SEO কী? কেন এসইও শিখবেন?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি সবাই ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটি সিরিজ। ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটি অংশ এসইও (SEO)। আজকে যেহেতু এসইও নিয়ে প্রথম টিউন, তাই এই টিউনে আলোচনা করব SEO কী এবং কেন এসইও গুরুত্বপূর্ণ? এবং এসইও কত প্রকার ও কি কি?

SEO কী?

এসইও (SEO) হলো এমন এক সিস্টেম বা পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন সার্চ ইন্জিন যেমন গুগল,  ইয়াহু,  বিং ইত্যাদিতে কোনো কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইট বা পেজকে সার্চ রেজাল্টে প্রথম পেজে নিয়ে আসা। ওয়েবসাইটকে সার্চ ইন্জিনে র‌্যাংক করানোর প্রযুক্তিগত কৈৗশল হচ্ছে এসইও।

SEO কত প্রকার ও কি কি?

আমরা সবাই জানি এসইও দুই প্রকার। অন পেজ ও অফ পেজ এসইও। আমাদের এই ধারনাটা ভুল। তাহলে আসুন আজকে সঠিকটা জেনে নেই।

এসইও সাধারনত দুই প্রকার। যথা:

  1. অর্গানিক এসইও (Organic SEO)
  2. পেইড এসইও (Paid SEO)

এই অর্গানিক এসইও এর মধ্যে

  1. অন পেজ এসইও (On Page SEO)
  2. অফ পেজ এসইও (Off Page SEO)

অন পেজ এসইও (On Page SEO) কি?

ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে কনটেন্ট লেখা মোটকথা অভ্যন্তরীন সকল কাজকে অন পেজ এসইও বলে। ওয়েবসাইটের ডিজাইন অব্যশই ইউজার ফ্রেন্ডলি হতে হবে।

অফ পেজ এসইও (Off Page SEO) কি?

ওযেবসাইটের প্রচার এবং জনপ্রিয়তা লাভের জন্য মার্কেটিং করার কৈৗশল হচ্ছে পেজ এসইও। আপনার সাইটের রিলেটিভ অন্য কোনো সাইট থেকে নিজের জন্য লিংক নিয়ে আসাকে অফ পেজ এসইও বলে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার করেও Off Page SEO করা যায়।

কেন এসইও (SEO) গুরুত্বপূর্ণ?

বর্তমান ডিজিটাল যুগে Search Engine Optimization (SEO) এর গুরুত্ব অনেক বেশি। মনে করুন, আপনার একটি কোম্পানি আছে। আপনার কোম্পানিতে ভালো মানের প্রোডাক্ট সেল করা হয়। এখন আপনি যদি লোকালভাবে মার্কেটিং করতে চান তাহলে প্রোডাক্টগুলো মানুষের কাছে নিতে হবে। এতো কষ্ট করে আপনার প্রোডাক্ট আর কত জন মানুষের কাছে পৈৗঁছে দিতে পারবেন।

এছাড়াও এসইও শিখে অনলাইনে কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে যেহেতু অনলাইনে মার্কেটিং বেড়ে গেছে। তাই Search Engine Optimization (SEO) এর চাহিদাও ব্যাপক হারে বেড়ে গেছে।

কোথায়ও কোনো ভুল হলে বা বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন। শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ!

Level 1

আমি সাইদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস