সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) নিয়ে কিছু প্রচলিত ভ্রান্ত ধারনা : আজকের বিষয় গুগল-ইয়াহু বুকমার্কিং

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

টাইটেল দেখেই হয়তো অনেকে অনুমান করতে পারছেন আজকের এই লেখাটা কেন লেখা !!! আমাদের অনেকের মধ্যেই সার্চ ইন্জিন অপটিমাইজেশন নিয়ে কিছু ভ্রান্ত ধারনা প্রচলিত আছে। যা আমরা বুঝে না বুঝে অবলীলায় করে যাচ্ছি। আজকের বিষয় টা হচ্ছে গুগল-ইয়াহু বুকমার্কিং সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ কতটা উপকারি !!!

Will these bookmarks affect Google's search results?

সার্চ ইন্জিন অপটিমাইজেশন (অফ পেইজ এস.ই.ও তে) বিভিন্ন জন টিউন করার সময় বেকলিঙ্কস বাড়ানোর জন্য বুকমার্কিং সাইট গুলোর উপকারিতা সম্পর্কে জানান আর সেগুলোতে বুকমার্কিং করার পরামর্শ দেন। আর এর সাথে সাথে গুগল-ইয়াহু বুকমার্কিং এর কথাও চলে আসে (এই যে সেদিন টিটির একটা টিউনে দেখলাম )। কিন্তু আমার প্রশ্ন হল গুগল-ইয়াহু বুকমার্কিং কি আসলেই কোন সাইটের সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ বিন্দু মাত্র উপকারী ভূমিকা পালন করে ???

ভাই দুঃখের বিষয় হলে ও সত্য যে আমরা অনেকেই এই ব্যাপারে জানি ই না। আপনারা অনেকেই অবাক হবেন যে গুগল-ইয়াহু বুকমার্কিং কোন সাইটের সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ বিন্দু মাত্র উপকারী ভূমিকা পালন করেনা। এটার উদ্দেশ্য সম্পুর্ন ভিন্ন। আসুন জেনে নেই গুগল-ইয়াহু বুকমার্ক কি এবং কেন আমরা বুকমার্কিং করবো !!!

গুগল বুকমার্ক কি ?
গুগল-ইয়াহু বুকমার্কস হচ্ছে এমন একটা অনলাইন সার্ভিস যেখানে আপনি অতি সহজেই আপনার পছন্দের সাইট গুলোকে সেভ করে রাখতে পারেন এবং একই সাথে যুক্ত করে দিতে পারেন উপযুক্ত লেভেলস এবং বর্ননা দিয়ে।

Will these bookmarks affect search results?

এটা ব্রাউজার এর বুকমার্ক এর মতো নয়। আপনি সাইন ইন অবস্থায় ঐ রিলেটেড (যেই লেভেলস এবং বর্ননা দিয়ে সেভ করা) বিষয় নিয়ে সার্চ দিবেন তখন গুগল আপনাকে আপনার বুকমার্ক করা সাইট সহ অন্যান্য সাইট গুলো শো করবে। এমন কি অন্যের কম্পিউটারেও (সাইন ইন অবস্থায়)। যা এক মাত্র আপনাকেই শো করবে। সাইন আঊট করে সার্চ দিয়ে দেখেন এখানে আপনি দেখতে পাবেন না আপনার বুকমার্ক করা সাইটটি। আর ইয়াহু বুকমার্ক ঠিক গুগল বুকমার্ক এর মতোই।

Will these bookmarks affect Google's search results?

কেন গুগল-ইয়াহু বুকমার্কিং সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ কোন প্রভাব ফেলেনা...
আপনারা হয়তো জেনে থাকবেন যে গুগল আর ইয়াহু তে সাইট সাবমিটে কোন বেকলিঙ্কস পাওয়া যায়না। সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ গুগল-ইয়াহু বুকমার্কিং বিন্দু মাত্র প্রভাবই ফেলে না। কারন এই বুকমার্ক এর ফলে কোন বেকলিঙ্কস ই ক্রিয়েট হয়না এমন কি কোন প্রকার ন্যাচারাল লিঙ্ক ও নয়। এই বুকমার্ক শুধু মাত্র আপনার সার্চ রেজাল্টে ই দেখায়। এর মাধ্যমে আপনি ডাইরেক্ট কোন ভিজিটর ও পাবেননা। গুগল-ইয়াহু বুকমার্কিং এ সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর প্রভাব সম্পর্কে গুগল সিস্টেম ব্লগ লিখছিল যে...

Will these bookmarks affect Google's search results?
You'll see the labels selected for a bookmark next to its corresponding snippet in the search results. Bookmarks affect Google's search results only for you. Google improves the relevancy of the search results by tailoring to your interests, so the order of the search results could change in some cases.

সুতরাং গুগল-ইয়াহু বুকমার্কিং যে কোন কাজেই আসেনা একটা সাইটের সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ এটা কিন্তু পরিষ্কার। তাই এতো টুকু বলতে চাই আপনারা এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন যে সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ গুগল-ইয়াহু বুকমার্কিং খুবই উপকারী। আর অন্যকে বলার সময় ও কেয়ারফুল হন এটা আপনাদের কাছে আমার রিকুয়েস্ট।

Reference:
1. Matt Cutts, is Google software engineer. Currently working as the head of Google’s Webspam team.
2. Google system Blog

মনে রাখা উচিৎ যে, সব সোসাইল বুকমার্ক সাইট ই বেকলিঙ্কস দেয় না, তাই ডুফলো সোসাইল বুকমার্ক সাইট গুলোকে টার্গেট করে সাইট সাবমিট করা উচিৎ। আর সব চেয়ে বড় কথা আপনার উচিৎ হবে হাই পেজ রেঙ্ক (৫-৮) ডুফলো সোসাইল বুকমার্ক সাইট গুলোকে টার্গেট করে বুকমার্কিং করা।

আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দুর্বল উপস্থাপন এর জন্য। আপনাদের কাছে যদি টিউন টা ভালো লাগে তবে ই আমার সার্থকতা। ভালো থাকবেন সবাই, আর হে কমেন্ট দিয়ে আপনার কোন মতামত থাকলে ব্যাক্ত করতে ভুলবেন না জেনো।

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক উপকারি তথ্য দিয়েছেন । গুরুত্বপুর্ন তথ্য শেয়ারের জন্য ধন্যবাদ । অন লাইনে ফ্রি এড দিতে দেয় এমন সাইট আপনার জানা আছে কি থাকলে শেয়ার করুন প্লিজ ।

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। হ্যাঁ এমন অনেক সাইট আছে যারা লিঙ্ক এক্সচেঞ্জ এর মাধ্যমে আপনার সাইট কে ফ্রী এড দেয়ার ব্যবস্থা করে দেয়। আবার কিছু Classified Ad Site ও আছে যারা আপনাকে ফ্রী এড দেয়ার সুযোগ দিবে।
    যেমন

    http://www.bidvertiser.com (PR6)
    http://www.inetgiant.com (PR5)
    http://www.adleaf.com (PR4)
    http://www.adgridwork.com (PR4)

    ধন্যবাদ আপনাকে।

সব সোসাইল বুকমার্ক সাইট ই বেকলিঙ্কস দেয় না, তাই ডুফলো সোসাইল বুকমার্ক সাইট গুলোকে টার্গেট করে সাইট সাবমিট করা উচিৎ।

অনেক ধৈন্যাপাতা 😀 😀

    হ্যাঁ শাওন আমি এটা টিউন এর শেষে উল্লেখ করছি।
    তোমাকে তোমারই ধন্যযোগ…

এইটা জানতাম না।অনেক ধন্যবাদ আপনাকে এইটা জানানোর জন্য।আপনার কাছে (৫-৮) ডুফলো সোসাইল বুকমার্ক সাইট থেকে থাকলে শেয়ার করার জন্য অনুরোধ করছি।

    ধন্যবাদ অর্ণব আপনাকে। ইনশাআল্লাহ্‌ কয়েক দিনের মধ্যেই (৫-৮) ডুফলো সোসাইল বুকমার্ক সাইট নিয়ে একটা টিউন করবো। আশা আপনাদের সাথেই পাবো।

মনে রাখা উচিৎ যে, সব সোসাইল বুকমার্ক সাইট ই বেকলিঙ্কস দেয় না, তাই ডুফলো সোসাইল বুকমার্ক সাইট গুলোকে টার্গেট করে সাইট সাবমিট করা উচিৎ। আর সব চেয়ে বড় কথা আপনার উচিৎ হবে হাই পেজ রেঙ্ক (৫-৮) ডুফলো সোসাইল বুকমার্ক সাইট গুলোকে টার্গেট করে বুকমার্কিং করা।

Level 0

সুমন ভাই সুন্দর একটি টিউন করেছেন। চালিয়ে যান। আর হাই পেজ র‌্যাঙ্ক সাইটগুলো চাই চাই সবার জন্য 🙂

    মাহবুব ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য। আছি ভাই আপনাদের সাথে আর আমার সব চেয়ে পছন্দের বাংলা ব্লগ টেকটিউন'স এর সাথে। হ্যাঁ ভাই খুব শীঘ্রই একটা টিউন দিবো শুধু হাই পেজ র‌্যাঙ্ক নয় ডুফলো হাই পেজ র‌্যাঙ্ক সাইট এর উপর… 🙂 🙂

Level 0

Dear bro,
thanks for Ur helpful tune.
If U have the name of Do follow bookmarking sites then please share with us.
Thanks again.

    আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউবয়, হ্যাঁ ভাই খুব শীঘ্রই একটা টিউন দিবো ডুফলো হাই পেজ র‌্যাঙ্ক বুকমার্কিং নিয়ে। আশাকরি আপনাদের সাথে ই পাবো।

Vhai i do not know that what is Do Follow and what is No Follow. Please help me to tell about it……

    আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। বাংলায় কমেন্টটা করলে অনেক ভালো লাগতো।

    If you want to know about Do Follow so you have to accounted with Nofollow. Nofollow is an HTML in rel attribute (like: <a href="http://www.example.com/&quot; rel="nofollow">Example</a>) which instruct search engines that a hyperlink will not influence on the link target's ranking in the search engine's index. It is objectives is to reduce the effectiveness of various search engine spam for improving the quality of search engine results. On other hand Do follow is also a html attribute (like : <a href="http://example.com/">Example</a&gt😉 which value that tells search engines to pass credibility or influence to an outbound and also crawl that link as well that created with Anchor. And it is counted as a Backlinks.

    আপনার ইংরেজি কমেন্টের পরি প্রেক্ষিতেই ইংরেজিতে কমেন্ট করলাম। আমি আর কিছু দিনের মধ্যেই Do Follow ও No follow নিয়ে বিস্তারিত টিউন লিখব, আশা করি তখন আরও ভালো ভাবে বুঝতে পারবেন।

আমি ও একমত।কেননা নোফলো সাইট থেকে একমাত্র ভিজিটর ছাড়া আর কোন লাভই হয়না সার্চ ইন্জিন অপটিমাইজিশনে।তবে এখানে একটি কথা না বললেই নয় সেটা হলো আপনার সাইটের যদি ব্যাকলিংক বেশি না থাকে বা পেজরেংক ও না থাকে তারপরও যদি বিভিন্ন সাইট থেকে বা সোসিয়াল বুকমার্ক সাইট থেকে অনেক ভিজিটর পান তাহলে কিন্তু সেটা আপনার SERPs (সার্চ ইন্জিন রেজাল্ট পেজ) এ অনেক ভুমিকা রাখতে পারে।

ধন্যবাদ আপনার এসইও এর টিউনের জন্য।আর একটা কথা সেটা হলে আমরা চেইন টিউন শুরু করেছি বলে আপনি করবেন না এটা ঠিক না ।আপনি ও চেইন টিউন করুন এবং নতুন কিছুর সাথে আমাদের পরিচিত করিয়ে দেন এটা আমাদের অনুরোধ।

    সজিব ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ কমেন্টস করার জন্য।

    @ নোফলো সাইট থেকে একমাত্র ভিজিটর ছাড়া আর কোন লাভই হয়না সার্চ ইন্জিন অপটিমাইজিশনে.

    এ কথার সাথে আমি পুরোপুরি একমত নই কেননা বেশ কিছু সার্চ ইন্জিন আছে যারা এখনো নোফলো সাইট কে ফলো করে। David Leonhardt’s blog (seo-writer.com) এ একটা পোষ্ট এ (টাইটেল ছিলো Look who follows NoFollow links!) David Leonhardt এটা প্রমাণ করেছেন যে ইয়াহু এখনো নোফলো লিঙ্ক কাঊণ্ট করে, এমন কি মাঝে মাঝে গুগলও নোফলো লিঙ্ককে ফলো করার জন্য হাজির হয়।

    আর ভাই বুকমার্কিং (ডুফলো হাই পেজ রেঙ্ক সাইট) অবশ্যই ইফেকটিভ কিন্তু গুগল-ইয়াহু বুকমার্কিং এ সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ বিন্দু মাত্র উপকারী ভূমিকা পালন করেনা। এটার উদ্দেশ্য সম্পুর্ন ভিন্ন। আর আমি আমার এই টিউনটার মধ্যে এটাই তুলে ধরতে চেয়েছি।

    হুম আমি আপনার সাথে সম্পুর্ন একমত অনেক ভিজিটর আপনার SERPs এ অনেক ভুমিকা রাখতে পারে। ইনশাআল্লাহ আমার অনার্স ৩য় বর্ষ পরীক্ষা টা শেষ হলেই আমি সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) নিয়ে চেইন টিউন শুরু করব ।
    আবারো ধন্যবাদ আপনাকে।:)

    গুগল-ইয়াহু বুকমার্কিং সম্পূর্ণ আলাদা একটি বিষয়।এটি কখনোই অন্য সব বুকমার্কিং সাইটের মত কোন কাজই করে না।আর নোফলো লিংক যদিও ইয়াহূ স হ অন্য বেশ কিছু সার্চ ইন্জিন ব্যাকলিংক হিসাবে ধরে নেয় সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়।আমি মানলাম যে আপনার ব্যাকলিংক সংখ্যা বাড়বে।কিন্তু ব্যাকলিংক এর মান কম হবে।তা ছাড়া নোফলো সাইট থেকে আপনি আপানর সাইটকে ইনডেক্স ও করাতে পারবেনা।তাই আমার মতে সংখ্যার দিক থেকে দেখতে গেলে নোফলো লিংক প্রয়োজন যদি সেটা মানের দিক থেকে দেখা হয় তবে তা নিস্প্রয়োজন।

    জেনে অনেক খুশি হলাম শীঘ্রই আপনি চেইন টিউন করতে চাচ্ছেন শুনে।চালিয়ে যান।ধন্যবাদ আপনাকে

    সজিব ভাই সত্যি কথা বলতে কি সার্চ ইন্জিন এর মতি গতি বুঝা কিন্তু বড়ই টাফ ব্যাপার ভাই…
    তবে হা আপনি যেটা বললেন যে নোফলো লিংক মানের দিক থেকে নিস্প্রয়োজন এটা আমি মানি। যাক ভাই আলাপে আলাপে কিছ ব্যাপারের ভিতরে চলে যাওয়া যায়, যা অত্যন্ত ভালো লক্ষণ। ভাল থাকেন গুড নাইট…

Level 0

সেদিন আমিও একই কথা বলেছিলাম।
SEO সম্পর্কে ৪ থেকে ৫ বছর জানলে সফলতাটা স্থায়ী হয়। নাহলে ১ মাস পরে সাইট ডাউন খাবে।

    ফারহাদ ভাই কেমন আছেন আপনি ?
    ধন্যবাদ কমেন্ট করার জন্য। হ্যাঁ ঠিকি বলেছেন আপনি SEO নিয়ে ৪/৫ বছরের অভিজ্ঞতা থাকলে ফলাফল টা আসলেই দির্ঘস্থায়ী হয়। আবারো অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Level 0

Via, bid na kre SEO ar job paya jai ai rkm kn0 site ki apnar porici2 ase? Tkle plz hlp me

সুমন ভাই আপনার পরবর্তী টিউন এর লিংক টা একটু দিয়েন. আর এই টিউন এর জন্য ধন্যবাদ

পোস্টটি পড়ে ভালো লাগলো। সম্পূর্ণ নতুন ৩০ টি সোশ্যাল বুকমার্কিং সাইট পেতে পারেন এখান থেকেঃ

http://www.websonjob.com/30-new-social-bookmarking-sites-list-for-strong-backlink/