[BANGLA] WHAT IS BOUNCE RATE? 7 EASY WAYS TO REDUCE YOUR BOUNCE RATE IN 2020

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

ওয়েবসাইটে আসা মানেই যে আপনার ব্লগের সব কিছু ভালোভাবে চলছে ব্যাপার টা কিন্ত এমন না। হতে পারে আপনার সাইটে আপনি কাংখিত পরিমান ভিজিটর পাচ্ছেন, কিন্ত এটাই শেষ কথা নয়। একটি ওয়েবসাইট সঠিক ভাবে চলছে কিনা এটি বিবেচনা করার অন্যতম একটি মাধ্যম ওয়েবসাইটের বাউন্স রেট (Bounce Rate)। ওয়েবসাইটের Bounce Rate দেখে এ ব্যাপারে পরিষ্কার ধারনা পাওয়া যেতে পারে যে সাইট টি কেমন করছে এবং ভবিষৎ এ কেমন করবে। চলুন প্রথমেই জেনে নেই Bounce Rate কি?

বাউন্স রেট (Bounce Rate) কি?

​​বাউন্সরেট ​হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর একটি মেট্রিক। ​​বাউন্সরেট বোঝার আগে আমাদের বুঝতে হবে ​​বাউন্স কি?

​যখন আপনার ​ওয়েবসাইটে কোনো একজন ভিজিটর প্রবেশ করে এবং সে ঐ পেজে থাকাকালীন সময়ে আপনার ​ওয়েবসাইটের সাথে কোনো প্রকার এনগেজমেন্ট এ যায় না অর্থাৎ, সে কোনো বাটন এ ক্লিক করে না, কোনো পেজ লিংকে ক্লিক করে না, মেনুতে ক্লিক করে না, আপনার সাইটের অন্য কোনো পেজ ভিজিট না করেই সরাসরি আপনার  ​ওয়েবসাইট থেকে বের হয়ে আসে। তখন গুগল অ্যানালাইটিক্স এর সার্ভার ঐ ভিজিটরের কাছ থেকে কোনো প্রকার ট্রিগার লাভ করে না। ভিজিটর এভাবে বাউন্স করার ফলে অ্যানালাইটিক্স এ শুধুমাত্র একটি পেজ ভিজিট কাউন্ট হয়। এটিকেই ​​বাউন্স (Bounce) বলে।

তাহলে বাউন্সরেট কি? 

ধরা যাক, আপনার ওয়েবসাইটের হোম পেজে একটি নির্দ্দিষ্ট সময়ের মধ্যে (ধরে নিন ৭ দিন) মোট ভিজিটর ১০০ জন, যাদের মধ্যে ৩০জন  হোম পেজ থেকেই বের হয়ে গেছে, আপনার সাইটের অন্য কোনো পেজ ভিজিট করেনি। তাহলে এখন আপনার হোম পেজের বাউন্সরেট হবে –

https://marketingbasic.xyz/7-easy-ways-to-reduce-bounce-rate/

Level 2

আমি ডিজিটাল মার্কেটিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস