স্যাটেলাইট টিভি সমগ্র [পর্ব-২] :: DishTv

প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি টেকটিউনস এর প্রিয় টিউনার বন্ধুদের কাছে। কারন গত বছর একটি টিউন করার পর আমি আর কোন টিউন করতে পারি নি। আমি দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় দেশের বাইরে আছি। তবে বর্তমানে কিছুটা সুস্থ তাই আজ এই টিউন করতে বসলাম।

আমি এই টিউনের প্রথম পর্বে টিভি চ্যানেল সম্প্রচারের পদ্ধতি, সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেছিলাম।

এই পর্বে আমি স্যাটেলাইট টিভি চ্যানেল রিসিভ করার কাজে ব্যবহৃত যন্ত্রাংশের বর্ননা এবং স্থাপন বা Installation নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু কিছু টিউনার বন্ধুর অনুরোধে বিভিন্ন পে চ্যানেল বিতরন কারি কোম্পানি যেমন - DishTV, Airtel Digital TV, Videocon D2H, TATA Sky, Sun Direct এর বিভিন্ন প্যাকেজের তথ্য, Broadcasting স্যাটেলাইটের Angle, Online Account এর মাধ্যমে প্যাকেজ / চ্যানেল যুক্ত / বাদ দেয়া, রিসিভারের একাউন্ট রিচার্জ করা সহ আরও বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব। স্যাটেলাইট টিভি চ্যানেল রিসিভ করার কাজে ব্যবহৃত যন্ত্রাংশের বর্ননা এবং স্থাপন বা Installation নিয়ে আলোচনা করব আগামী কোন পর্বে।

আলোচনার প্রথমেই জানিয়ে রাখি DishTV, Airtel Digital TV, Videocon D2H, TATA Sky, Sun Direct এগুলো ব্যক্তিগত পে চ্যানেল বিতরন কারি কোম্পানি অর্থাৎ DTH (Direct To Home) Service Provider Company. এর যে কোন DTH কোম্পানির মাধ্যমে পে চ্যানেল রিসিভ করার জন্য একটি বিশেষ ধরনের রিসিভার ব্যবহার করতে হয়। যা উক্ত DTH কোম্পানি তৈরী বা বাজারজাত করে থাকে। এক কোম্পানীর রিসিভার ব্যবহার করে অন্য কোম্পানীর চ্যানেল রিসিভ করা যায় না।
উপরে উল্লেখিত DTH কোম্পানি গুলো Ku Band এ তাদের চ্যানেল সম্প্রচার করে এবং তাদের ব্যবহৃত স্যাটেলাইট গুলোর EIRP (পরবর্তী পর্বে EIRP নিয়ে বিস্তারিত আলোচনা করব) ৫০ এর উপরে থাকায় 60-90 cm ব্যসের ডিস এন্টেনা ব্যবহার করলেই চলে যা অনেক ছোট হওয়া স্থাপন করা সুবিধাজনক।

DishTV-

India র প্রথম এবং সবচেয়ে বড় DTH কোম্পানি। যা কিনা ভারতের Zee Network এর মালিকানাধীন।

Satellite Signal এবং Basic Information : Dish TV সাধারন ভাবে চ্যানেল সম্প্রচার করে NSS 6 (95o East) এবং Insat 4B (93.5o East) Satellite এর মাধ্যমে। এর মধ্যে NSS 6 এর EIRP ৪৯-৫৩ এবং Insat 4B এর EIRP ৫২.৫-৫৩.৬ হওয়ায় এর ডিস এন্টেনা ৬০ সেন্টিমিটার ব্যসের হয়।। Dish TV Encryption System হিসাবে DVB-S এবং Conax ব্যবহার করে। Video এবং Audio Compression System হিসাবে MPEG2 ব্যবহার করে ফলে ছবি ও শব্দের মান ডিভিডি কোয়ালিটির হয় যা কিনা সাধারন ডিস বা কেবল লাইনের থেকে ৩ গুন পরিস্কার।

এছাড়াও Dish TV বর্তমানে TruHD ব্যনারে HD Channel সম্প্রচার করছে যা  Asiast 5 (100.5o East)  Satellite এর মাধ্যমে সম্প্রচারিত হয়। Asiast 5 এর EIRP ৫১-৫৩। HD সম্প্রচারে Dish TV Encryption System হিসাবে DVB-S2 এবং Conax ব্যবহার করে। Video এবং Audio Compression System হিসাবে MPEG4 , HD (1080p) এবং 8PSK ব্যবহার করে। HD Channel গুলোর ছবি ও শব্দের মান সাধারন MPEG2 Channel থেকে ৫ গুন পরিস্কার দেখা যায়। এখানে উল্লেখ্য HD Channel গুলো HDMI port দিয়ে সরবরাহ করা হয় যা কিনা শুধুমাত্র HD Ready TV বা HD TV উপভোগ করা যায়।

যন্ত্রাংশঃ

Dish TV র একটি পুরো সেট কেনার সময় আপনি যা যা পাবেন তা হল-

  • ১. Dish TV/ Dish TV TruHD Receiver ১ টা।
  • ২. Dish TV Viewing Card (VC Card) ১ টা।
  • ৩. Dish TV Remote Control ১ টা।( DishTV Plus/ Dishtv HD Plus রিসিভারের সাথে Record Function Key যুক্ত Remote Control দেয়া থাকে)
  • ৪. ডিস এন্টেনা ১ সেট।
  • ৫. Audio/Video Cable (HDMI Cable TruHD Receiver এর সাথে) ১ টা।
  • ৬. AAA ব্যাটারি ২ টা।
  • ৭. LNB ১টা। ( Dish TV TruHD Receiver এর সাথে ১ টা Twine LNB দেয়া হয় কারন এখানে ৩ টা Satellite এর Signal এক সাথে Receive করতে হয়।)
  • ৮. Dish TV Receiver এর account এ login করার জন্য User ID , Password.

মনে রাখবেন এটা অবশ্যই লাগবে কারন User ID , Password ছাড়া আপনি Recharge, Package Change করা, Extra Channel Add করতে পারবেন না। এমনকি দীর্ঘ সময় বন্ধ রাখার পর Channel চালু করার জন্য User ID , Password প্রয়োজন। এ ক্ষেত্রে জানিয়ে রাখি User ID , Password ছাড়া Dish TV Receiver গুলো সাধারনত অবৈধ বা চোরাই ভাবে বাংলাদেশে আসে যা পরবর্তীতে চ্যানেল কমে যাওয়া, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, বিল বেশি কাটার মতো অসুবিধা সৃষ্টি করে।

DidhTV / DishTV TruHD প্যাকেজ এবং বিলঃ

DishTV র বর্তমানে ৫ টি প্যাকেজ চালু আছে। এসব প্যাকেজের চ্যানেল সংখ্যা এবং বিলের পরিমান যথাক্রমে-

  • ১. সুপার ফ্যামিলি প্যাক - চ্যানেল সংখ্যা ২০৮ - মাসিক বিল ৩৬০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
  • ২. সুপার গোল্ড প্যাক - চ্যানেল সংখ্যা ২৪০ - মাসিক বিল ৪৬০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
  • ৩. সুপার ওয়ার্ল্ড প্যাক - চ্যানেল সংখ্যা ২৫১ - মাসিক বিল ৫৫০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
  • ৪. সুপার প্লাটিনাম প্যাক - চ্যানেল সংখ্যা ২৭২ - মাসিক বিল ৭০০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
  • ৫. প্যারাডাইস প্যাক - চ্যানেল সংখ্যা ২৮২ - মাসিক বিল ৭৪০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।

DishTV TruHD র বর্তমানে ৩ টি প্যাকেজ চালু আছে। এসব প্যাকেজের চ্যানেল সংখ্যা এবং বিলের পরিমান যথাক্রমে-

  • ১. সুপার HD Royal প্যাক - চ্যানেল সংখ্যা ৪০ টি HD Channel সহ ৩২৫ - মাসিক বিল ১০৪০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
  • ২. সুপার HD Premiere প্যাক - চ্যানেল সংখ্যা ২৫ টি HD Channel সহ ৩০৫ - মাসিক বিল ৮৫০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
  • ৩. সুপার HD World প্যাক - চ্যানেল সংখ্যা ২৫ টি HD Channel সহ ২৮০ - মাসিক বিল ৭১৫ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।

DishTV র অনলাইন একাউন্ট এর ব্যবহারঃ

DishTV র অনলাইন একাউন্ট এ লগইন করার জন্য এখানে ক্লিক করুন।

নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।

সঠিক ভাবে User ID, Password, ক্যাপচা পুরন করে Login এ ক্লিক করুন। এখন নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।

এখানে আপনি আপনার রিসিভার কার নামে কেনা সেটা জানতে পারবেন, চলতি প্যাকেজের নাম, পরবর্তী রিচার্জ তারিখ জানতে পারবেন।

উপরের মেন্যু থেকে My Account এ ক্লিক করলে Account Detail, Password Change করার আপসন পাবেন। নিচের ছবি তে দেখুন।

এই আপশন ছাড়াও Change Pack আপশনে গিয়ে Package পাল্টাতে পারবেন।

Order A-la- Carte আপশনে গিয়ে Package এর বাইরের Extra Channel বাছাই করে নেয়া যাবে।
Order MOD আপশনে গিয়ে নতুন Blockbuster Movie/ Cinema অর্ডার করতে পারবেন।
Recharge Now আপশনে গিয়ে Recharge Card ব্যবহার করে রিচার্জ করতে পারবেন।
Self Help আপশনে গিয়ে আপনার সাধারন DishTv / Dishtv TruHD Receiver এ Unlimited Recording ফাংশন চালু করতে পারবেন। ( এক্ষেত্রে আলাদা ভাবে Recording Remote Control কিনতে হয়। মূল্য - ৮০০-১০০০ টাকা। এখানে উল্লেখ্য Recording ফাংশন চালু করার এটাই একমাত্র পদ্ধতি)

DishTv র কিছু বিষয় জেনে রাখা দরকারঃ

  • ১. VC Card Number, User ID, Password কাউকে জানাবেন না।
  • ২. আকাশে বজ্রপাত হলে রিসিভারের পাওয়ার কানেকশন খুলে রাখবেন।
  • ৩. খুব জোরে বৃষ্টি আসলে DishTv র চ্যানেল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, এসময় চ্যানেল সার্চ করার চেষ্টা করবেন না।
  • ৪. ব্যলেন্স শেষ হওয়ার ২-৩ দিন আগে রিচার্জ করার চেষ্টা করবেন।
  • ৫. মাঝে মাঝে Satellite থেকে স্বয়ংক্রিয় ভাবে Receiver এর Software আপডেট হয় , এময় Receiver এর পাওয়ার বন্ধ বা রিমোট টেপাটিপি করবেন না। কারন এতে Receiver সম্পূর্ন ভাবে নষ্ট হয়ে যায়।
  • ৬. অজ্ঞ এবং অনভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে এসব জিনিস কিনবেন না।
  • ৭. বড় কোন অভিজাত মার্কেট বা দোকান থেকে  DishTV না কেনাই ভাল কারন তারা এ বিষয়ে খুব একটা অভিজ্ঞ হয় না, তারা মাত্র কিছুদিন হল বেশি লাভের আশায় এই ব্যবসায় নেমেছে। তারা নতুন কিছু অল্প বিদ্যা ভয়ংকর ধরনের সার্ভিস ম্যান দিয়ে Installation এর কাজ করায় , যাদের কারনে আপনার শখের Dish TV অকালে নষ্ট হয়। এক্ষেত্রে পুরানো ডিস ব্যবসায়ী রাই অধিক নির্ভরযোগ্য।  এখানে আমি কারও দালালি বা অপমান করছি না যা সত্য তাই বলার চেষ্টা করছি মাত্র।

DishTV সর্ম্পকে এই দীর্ঘ আলোচনা আপনাদের কোন উপকারে আসলে নিজের কষ্ট সার্থক মনে করব।
পরবর্তী পর্বে আলোচনা করব TATA Sky নিয়ে।
আরও কিছু জানার থাকলে আমাকে ই-মেইল বা কল করতে পারেন।

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুস্থতা কামনা করি।কোথায় কিভাবে আছেন?মানিকগন্জে……

/

Level 0

Akhon Indiay, Border Areay Friend Ar barite asi…

খুব সুন্দর লাগল।আপনিও তো একজন ভাল টেকনিশিয়ান।আল্লাহ আপনাকে সুস্হ রাখুক এই কামনা করি।

ভাই খুবি সুন্দর পোস্ট , Satellite TV এর কোন পেকেজ এর দাম কত? তা জানালে ভাল হয়।

Level 0

ভাই আপনার লেখা পড়ে ভাল লাগলো । আমি চাছ্ছি আমার বাসাতে ১. সুপার HD Royal প্যাক – চ্যানেল সংখ্যা ৪০ টি HD Channel সহ ৩২৫ – মাসিক বিল ১০৪০ টাকা। নেওয়ার জন্য কিন্তু কয়টা tv দেখতে পারবো তা কিন্তু বলেন নাই আমি চাইতেছি
30 টা tv এই লাইনের মাধ্যমে চালাতে তা পারবো কিনা । আর 30 ta TV চালাতে কি মাসিক 1040 টাকাই লাগবে ।

Level 0

একটা সেট দিয়ে একটা টিভি দেখা যায়। ৩০ টা টিভি চালাতে ৩০ টা DishTv সেট লাগবে। এক্ষেত্রে ৮ টির বিল ১০৪০ টাকা লাগবে বাকি গুলোর বিল ৫৫০ টাকা লাগবে।

nice tune, ami jantam na satelite tv somporke, aagke bistarito jante pere khub valo lagse, thanks Bhaia

Level 0

01717013126

Dish TV সেট কিনতে কত খরচ পড়তে পারে?? আর এর মাধ্যমে কি কোনো বাংলাদেশী চ্যানেল দেখা যাবে না?? কি করলে এর পাশাপাশি অথবা অল্প পরিশ্রমে বাঙ্গালদেশী চ্যানেল দেখতে পারি??

    Level 0

    @samaun khalid collins: User ID, Password সহ সর্বোচ্চ ৪৫০০ টাকা পরবে। বাংলাদেশী চ্যানেল দেখার জন্য কম করে ৭৫০০-৮০০০ টাকা খরচ পরবে।

Level 0

এই সকল জিনিস কোথা থেকে বা কোন মার্কেট থেকে কেনা নিরাপদ …? আপনার জানা থাকলে হেল্প করেন?

Level 0

@rana.didar: Call Me on- 01717013126

Level 0

Chittagong er kothay pawa jabe? payment korbo kivhabe? amar to paypal nai.

    Level 0

    @tanmoycsit: Ama K call Koren 01717013126 no a details janar jonno. Paypal dorkar nai.

Level 0

ami amar pc te tv card diya tv chalai. ami jodi DTH service use korle ki video/audio quality te problem hobe? Amar monitor 19inch LED.

    Level 0

    @tanmoycsit: Kono problem hobe na. Normal Dish ar chai te 3 gun Clear Picture paben. R mot set ar costing porbe 4500 taka.

Level 0

আজ ডিস টিভি নেয়েই নিলাম…… থ্যাঙ্কস শাওন ভাই…… এমন একটা লাইন দেয়ার জন্য।
এখানে যে সকল গ্রাহক ডিস টিভি নিতে চান…… তারা চোখ বন্ধ করে নেয়া নিতে পারেন।
সুপার ক্লিয়ার চ্যানেল পাচ্ছি।
আপনারা ডিস টিভি নিতে পারেন … আমার কানেকশন ওকে… একদম ওকে। ……একদাম খুস 😀

    Level 0

    @rana.didar: কোথা থেকে কিনলেন? দাম কত পড়ল? আইডি/পাসওর্য়াড সহ না ওগুলো ছাড়া?

Level 0

ডিস টিভি + ১০,০০০ পরল …আইডি পাসওয়ার্ড সহ…… প্রথম মাস ফ্রী লাইনসহ।
Shawan ভাইয়ের কাছ থেকে কিনেছি।

Comments are closed.