লোকাল এসইও কি ভাবে আপনার ব্যবসা কে বাড়াতে পারে?
লোকাল এসইও অনলাইন এ ব্যাবসায় বাড়ানোর জন্য দারুন একটি উপায়। গুগল my বিসনেস থেকে ফ্রি একাউন্ট তৈরী করে ভালো রিভিউ, টিউন এর মাদ্ধমে আজকাল অনেকেই ভালো ট্রাফিক আর বিস্তর ক্রেতা পাচ্ছেন যারা কিনতে তৈরী।
লোকাল এসইও হল কোন একটি নির্দিষ্ট জায়গা বা কোন একটি নির্দিষ্ট জিওগ্রাফিক লোকেশনকে কেন্দ্র করে আপনার বিজনেস কে ঐ লোকেশন এর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য গুগল তথা অন্য সার্চইঞ্জিন এর জন্য অপটিমাইজেশন করা।
একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। মনে করুন আপনার ঢাকাতে একটি ফুলের দোকান রয়েছে আপনি চাইছেন আপনার ফুলের দোকানটিতে অনলাইন থেকে অর্ডার আসুক যারা ঢাকা কিংবা প্রতি অঞ্চলে থাকেন তাদের থেকে।
ঢাকা বা তার পার্শবর্তী অঞ্চল এর মানুষকে আপনার টার্গেট অডিয়েন্স হিসেবে মনে করতে চাইছেন। তাই সে ক্ষেত্রে আপনি যদি আপনার এলাকার আশেপাশের মানুষকে আপনার ফুলের দোকানের সম্পর্কে অনলাইনে জানতে আগ্রহী হন সেক্ষেত্রে লোকাল এসইও আপনার জন্য বিশেষ ভূমিকা নেবে।
আরো বিশদে পড়ুন এখানে :লোকাল এসইও কি? লোকাল এসইও কি ভাবে আপনার ব্যবসা কে বাড়াতে পারে?
আমি সোমিক ঘহোসে। , Digital Marketing Professional & Blogger, Domjur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 37 টিউনারকে ফলো করি।
Hello Readers! I am Soumik Ghosh from India. I am passionate about computers and more likely to live around these emerging technologies coming up each and every day! So right after my college I entered in my favorite domain and earned MCA(Master of Compter Application) in 2010. Since then I...