ওয়েবসাইটের এসইও করার কিছু কার্যকারি উপায়

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

অফ পেইজ বর্তমানে এসইও এর কটা গুরুত্বপুর্ন অংশ ৷ কেননা অফ পেইজ এসইও করলে সহজেই সার্চ ইন্জিনের প্রথম পেইজ এ আসে ৷ যেভাবে অফ পেইজ অপ্টিমাইজ করবেন, প্রথম আপনার লিখা আর্টিকেল গুলোর লিংকগুলো শেয়ার করুন সোসাল গনমাধ্যমে ৷ তারপর Backlink তৈরি করুন, Froum Posting, Guest posting, Artical Submitting ইত্যাদি ধাপগুলো অনুসরন করুন ৷ তাছাড়াও প্রতিটি ধাপই খুব গুরুত্ব সহকারে সম্পর্ন করা প্রয়োজন ৷ কেননা এসব কাজে প্রচন্ড ধর্য লাগে ৷ আর্টিকেল লিখা থেকে শুরু করে প্রতিটি স্টেপ বাই স্টেপ অনুষরন করতে হবে ৷ এবং যদি এসকল কাজগুলো আপনি পরিপুর্নভাবে শেষ করতে পারেন তবেই আপনি সাফল্য আর্জন করতে কিছুটা সক্ষম হবেন ৷ অনেকেই মনে করেন এসইও এক কিংবা দুই দিনের কাজ আসলেই কিন্তু তা নয় ৷ এসইও শিখতে হলে অনেক পরিশ্রম করতে হয়, নিয়োমিত আর্টিকেল পাবলিশের পাশাপাসি বন্ধূদের সঙ্গে লিংকগুলো শেয়ার করতে হবে এবং ব্যেকলিংক তৈরি করতে হবে ৷

আমি কিছু সংক্ষিপ্ত বিষয় নিয়ে শুধূ কথা বলবো ৷
জানতে হবে url নিয়েজানতে হবে alt টেগ নিয়েজানতে হবে robot.txt নিয়েজানতে হবে sitemap.xml নিয়েজানতে হবে google search Engine নিয়েজানতে হবে Google Adware নিয়েআসুন আলোচনা করা যাক ৷

Short Url এর ব্যবহার

অনেক সময় ব্লগে লিখঅর পর হেডিং অনুযায়ি url টি একটু বড় রাখতে হয় ৷ যেমন ধরুন আপনার ব্লোগের লিখাটির হেডিং হলো How to make drycake at home without milk and waterএক্ষেত্রে হেডিং এর সঙ্গে তুলোনা না করলেও হবে ৷ একনজরে দখে নিন সংক্ষিপ্ত URL টি ৷
অবশ্যাই ৬ এর বেশি নয় এক নজরে দেখে নিন উদাহরন :-https://sitename.com/how-to-make-drycake-at-home ওয়েবসাইটের পেজের ভিতরে অভ্যন্তরীণ লিঙ্ক যোগ করতে হবে ৷ কমপক্ষে হলেও পেজের ভিতরে দুইটির বেশি লিংক যোগ করা ভালো। অথ্যাৎ আপনার সাইটে থাকা পষ্টগুলোর লিংক গুলো যোগ করুন যার সংখ্যা দুই এর উপরে হওয়া ভালো ৷
Alt টেগ এর ব্যবহার

আপনি যদি কনো ইমেজ কে SEO করাতে চিন তাহলে ALt টেগ আপনার জন্য একটা অতি মূল্যবান টেগ ৷ কেননা এই alt টেগের জন্যই কনো ইমেজ গুলোলের ইমেজ পেজ এ সো করবে ৷ এর ব্যবহার অনেকেই জানে আশা করি তাই আর পুরোটা বলার দরকার নেই ৷ অপ্টিমাইজড ইমেজ অথ্যাৎ ইমেজ কে গুগলে সো করার জন্য আপনাদের প্রথম কাজ হলো কনো ইমেজ এ alt টেগ এ সর্ট এবং একটি ফ্রেস শব্দ ব্যবহার করা ৷ যেমন ধরুন আপনি একটি ঘুমন্ত বিড়ালের ছবি তে alt টেগ দিবেন ৷ সে ক্ষেত্রে এভাবে লিখতে হবে A cat in sleeping তবে হেডিং এর তুলোনায় অনেক অনেক ছোট করতে হবে এই alt টেগ টিকে৷
অপ্টিমাইজড ইমেজ বা alt ট্যেগের মতোই এবং ভিডিও alt ট্যেগটিও অানেক প্রয়োজনিয় টাই ভিডিওতে alt ট্যেগ যোগ করুন ৷আপনার ব্লগ টিউন ভিডিও কন্টেন্ট জন্য এও video attribute যোগ করা ভালো ৷এক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চেনেল থেকে লিংক করে দিন। ভিডিও ব্যবহারকারীদের Google bot সহজেই ধরতে পারে  যার জন্য এটি সহজেই SEO ফ্রেন্ডলি হবে৷

robot.txt এর ব্যবহার

আপনার ব্লোগ সাইটটি অবশ্যই robot.txt এড থাকতে হবে ৷ নাহলে এসইও করা খুব কঠীন হয়ে যাবে ৷ robot.txt এড করার মূল কারন হলো সাইটটি যাতে বুঝতে পারে যে, আপনি আপনার সাইটটিতে গুগলে যোগ করাতে চাচ্ছেন ৷ এটা অতি প্রয়োজনীয় সাইটকে এসইও করার জন্য ৷

Google Search Engine এ এড করা

হ্যা বন্ধূরা, SEO এর কাজ শেষ ৷ এখন মূল কাজ হলো আপনার সাইট টি কে Google এ এড করা ৷ Google এড করতে Search Console এ গিয়ে আপনার সাইটটি সাবমিট করুন ৷

Level 2

আমি নাছিম ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস