাকা। এখানে উল্লেখ্য Recording ফাংশন চালু করার এটাই একমাত্র পদ্ধতি)
DishTv র কিছু বিষয় জেনে রাখা দরকারঃ
DishTV সর্ম্পকে এই দীর্ঘ আলোচনা আপনাদের কোন উপকারে আসলে নিজের কষ্ট সার্থক মনে করব।
পরবর্তী পর্বে আলোচনা করব TATA Sky নিয়ে।
আরও কিছু জানার থাকলে আমাকে ই-মেইল বা কল করতে পারেন।
আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুস্থতা কামনা করি।কোথায় কিভাবে আছেন?মানিকগন্জে……
/