সকাল থেকেই ভাবছিলাম একটা টিউন করব।আর তাই নামাজ পর,আল্লাহ এর কাছে দোয়া চেয়ে অনেক সাহস নিয়ে লিখতে বসলাম।নতুন টিউনার হিসেবে ভুল ভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন।
আজ আমার দ্বিতীয় টিউন,আগের টিউন টিতে সারা খুব কম পেয়েছিলাম তাই রাগ করিনি বরং ভালো টিউন লিখার জেদ ধরে গিয়েছিল।আর তাই কিছু নতুন লিখার চেষ্টা করছি।আশা করছি ভালো লাগবে এবং আপনারা আমাকে আরও টিউন লিখতে সাহস যোগাবেন।
এখন কাজের কাজ করি নয়তো কেউ বলে উঠতে পারেন "আবে বাকউয়াস বান্ধ কার"।
বাসায় টিভি একটা থাকায় অনেক সময় রিমোট নিয়ে মারা মারি করতে হয়।আর তাই এর একটা সমাধান হওয়া উচিত।আর এর সমাধান পেতে হলে http://www.jagobd.com/ এ ক্লিক করুন আর উপভোগ করুন বাংলাদেশি,ভারতীয়,আন্তর্জাতিক টিভি চ্যানেল গুলো একদম ফ্রীতে।আর আখনে বাফারিং ও কম হয় তাই রিমোট এর ঝামেলা মাথা থেকে বাদ দিয়ে বসে পরুন পিছি এর সামনে আর মজা নিতে থাকুন অনলাইন টিভির।
যেইসব চ্যানেল পাবেনঃ
আরও আছে নিউস চ্যানেল,ডকুমেনটোরি চ্যানেল,মভিস চেনেল,মিউসিক চেনেল,ইতালিয়ান চ্যানেল,রেডিও এমনকি দৈনিক পত্রিকা ও আছে।
আর কিছু কি প্রয়োজন আছে?শুরু করে দিন এখন ই।
ভুল হলে ক্ষমা করবেন আর ভালো লাগলে উৎসাহিত করতে ভুলবেন না।
আপনারা যারা আরও কম স্পীড কানেকশন ব্যাবহার করেন তারা এই ওয়েব থেকে ঘুরে আসতে পারেন।
আশা করি কাজে দিবে।আর কাজ করলে কমেন্ট আর লাইক দিতে ভুলবেন না।ধন্যবাদ।
আমি ranim-mahfuz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i need money.i want money.
very good tune
thanks & keep it up bro!