আপনি যদি একজন ক্যাবল টিভি অপারেটর হন তাহলে অবশ্যই আপনার কন্ট্রলরুম থেকে ভি, সি, ডি প্লোয়ারের মাধ্যমে আলাদা একটি ভিডিও চ্যানেল প্রচার করেন। এখন আমরা দেখবো কিভাবে কম্পিউটার এর মাধ্যমে আপনার এই ভিডিও চ্যানেলটি কে আর সুন্দর করে সম্প্রচার করতে পারেন। পাশাপাশি কিভাবে বিজ্ঞাপন প্রচার করার নিয়ম । তো চলুন দেখেনেই একটি অটোমোডেড ভিডিও চ্যানেল কিভাবে প্রচার করবেন আপনার ক্যাবল টিভি নেটওয়ার্কে। যে সব উপকরণ লাগাবে
হার্ডওয়্যার-
AGP card with DVI & S-Video output. এই ধরনের কার্ড ব্যবহার করলে আপনাকে একটি S-Video to AV converter ক্যাবল ব্যবহার করতে হবে কারণ ডিশ লাইনের মডুল্যাটর গুলো সরাসরি S-Video input নেয় না। S-Video to AV converter ক্যাবল দেখতে এমন হতে পারে। ক্যাবলের হলুদ জ্যাকটি আপনার মডুল্যাটরের Video input এ লাগাবেন।
| AGP card with AV output. এ ধরনের কার্ড থেকে আপনি সরাসরি মডুল্যাটরের জন্য ভিডিও আউটপুট পাবেন। এ ক্ষেত্রে আপনাকে AV ক্যাবল ব্যবহার করতে হবে। AV ক্যাবল দেখতে এরকম হতেপারে। ক্যাবলের হলুদ জ্যাকটি আপনার মডুল্যাটরের Video input এ লাগাবেন। |
এছাড়া বাজারে VGA to AV/S-Vodeo converter পাওয়া যার যা আপনি কম্পিউটার থেকে মডুল্যাটরে ভিডিও Input এর জন্য ব্যবহার করতে পারেন। এটি দেখতে এমন হতেপারে
VGA Converter
Audio to AV cable
Cable TV Modulator
সফট্ওয়্যার-
Screenshot of A/V Broadcast System for Cable TV
A/V Broadcast System for Cable TV সফট্ওয়্যারটি নিয়ে টিউটিরিয়াল পরবর্তিতে প্রকাশ করা হবে
Click here to download A/V Broadcast System for Cable TV
আমি আকাশছোঁয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই...
জবরদস্ত টিউন! 😀 অপারেটর ছাড়া বাসার সাধারণ লাইন ব্যবহার করে কেউ এসব যন্ত্রপাতি দিয়ে চ্যানেল বানাতে পারবে কি??