Seo বা Search Engine Optimization কী?
Seo বা Search Engine Optimization হলো এমন একটি কাজ, যার মাধ্যমে আপনার website বা youtube channel যাই হোক না কেন সেটিকে Google search result - এ Rank করানো সম্ভব।
Google এর প্রথম page-এ কোন সাইটকে আনতে হলে অবশ্যই সেটির seo করতে হবে।
তো আমরা এ পর্যন্ত পড়ে এটুকু বুঝতে পারলাম যে seo কী?
তো এবার stap by stap seo সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সেজন্য post-টি একটু বড় হতে পারে।
তো আশা করব আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন এটা আমার বিশ্বাস।
Seo করলে কী হয়?
আমরা আগেই জেনেছি seo অর্থ কী? search engine আসলে কী জিনিস তা জানার জন্য নিচের ছবিটি লক্ষ করুনঃ-
আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি তীর মার্ক দিয়ে চিহ্নিত করা website গুলোর নাম এবং উপরে দেখুন search box-এ buy camara online এটা লিখে search করা হয়েছে, যার অর্থ অনলাইন থেকে ক্যামেরা কিনুন।
যখন Google -এ এটা লিখে search করা হলো, তখন দেখতেই পাচ্ছেন startech.com.bd, flipkart.com, Amazon.com এর মতো আরো জনপ্রিয় site গুলো এখানে পর পর Show করছে।
তো এখানে দেখুন সবার প্রথমে রয়েছে
startech.com.bd তারপরেই রয়েছে
flipkart.com এরপর আছে amazon.com
তার নিচে আছে bagdoom.com, daraz.com
তো এখানে startech.com.bd, bagdoom.com ও daraz.com এ তিনটি আমাদের বাংলাদেশী site.
এখানে একটা বিষয় যে online থেকে কোনো কিছু কিনতে চাইলে সবার প্রথমে যে site টির কথা মাথায় আসে সেটি হলো amazon.com
কিন্তু এখানে amazon.com এসেছে search list এর ৩ নাম্বারে।
প্রথমে আছে startech.com.bd তাছাড়া অনলাইন মার্কেটিং এর অনান্য যে জনপ্রিয় website গুলো যেমন Alibaba.com, Alixpress.com, Ebay.com এই সাইট গুলোই বা search result -এর প্রথম পেজে নেই কেন?
কারন একটাই, আর সেটি হলো, যে সব website গুলো প্রথম পেজে রয়েছে সেই website গুলোতে ভালো করে seo এর কাজ করা রয়েছে।
Get full article: https://sunrisebd360.blogspot.com/2020/10/Seo%20-%20search%20engine%20optimization%20%20%20.htm
আমি কুমার শানু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a freelance.