তৈরি করুন নিজের ভিডিও চ্যানেল (ক্যাবল টিভি অপারেটরদের জন্য)

আপনি যদি একজন ক্যাবল টিভি অপারেটর হন তাহলে অবশ্যই আপনার কন্ট্রলরুম থেকে ভি, সি, ডি প্লোয়ারের মাধ্যমে আলাদা একটি ভিডিও চ্যানেল প্রচার করেন। এখন আমরা দেখবো কিভাবে কম্পিউটার এর মাধ্যমে আপনার এই ভিডিও চ্যানেলটি কে আর সুন্দর করে সম্প্রচার করতে পারেন। পাশাপাশি কিভাবে বিজ্ঞাপন প্রচার করার নিয়ম । তো চলুন দেখেনেই একটি অটোমোডেড ভিডিও চ্যানেল কিভাবে প্রচার করবেন আপনার ক্যাবল টিভি নেটওয়ার্কে। যে সব উপকরণ লাগাবে

হার্ডওয়্যার-

  • কম্পিউটার যার থাকবে সর্বনিন্ন Dual Core processor, 1G RAM, 250 GB HDD.
  • AGP card with TV output দুই ধরনের AGP কার্ড আপনি ব্যবহার করতে পারেন-
AGP card with DVI & S-Video output.

এই ধরনের কার্ড ব্যবহার করলে আপনাকে একটি S-Video to AV converter ক্যাবল ব্যবহার করতে হবে কারণ ডিশ লাইনের মডুল্যাটর গুলো সরাসরি S-Video input নেয় না। S-Video to

AV converter ক্যাবল দেখতে এমন হতে পারে।

ক্যাবলের হলুদ জ্যাকটি আপনার মডুল্যাটরের Video input এ লাগাবেন।

 

AGP card  with AV output. এ ধরনের কার্ড থেকে আপনি সরাসরি মডুল্যাটরের জন্য ভিডিও আউটপুট পাবেন। এ ক্ষেত্রে আপনাকে AV ক্যাবল ব্যবহার করতে হবে। AV ক্যাবল দেখতে এরকম হতেপারে।

ক্যাবলের হলুদ জ্যাকটি আপনার মডুল্যাটরের Video input এ লাগাবেন।

এছাড়া বাজারে VGA to AV/S-Vodeo converter পাওয়া যার যা আপনি কম্পিউটার থেকে মডুল্যাটরে ভিডিও Input এর জন্য ব্যবহার করতে পারেন। এটি দেখতে এমন হতেপারে

VGA Converter

  • Sound card আপনি চাইলে মাদারবোর্ডে সাথে বিল্টইন Sound card -ই ব্যবহার করতেপারেন বা আলাদা লাগিয়ে নিতে পারেন। কম্পিউটার থেকে মডুল্যাটরে সাউন্ড নিতে আপনি Audio to AV ক্যাবল ব্যবহার করবেন। যা দেখতে এরকম হতেপারে

Audio to AV cable

  • মডুল্যাটর - আপনার ডিস কন্ট্রলরুমে যে মডুল্যাটর রয়েছে সেটিই আপনি ব্যবহার করতে পারবেন। তবে স ফিল্টার সহ মডুল্যাটর হলে ভালো ভিডিও কোয়ালিটি পাবেন।

Cable TV Modulator

সফট্‌ওয়্যার-

  • আপারেটিং সিস্টেম - Windows XP or Windows7
  • A/V Broadcast System for Cable TV এইটিই আপনার চ্যানেলের জন্য মূল ব্রডকাস্ট সফট্‌ওয়্যার। যার সাহায্যে আপনার চ্যানেলের সম্প্রচার নিমন্ত্রণ হবে। এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হবে। সফট্‌ওয়্যারটির ডোম আপনারা http://www.skytouch-software.com থেকে ডাইনলোড করতে পারবেন।

Screenshot of A/V Broadcast System for Cable TV

  • আনান্য সফট্‌ওয়্যার KLight codec pack, Flash player 10, Windows Media player 11, WinDVD player ইত্যাদি।

A/V Broadcast System for Cable TV সফট্‌ওয়্যারটি নিয়ে টিউটিরিয়াল পরবর্তিতে প্রকাশ করা হবে

Click here to download A/V Broadcast System for Cable TV

Level 0

আমি আকাশছোঁয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জবরদস্ত টিউন! 😀 অপারেটর ছাড়া বাসার সাধারণ লাইন ব্যবহার করে কেউ এসব যন্ত্রপাতি দিয়ে চ্যানেল বানাতে পারবে কি??

    @নেট মাস্টার: ভাই আমি কম্পিউটার থেকে টিভিতে সংযোগ দিতে চাই….?? বলতে গেলে আমি কম্পিউটারে যা চলবে টিভিতেও তা দেখাবে……… এমন কোন সমাধান জানা থাকলে বলবেন এবং কি ভাবে করব তাও জানাবেন……

IP TV বানাতে পারেন এটা দিয়ে

    @আকাশছোঁয়া: ভাই যে !!! 😛 এই টিউনটাতো বহুদিন আগে টিটিতে করা হয়েছিল। আপনিতো বোধহয় করেছিলেন তো আজ আবার পুরোনো টিউন নতুন করে কেন করলেন । 😀 আর ভালো কথা Click here to download A/V Broadcast System for Cable TV এভাবে লিখলে আমরা সাধারনত মনে করি যে এটি মিডিয়া ফায়ারে আপলোডকৃত এমন একটি মূল্যবান সফট যা আমাদের বিনামূল্যে দেয়া হচ্ছে । তাই আপনি যদি আপনার সাইটের কথাটা বলে লিংকটা দিতেন তো অনেকেরই আমার মতো ভুল ধারনা হবেনা। আর A/V Broadcast System for Cable TV সফটির দাম কতো জানাবেন কি? সরাসরি আপনার কাছ থেকে কিনতে চাইলে যোগাযোগের ঠিকানা টা দয়া করে উল্লেখ করবেন। পরবর্তী টিউনের (A/V Broadcast System for Cable TV সফট্‌ওয়্যারটি নিয়ে টিউটিরিয়াল পরবর্তিতে প্রকাশ করা হবে) জন্য আগাম ধন্যবাদ। অপেক্ষায় থাকলাম।

    Level 0

    আকাশ ছোঁয়া ভাই A/V Broadcast System for Cable TV installation করতে গেলে password কুজতেছে ভাইয়া দয়া করে password টা বলবেন? আমার মেইল নাম্বার হচ্ছে [email protected] plzz ভাইয়া দয়া করবেন।

    @আকাশছোঁয়া:

    IP Tv জিনিশ টা কি ? ekto bistarito vabe bolben pls

Level 0

আর A/V Broadcast System for Cable TV সফটির দাম কতো জানাবেন কি?

১৫,০০০ টাকা মাত্র

    Level 2

    @আকাশছোঁয়া: বাহ বাহ ব্যাবসা করার জন্য ভালো পথ ধরেছেন…….!!

      @Sk Milon:

      নিজের বানানো সফটওয়্য দিয়ে কি ব্যাবসা করা যায় না?

        Level 2

        @আকাশছোঁয়া: অবশ্যই ব্যবসা করা যায়৤ তবে টেকটিউনসের পেজ নিজের বিজ্ঞাপন প্রচারের জন্য নহে৤

      @Sk Milon: ভাই আপনি যা বললেন তা আরও বুঝে বলা উচিত ছিল , উনি সফটওয়্যার টা নিজে তৈরি করেছেন , এটা অনেক টিভি চ্যানেল এ প্রচার করা হয়েছে । উনাকে উৎসাহ দিয়েছে বড় বড় কোম্পানি , আর উনি এখানে সফটওয়্যার টা ত দিলেন ই , আপনার কোথায় আঘাত করল বলবেন ? একজন একটা ভাল কাজ করল আর আপনি সেটা ব্যবসা করার পথ ধরেছে বললেন , কেন বললেন ? উনি ত এটা এখানে বিক্রি করতে আসেনি , শুধু আমাদের জাননর জন্য সফটওয়্যার টা শেয়ার করলেন এবং এটা আপনার পিসি তে কাজ ও করবে , আপনি আগে ব্যাবহার করুন তারপর বলুন কোনটা ব্যবসা , যারা ক্যাবল টিভি অপারেটর তাদের জন্য এটার একটা কম মূল্য ধরা হয়েছে , যেখানে বিদেশী একই সফটওয়্যার এর দাম লাখ টাকার মত , আমি একজন অপারেটর , তাই উনার এই টিউন টা আমার খুব ই ভাল লাগল , এবং দেশের একজন নতুন এবং তরুন বিজ্ঞানী র সৃষ্টি হয়েছে দেখলাম , আপনি কি দেখলেন ?
      আপনি ট্রিনিটির এজেন্ট ? বা অন্য কোন কোম্পানির কিছু ? আপনার এত আঘাত কোথায় লাগল ?

        Level 2

        @ইশতিয়াক: ভাই এখানে তাকে ছোট বা হেয় করার জন্য কমেন্ট করা হয়নি৤ কিন্তু আপনার মন্তব্য গুলো সরাসরি ব্যাক্তিকে আক্রমন করে৤ মনে রাখবেন টেকটিউনস কারো নিজস্ব বিজ্ঞাপন প্রচারের জায়গা নহে৤

      @Sk Milon: টেকটিউনস এ ত টেকনোলজি নিয়েই টিউন হবে , আরও অনেক কিছুর ও হবে , উনি কি এর বাইরে কোন টিউন করেছেন ?

Level 0

আমি already দুইটা সফটওয়ার ব্যবহার করি। তবে একটা বাংলাদেশী আরেকটা indian… বাংলাদেশীটার চেয়ে আমার ইন্ডিয়ান সফটওয়ার টা বেশী ভাল লেগেছে এবং সহজ ।

    @anirban014: ভাই আমি কম্পিউটার থেকে টিভিতে সংযোগ দিতে চাই….?? বলতে গেলে আমি কম্পিউটারে যা চলবে টিভিতেও তা দেখাবে……… এমন কোন সমাধান জানা থাকলে বলবেন এবং কি ভাবে করব তাও জানাবেন……

ভাই সফটওয়্যারকি কি মাগনা দিতেছেন? নাকি আপনার কোম্পানির এ্যাড দিতেছেন তা পরিস্কার বোঝা গেলনা টিউনটি পড়ে।

    @মালেক: ভাই টিউন পড়ছেন ? একটা মাগনা আর একটা মালদা , বুঝলেন নি ? এড সারা বাংলাদেশে ই আছে , টেকটিউন এ সফটওয়্যার শেয়ার করলেই কি এড মারা হয় ? পুরা টিউন পড়ছেন ? নাকি ফাও পেচাল মারলেন ? এই লোক সফটওয়্যার এর নির্মাতা মাগনা লাগব ? ঠিকানা দেন আপ্নের বাড়ি যাইয়া দিয়া আসব , আমি যব দিলাম কইলে ।

ভাইজান আপনি ডিজিটাল সিস্টেম নিয়ে, নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে টিউন করেন। এটাতো অনেক পুরনো প্রযুক্তি।

    @মালেক: আবার ভুল করলেন পুরা সিস্টেম টাই ত ডিজিটাল , আপ্নের কম্পু কি ডিজিটাল না ? আর ব্রডকাস্টিং কি পুরান হইয়া গেছে , তাইলে ত বিটিভি আর স্যাটেলাইটে যাইতে পারত না , গেলে ও পুরান এর কারনে নাইমা যাইত , চ্যানেল ব্রডকাস্টিং কখনও পুরান হয় নাই, শুধু হালনাগাদ হয় নতুন কিছুর সংযুক্তির মাদ্ধমে , কি ভাই , আপনি অনেক আগাইয়া না পিছাইয়া ? অনেকে ত এই সফটওয়্যার এর বেপারে কিছুই জানেনা , এটা ত জানেন , তাই মন্তব্বের আগে একটু ভাবিয়েন দাদা ।

আকাশছোঁয়া min2 ভাই ,খুব মিস করি আমাদের বিজ্ঞানী কে , দেশে আছেন ত ভাই ?

আকাশ ছোঁয়া এই দেশে আপনার জন্ম হয়েছে তাই ,
আমাদের জন্ম এই দেশে হয়েছে বলে আমাদের জনম সার্থক হল ।
অবশ্য কিছু লোক বাদে , তারা এই দেশের ১ বিন্দু উন্নতি সহ্য করতে পারেনা ।

Level 0

আকাশ ছোঁয়া ভাই A/V Broadcast System for Cable TV installation করতে গেলে password কুজতেছে ভাইয়া দয়া করে password টা বলবেন? আমার মেইল নাম্বার হচ্ছে [email protected] plzz ভাইয়া দয়া করবেন।

Level 0

vai software amar o dorkar 01723771501

আমরা যখন বিদেশীদের বানানো সফটওয়ার সম্পর্কে লিখি তখন সেটা যদি বিজ্ঞাপন না হয় তাহলে এটা্ হবে কেন?

Level 0

thanks brother for good tune. i have some idea for satellite. i want to do this business please help me give me your contract information. [email protected] , mob:00966507414435(ksa)

আমি একজন কেব্‌ল অপারেটর, আমি অ্যাড সফটওয়্যার কিনতে চাই, কোনটা কত বিস্তারিত জানালে খুশি হব,

আমার সাথে যোগাযোগ করুন ০১৬১৭৩৪৭৩৫৫

ভাই আমার pcতে টিভি card আছে।মাদার bord এর সাথে লাগানো। কনো ভাবে ঐ ডিশ লাইনের মাদ্ধমে আমার বাসার অন্ন রুমের TV তে লাইন দেউয়া যাবে ? অরথাৎ আমি আমার রুম থেকে জা দেকবো তা আমার অন্ন রুমের Tv তে দেখা যাবে?

    @রাকিব হাসান: ভাই আমি কম্পিউটার থেকে টিভিতে সংযোগ দিতে চাই….?? বলতে গেলে আমি কম্পিউটারে যা চলবে টিভিতেও তা দেখাবে……… এমন কোন সমাধান জানা থাকলে বলবেন এবং কি ভাবে করব তাও জানাবেন……

ভাই আমি কম্পিউটার থেকে টিভিতে সংযোগ দিতে চাই….?? বলতে গেলে আমি কম্পিউটারে যা চলবে টিভিতেও তা দেখাবে……… এমন কোন সমাধান জানা থাকলে বলবেন এবং কি ভাবে করব তাও জানাবেন……

ক্যাবল টিভি চ্যানেল চালানোর ফ্রী সফটওয়ার চাই ।যদি কারো সন্ধানে থাকে ডাউনলোড লিঙ্ক দিলে খুশি হতাম।

ভাই ভিডিও তৈরি করে পোষ্ট দেন
আর আপনার দেয়া পিকচার গুলা শো করে না
কষ্ট করে পিকচার গুলা রিমুভ করে আবার আপলোড দিলে উপকৃত হব