গেস্ট ব্লগিং করে লিঙ্ক বিল্ড করার জন্য আমাদের কাছে ইংরেজি সাইটের অনেক রিসোর্স থাকলেও বাংলা সাইটের রিসোর্স খুবি কম। হাত গোনা কয়েকটি সাইট আছে যেখানে গেস্ট ব্লগ গ্রহন করে। আর এছারা কিছু সাইট থাকলেও সেগুলার কোয়ালিটি ও ডোমেইন অথোরিটি খুবি কম। আমি এখানে একটি বাংলা সাইট শেয়ার করছি যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে গেস্ট টিউন করতে পারবেন। এ সাইটটির ব্যাকলিঙ্ক প্রোফাইল ও অনেক ভাল।
সাইট লিঙ্ক : BanglaMail 71 (DA: 14)
এখানে আপনার গেস্ট টিউন পাবলিশ করার জন্য রেজিস্ট্রেশন করারও দরকার পরবে না। "আপনার লিখা জমা দিন" এই পেজটিতে গিয়েই সরাসরি আপনার লিখাটি জমা দিতে পারবেন।
অনেকেই মনে করেন যে গেস্ট টিউন করার জন্য আর্টিকেলটির কোয়ালিটি কোন ম্যাটার না। কিন্তু আসল কথা হল আপনার গেস্ট পোস্টটি যদি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক না করে তাহলে আপনিও আপনার কীওয়ার্ড র্যাঙ্ক করার জন্য ওই গেস্ট টিউন থেকে কোন সুবিধা পাবেন না। খুব বেশি হলে আপনার ডোমেইন অথোরিটি বারবে। কিন্তু ট্রাফিক না আসলে শুধু ডোমেইন অথোরিটি দিয়ে তো লাভ নাই। তাই গেস্ট টিউন করার জন্য একটি ভাল মানের আর্টিকেল লিখতে নিচের নিয়ম গুলো অনুসরন করতে পারেন।
০১। আপনার লিখাটি এমন ভাবে লিখুন যাতে করে সেটি সহজে বোধগম্য হয়।
০২। শিরোনাম গুলোতে অবশ্যই হেডিং (h1, h2, h3) ব্যবহার করুন।
০৩। আর্টিকেলটি সর্বনিম্ন ১০০০ ওয়ার্ডে লিখার চেষ্টা করুন।
০৪। আর্টিকেল বিষয়টি সম্পর্কে যা যা তথ্য আছে সব দিন।
০৫। প্রয়োজনীয় জায়গা গুলতে পর্যাপ্ত পরিমানে ছবি দিন।
০৬। ব্যাকলিঙ্ক এর জন্য লং টেইল কীওয়ার্ড নির্বাচন করুন।
০১। এসইও ইম্প্রূভ করতে ও ব্যাকলিংক বাড়াতে।
০২। আপনার সাইটের ট্রাফিক বাড়াতে।
০৩। আপনার সাইটের ডোমেইন অথরিটি বাড়াতে।
০৪। নতুন ভিজিটর কাছে তার সাইটটি পৌঁছে দিতে।
০৫। নিজের ব্র্যান্ড তৈরি করতে।
০৬। অন্ন ব্লগারদের সাথে সম্পর্ক স্থাপন করতে।
মনে রাখবেন ভিসিটর দের আপনার লিখা দ্বারা আকৃষ্ট করতে পারলে তারা লিঙ্কে ক্লিক করবে এবং তারা আপনার সাইট সম্পর্কে জানবে। এবং গুগল ও এই কারনেই আপনার সাইটটির রাঙ্ক বাড়াবে।
আমি পূজন সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেক ব্লগার