[BANGLA] DO YOU MAKE ANY OF THESE 8 ON PAGE SEO MISTAKES IN 2020?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আমরা এই আর্টিকেলে On Page SEO Mistakes নিয়ে আলোচনা করবো চলুন শুরু করা যাকঃ On-Page SEO (অনপেজ এসইও), অনেকেই আমরা এই বিষয়টাকে হালকা ভাবে দেখি। একটা ওয়েবসাইট যখন তৈরি করি তখন শুধু ডিজাইন কেই আমরা গুরুত্ব দেই, কিন্তু আমাদের এটা মনে রাখা উচিৎ যে ডিজাইন এর পাশাপাশি আমাকে গুগল এর ওয়েবমাস্টার রুলস/নিয়ম মেনে সাইট তৈরি করতে হবে।

আর এ কারনেই বিভিন্ন সময় অনেকে আমাকে বলেন যে “আমি তো সব ঠিকঠাক ভাবেই করছি, তারপর ও কেন আমার ওয়েবসাইট ​র‌্যাংক করছে না?” এ ধরনের সিচুয়েশনে বেশিরভাগ সময়ই আমি ওয়েবসাইট টা এনালাইসিস করার অনুরোধ পেয়ে থাকি।

সব থেকে মজার ব্যাপার হলো, সাইট এনালাইসিস করার সময় ৮০% এর ও বেশি সময় আমি দেখতে পাই যে সাইটের On Page SEO ঠিক নেই। আমি এমন ও দেখেছি সাইট রেডি করা থেকে শুরু করে প্রিমিয়াম থিম, প্রিমিয়াম লোগো, এমনকি বেশ ভালো একটা এমাউন্ট ব্যাকলিংকের জন্য খরচ করলেও সাইটের মূল স্ট্রাকচার অনপেজ SEO এর দিকে খুব একটা নজর দেয়নি। এরফলে যা হওয়ার তাই হয়েছে, প্রায় ১০০০ ডলার ওয়েবসাইটের পিছনে ইনভেস্ট করার পর ও সাইট থেকে কাংখিত রেজাল্ট পাচ্ছিলেন না ওয়েবসাইটের মালিক।

তাই আজকে আমি On-Page SEO (On Page SEO Mistake) এর মারাত্মক কিছু ভুল নিয়ে কথা বলবো এবং কিভাবে এই ভুল এর সঠিক সমাধান করতে পারবেন সেই বিষয়েও ধারনা দিবো। তো চলুন শুরু করা যাক তাহলে।

https://marketingbasic.xyz/on-page-seo-mistakes/

Level 2

আমি ডিজিটাল মার্কেটিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস