আপনার ওয়েবসাইটের সকল পোস্টই সমান ভাবে জনপ্রিয় বা সার্চ ইঞ্জিনে র্যাংক করবে তা নাও হতে পারে। তাহলে বাকি পোস্টগুলিতে ভিজিটর বৃদ্ধি করবেন কিভাবে? এজন্য ইন্টারনাল লিংক করতে পারেন।
আপনাকে আগে বের করতে হবে ঐসব পেজ বা পোষ্টগুলিকে যেগুলি সার্চ ইঞ্জিনে ভালো পজিশনে র্যাংক করে, অর্থাৎ ভালো ভিজিটর পায়। এবার ঐসব পেজ বা পোষ্টগুলি থেকে নতুন বা কম জনপ্রিয় পোষ্টগুলিকে লিংক করে দিন। এতে করে ঐ পেজটিতে ট্রাফিকের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যাবে।
উইকিপিডিয়াকে লক্ষ্য করলেই দেখবেন, তাদের প্রতিটি পেজ এতো ভালো র্যাংক করার মূলেই রয়েছে, সঠিক নিয়মে ইন্টারনাল লিংক।
আমি ইমরান হোসেন হৃদয়। , https://www.theshopinfo.com/ বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am Imran Hossen Hridoy. My Professional Skills Web designing, Software Makeing, Internet, OLD Phones Expert, Smart Phones Expert, Computer Expert , Etc. My website: theshopinfo.com