আমরা যারা এস ই ও করি তারা জানি কেন আমাদের গেস্ট ব্লগিং করা দরকার। সেইফ, পাওয়ারফুল এবং কোয়ালিটি লিংক বিল্ডিং এর অন্যতম মাধ্যম এই গেস্ট ব্লগিং।
ইংরেজি সাইট এ গেস্ট ব্লগিং করার জন্য অনেক ফ্রী সাইট পাওয়া যায়। কিন্তু আমরা যারা বাংলা সাইট নিয়ে কাজ করতেসি তাদের বাংলায় গেস্ট ব্লগিং করার রিসোর্স খুবি কম। আর থাকলেও সেই সব সাইট এর র্যাঙ্ক ও অথোরিটি অনেক কম বিধায় ওই সব সাইট এ গেস্ট ব্লগিং করেও তেমন কোন লাভ হয় না। তাই আমি বাংলা সাইট মালিক দের জন্য নিয়ে আসছি এই সাইট টি। এখানে আপনি শুধু মাত্র রেজিস্ট্রেশান করেই সম্পূর্ণ ফ্রী তে আপনার আর্টিকেল টিউন করতে পারবেন।
একটি ভাল মানের গেস্ট ব্লগ লিখতে নিচের নিয়ম গুলো অনুসরন করুন।
০১। আপনার লিখাটি সাজিয়ে লিখুন।
০২। মূল বিষয় গুলো হাইলাইট করুন এবং হেডিং ব্যবহার করুন।
০৩। খেয়াল রাখুন লিখা টি যেন সর্বনিম্ন ১০০০ ওয়ার্ড হয়।
০৪। প্রয়োজনীয় জায়গা গুলতে পর্যাপ্ত পরিমানে ছবি দিন।
০৫। ব্যাকলিঙ্ক এর জন্য লং টেইল কীওয়ার্ড নির্বাচন করুন।
মনে রাখবেন ভিসিটর দের আপনার লিখা দ্বারা আকৃষ্ট করতে হবে যাতে তারা আপনার সাইট সম্পর্কে জানে এবং লিঙ্কে ক্লিক করে এটাই আপনার মূল উদ্দেশ্য।
আমি পূজন সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেক ব্লগার