সবাইকে ঈদ এর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ রাতটা পেরুলেই ঈদ।
টিভি দেখতে অনেকেই ভালোবাসেন। আমি টিভিতে বাংলা নিউজ বাদে গত দুই বছরে কোন অনুষ্ঠান দেখেছি বলে মনে হয়না। সত্যি কথা বলতে সুযোগ হয়না। হলে থাকি। ওখানে বাংলা চ্যানেল বলতে শুধু নিউজটাই দেখা হয়। আর যখন বারিতে আসি আসলেই দেখি সন্ধ্যা থেকে রাত ১২ পর্যন্ত পর্যায়ক্রমে জি-বাংলা, স্টার জলসা, স্টার প্লাস ইত্যাদি চলছে আর সেখানে বস্তা পচা যত সব সিরিয়াল। তাদের যন্ত্রণায় বাড়িতে আসলেও টিভি রুমে যাই-ই না। অনেকদিন পর বারিতে আসলাম। এসে দেখি আমাদের বাংলাদেশের এখন অনেক চ্যানেল হয়ে গেছে। অথচ আমি জানিই না। চ্যানেল গুলো সব ঈদ এর জন্য নানান অনুষ্ঠানের আয়জন করেছে। তাতেও সমস্যা। কোন চ্যানেলে কি অনুষ্ঠান এত চ্যানেলের ভিরে কিছুই মনে থাকে না। আর বিজ্ঞাপনের ভিরে তো ভুলেই যেতে হয় যে একটু এগে কোথায় কি দেখছিলেন। তাই আপনাদের জন্য এখানে বাংলাদেশের বর্তমানের উল্লেখযোগ্য চ্যানেলের ঈদ এর আগের দিন হতে ৩য় দিন পর্যন্ত আয়োজিত অনুষ্ঠান মালা দিয়ে দিলাম। যাদের দরকার এবং টিভি দেখতে ভালোবাসেন তারা রেখে দিতে পারেন।
(দুঃখিত, যে ফন্টে অনুষ্ঠান গুলু লেখা সেগুলো এখানে পেস্ট করলে ফন্ট কাজ করছে না। তাই আপনাদের জন্য পিডিএফ করে মিডিয়া ফায়ারে আপলোড করে দিলাম।)
এখানে ক্লিক করে ফাইটি ডাউনলোড করে নিন।
এই টিউন টি আপনার কোন কাজে লাগলে পরিশ্রম সার্থক হবে। আর আপনার কাজে লেগেছে কিনা না জানালেতো জানবো না। আপনাদের ভালো লাগলে ৪র্থ দিন থেকে ৭ম দিনের অনুষ্ঠান সূচি নিয়ে পরের টিউন করবো।
সবাই ভালো থাকবেন। সবাইকে আবারো ঈদ এর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাইকে ঈদ মুবারক।
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
ভাল কাজে লাগবে