এস ই ও SEO কি? কেন করতে হয়?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

এস ই ও (SEO) কি? কেন করতে হয়?

SEO -এর পূর্ণরূপ হচ্ছে “সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন”। যে পদ্ধতির মাধ্যমে ওয়েবসাইট বা একটি কীওয়ার্ডকে র‌্যাঙ্কিং করানো হয় সে পদ্ধতিকে “সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন” বলে। অর্থাৎ, এই পৃথিবীতে লাখো কোটি ওয়েবসাইট এর মধ্যে আপনার ওয়েবসাইটকে অপ্টিমাইজ করে সার্চ ইন্জিনের প্রথমে আনার নামই হচ্ছে Search Engine Optimization বা SEO.

ধরুন আপনার একটি দোকান আছে। দোকানে আপনি নতুন নতুন মডেলের মোবাইল ফোন বিক্রি করেন। এই দোকানটা সম্পর্কে কয়জন মানুষ জানবে ধরে নিলাম এক হাজার জন অথবা আপনার উপজেলা পর্যায়ের মানুষজন।

কিন্তু আপনি যদি একটা ওয়েবসাইট বানায়ে সব নতুন মডেলের মোবাইলের ফটো আপলোড দেন তাহলে গোটা পৃথিবীর মানুষ দেখবে এবং পছন্দ হলে অর্ডার করবে।

তারপর, আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই মোবাইলটি কাস্টমারের ঠিকানাই পাঠীয়ে দিবেন। এতে খুব দ্রুত বিজনেস প্রসার হবে।

তবে বিজনেসে বেশি লাভবান হতে হলে এসইও এর কোন বিকল্প নেই। মানুষ যখন সার্চ দিবে নতুন মডেলের মোবাইল যাতে আপনার ওয়েবসাইট প্রথমে আসে সেজন্য SEO করতে হবে।

SEO হচ্ছে খুব কম খরচে বিজ্ঞাপণ বা মার্কেটিং সিস্টেম।

Level 6

আমি জমজম ডিজিটাল। Digital Marketing Executive, Digital Marketing Agency, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 123 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস