যারা যারা টিভি দেখতে পছন্দ করেন আর ঈদ এর সব অনুষ্ঠান দেখবেন বলে ঠিক করেছেন তারা এদিকে আসেন।

সবাইকে ঈদ এর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ রাতটা পেরুলেই ঈদ।

টিভি দেখতে অনেকেই ভালোবাসেন। আমি টিভিতে বাংলা নিউজ বাদে গত দুই বছরে কোন অনুষ্ঠান দেখেছি বলে মনে হয়না। সত্যি কথা বলতে সুযোগ হয়না। হলে থাকি। ওখানে বাংলা চ্যানেল বলতে শুধু নিউজটাই দেখা হয়। আর যখন বারিতে আসি আসলেই দেখি সন্ধ্যা থেকে রাত ১২ পর্যন্ত পর্যায়ক্রমে জি-বাংলা, স্টার জলসা, স্টার প্লাস ইত্যাদি চলছে আর সেখানে বস্তা পচা যত সব সিরিয়াল। তাদের যন্ত্রণায় বাড়িতে আসলেও টিভি রুমে যাই-ই না।  অনেকদিন পর বারিতে আসলাম। এসে দেখি আমাদের বাংলাদেশের এখন অনেক চ্যানেল হয়ে গেছে। অথচ আমি জানিই না। চ্যানেল গুলো সব ঈদ এর জন্য নানান অনুষ্ঠানের আয়জন করেছে। তাতেও সমস্যা। কোন চ্যানেলে কি অনুষ্ঠান এত চ্যানেলের ভিরে কিছুই মনে থাকে না। আর বিজ্ঞাপনের ভিরে তো ভুলেই যেতে হয় যে একটু এগে কোথায় কি দেখছিলেন। তাই আপনাদের জন্য এখানে বাংলাদেশের বর্তমানের উল্লেখযোগ্য চ্যানেলের ঈদ এর আগের দিন হতে ৩য় দিন পর্যন্ত আয়োজিত অনুষ্ঠান মালা দিয়ে দিলাম। যাদের দরকার এবং টিভি দেখতে ভালোবাসেন তারা রেখে দিতে পারেন।

(দুঃখিত, যে ফন্টে অনুষ্ঠান গুলু লেখা সেগুলো এখানে পেস্ট করলে ফন্ট কাজ করছে না। তাই আপনাদের জন্য পিডিএফ করে মিডিয়া ফায়ারে আপলোড করে দিলাম।)

এখানে ক্লিক করে ফাইটি ডাউনলোড করে নিন।

 

এই টিউন টি আপনার কোন কাজে লাগলে পরিশ্রম সার্থক হবে। আর আপনার কাজে লেগেছে কিনা না জানালেতো জানবো না। আপনাদের ভালো লাগলে ৪র্থ দিন থেকে ৭ম দিনের অনুষ্ঠান সূচি নিয়ে পরের টিউন করবো।

সবাই ভালো থাকবেন। সবাইকে আবারো ঈদ এর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাইকে ঈদ মুবারক।

টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল কাজে লাগবে

PDF ফন্ট ভাল ভাবে দেখা যায় না , তাই কাজে লাগলো না

Level 0

অনেক অনেক ধইন্নবাদ। বাসায় রাখা নিউজ পেপারে দেখতে পারতিসিলাম না। আপনার দেত্তয়া ঢিউনে সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। কি বলে যে আপনাকে ধইন্নবাদ দিব বুঝতেই পারতিসি না 🙂

    @tech_no: ভাইজান আফনের কামে লাগবো ইতা জাইনা বালা লাগতাছে।

      Level 0

      @জাহিদ হাসান: ভাইরে ত্রইটা কি বললেন? শুধু আমার কামে কেন? পুরা দেশবাসীর কামে লাগব 🙂

        @tech_no: ভাই, কবি এখানে আপনাকে পুরা দেশবাসীর প্রতিনিধি হিসেবে ব্যবহার করেছেন। হা হা হা…

          Level 0

          @জাহিদ হাসান: আচ্ছা ভাই ত্রকটু হেল্প করবেন? আমি খুজে পাচ্ছি না এজন্য আপনার সাহায্য চাচ্ছি।
          আগামীকালকে সকাল ৯টা থেকে ১১টার মধ্যে অনন্ত জলীলের ত্রকটা সিনেমা আছে। নাম সম্ভবত “Speed” কিন্তু কোন চ্যানেলে খুজে পাচ্ছি না। ত্রকটু কি কস্ট করে জানাবেন? 🙂

ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। পরের সূচিগুলো দিলে আরো ভালো হবে। আপনার পরবর্তী টিউনের জন্য অপেক্ষা করছি।

দারুন এক কাজ করছেন, অনেক ধইন্যা ।

bhaia, ami ki mobile a dekhte parbo?

    @digitallover_1991: হ্যাঁ, আপনার মোবাইল যদি পিডিএফ ফাইল সাপোর্টেড হয় তাহলে দেখতে পারবেন। যেহেতু আপনি কি মোবাইল ব্যবহার করেন সেটা উল্লেখ করেন নি তাই শিউর হয়ে বলতে পারছি না।

অনেক ধন্যবাদ ভাইজান । আশা করছি বেছে বেছে কিছু অনুষ্ঠান দেখতে পারবো । তাড়া তাড়ি next tune করুন ।

    @alihasan045: এই ৩ দিনের অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ সময় মত পরবর্তী টিউন পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।

জাহিদ ভাই আপনি যে পিডিএফ ফাইলটা দিয়েছেন সেটার ফন্ট ভেঙ্গে আছে। ফাইলটা আমার প্রয়োজন, আপনি কি ফন্ট ব্যবহার করছেন সেটা যদি জানান তাহলে আমি নিজেই সমাধান করতে পারব।

    @নুরুল ইসলাম: ভাই আমি Kalpurush ANSI ফন্ট ব্যবহার করেছি। ফন্ট টি আপনার কাছে না থাকলে জানিয়েন আর মেইল আই ডি দিয়েন। আমি word & PDF দুটু ফাইল ই পাঠিয়ে দেব। ভালো থাকবেন। ধন্যবাদ।

thanks jahid vai

ভাল অনুষ্ঠান গুলো দেখতে পারি।

Thanks vai, jodi apnar pokhkhe somvob hoy tahole google calender e dite paren, tahole aro shohoje onusthan gulo somoy moto dekhte parbo, mane arek tu sohoje khawanor system
😀 😉 :-!

জাহিদ ভাই ধন্যবাদ কাজ হয়েছে।

try this site http://shatdin.com.

valo