সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র Dofollow ফোরাম সাইট list ২০২১

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আশাকরি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাদের দোয়াই আমি ও ভালো আছি।

৩-৪ জন আমাকে বলছিল ভাই ফোরাম গুলো পাব কিভাবে?

ভাল একটা প্রশ্ন করেছে। নতুনদের জন্য আসলে এই প্রশ্ন টা খুবই দরকার। উত্তরটা খুবই সহজ। গুগল মামা থাকতে আমাদের তো কোনরকমের সমস্যা থাকার কথা না। আপনার মনে যে ধরনের ফোরামে যেতে মনে চাবে সেই ধরনের ফোরামের নাম গুগল মামার বক্সে লিখে সার্চ দিলে হবে। মনে করেন আপনার এখন মনে চাচ্ছে স্টুডেন্ট ফোরামে যেতে। গুগলে যায়ে স্টুডেন্ট ফোরাম লিখে সার্চ দিলেই হবে। হাজার হাজার সাইট চলে আসবে। এই ভাবে বিভিন্ন ফোরামে যেতে হবে।

যাই হোক কথা দেওয়া ছিল আজ পাওয়ার ফুল কিছু ফোরামের লিস্ট দিব। নিচের লিঙ্কে ঢুকে অনেক গুলা ডুফলো পাওয়ার ফুল ফোরাম দেওয়া আছে। এখান থেকে নিতে পারবেন।

https://www.mofizmama.xyz/2020/11/dofollow-forum-list-that-allow.html

যাই হোক আজ আর নই সামনের পর্বে আবার দেখা হচ্ছে।

Level 1

আমি মোহাম্মাদ নোমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস