সার্চ ইঞ্জিন অপ্টিমাইজে এর প্রয়ােজনীয়তা যাকে SEO বলা হয়!

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কেন প্রয়ােজন একেবারে সরল ভাষায় যদি SEO সম্পর্কে ধারণা নিতে চাওয়া হয় তবে প্রথমেই যে কাউকে একটি বিষয় নিয়ে নিজেনিজে ভাবতে হবে। যখন কেউ ইন্টারনেটে তথ্য পাবার চেষ্টা করেন তখন তার কাছে সবচাইতে সহজ উপায়টি কি? অবশ্যই সকল ব্রাউজকারী এক বাক্যে বলবেন সার্চ ইঞ্জিন। ইন্টারনেটে যে কোন তথ্য সম্পর্কে জানতে গেলেই আমরা পৃথিবী বিখ্যাত কতিপয় সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু বা বিংগ প্রভৃতিকে প্রথমে ওপেন করি যেগুলাে আদতে একটি ওয়েব সাইটের ওয়েব পেজ হিসেবে আমাদের নিকট উপস্থাপিত হয়।

এই ধরনের ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন বলা হয় কেননা ব্যবহারকারী এর নির্দিষ্ট ফাকা ঘরে কোন তথ্যের সাথে সংশ্লিস্ট শব্দটি প্রবেশ করিয়ে তৎপর এর সার্চ বাটনে ক্লিক করলে ঐ শব্দ বা ফ্রেজ সম্পর্কিত যাবতীয় তথ্য লিংক আকারে আমাদের সম্মুখে উপস্থাপিত হয়।

একটু ভেবে দেখুন, আমরা কি পৃথিবীতে যে কোটি কোটি ওয়েব সাইট বিভিন্ন বিষয়ে তথ্য নিয়ে যেগুলাে তৈরি সেগুলােকে মনে রাখি ; মােটেই নয়। বরং আমরা যদি কোন বিষয় সম্পর্কে জানতে চাই তবে সরাসরি যে কোন সার্চ ইঞ্জিনের দ্বারস্থ হয়ে সেই সম্পর্কিত কি কি ওয়েব সাইট পাওয়া যাবে তার লিংকগুলাে খুঁজে বের করি। এবারে ব্যাপারটি যদি উল্টো করে চিন্তা করি তাহলেই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কি সে বিষয়টি আমাদের সম্মুখে জলের মতাে পরিস্কার হয়ে উঠবে।

ধরা যাক, আপনি একটি ওয়েবসাইটের মালিক যে সাইটটি কমপিউটারের বিভিন্ন রিকন্ডিশন যন্ত্রাংশসমূহ ক্রয় বিক্রয় করি কার্যক্রম পরিচালনা করে। এখন আপনি যে ওয়েবসাইটটি তৈরি করেছেন তার বাণিজ্যিক উদ্দেশ্য কী হবে। নিশ্চয়ই তা হবে যারা এই ধরনের পুরােণাে যন্ত্রাংশ বিক্রি করতে ইচ্ছুক, সেই সাথে এই ধরনের যন্ত্রাংশ ক্রয় করতে ইচ্ছুক যার উভয়ই আপনার সাইটে যেন আকৃষ্ট হয়।

কেননা যারা বিক্রি করতে ইচ্ছুক তাদের আকৃষ্ট করে আপনি এই ধরনের পুরােণাে যন্ত্রাংশ ক্রয় করতে পারবেন এবং যারা এই ধরনের রিকন্ডিশন যন্ত্রাংশ ক্রয় করতে ইচ্ছুক তাদের কাছে তা বিক্রয়া করতে পারবেন। এতাে গেল ই – কমার্স সাইটের উদাহরণ।
সাধারণ তথ্যভিত্তিক সাইটেরও কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্য থাকতে পারে। যেমন ধরা যাক আপনি এমন একটি সাইটের মালিক যেটি বিভিন্ন মােটরগাড়ির প্রােফাইল ধারণ করে এবং একই সাথে ঐ সমস্ত মােটরগাড়ির বিভিন্ন সমস্যা নিয়ে আলােচনা করে।

এই সাইটের টার্গেট ব্রাউজকারী হবেন তারা যারা নতুন মােটরগাড়ি কিনতে চান বা যাদের  মােটরগাড়ি, কোন রকম সমস্যা সৃষ্টি করেছে।

এই সমস্ত ব্যক্তিবর্গ ঐ ওয়েব সাইটটি হতে নতুন গাড়ি কেনার আগে যেমন কোন গাড়ি কেমন বা সবকিছু বিচার বিবেচনা করে কোন গাড়িটি কেনা তার জন্য উচিৎ হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আবার কোন গাড়ির মালিক তার গাড়ির কোন সমস্যা সম্পর্কে ও তার সমাধানের প্রকৃত সূত্রের সন্ধানে এই ওয়েব সাইটে গমন করতে পারেন |

Level 1

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস