কিওয়ার্ড রিসার্চ কি? সফলভাবে কিওয়ার্ড রিসার্চ করার সিক্রেট টিপস

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
জোসস করেছেন

কিওয়ার্ড রিসার্চ কি ও কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন? আর কেন কিওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটকে গুগুল র‍্যাংকিং করতে আজই জেনে নিন বাংলায় কিওয়ার্ড রিসার্চ পদ্ধতি ও ব্যবহার করুন বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল এন্ড কিওয়ার্ড প্ল্যানার। তাহলে শুরু করা যাকঃ

 

কিওয়ার্ড রিসার্চ কি?

কিওয়ার্ড রিসার্চ এসইও এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। কিওয়ার্ড রিসার্চ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি সেই সকল শব্দ বা বাক্য খুঁজে বের করতে পারবেন, যে শব্দ দিয়ে প্রকৃতপক্ষে লোকেরা তাদের প্রয়োজনীয় তথ্য, সার্ভিস এবং প্রোডাক্টের জন্য সার্চ ইঞ্জিনে খোঁজ করে।

সেই সকল কিওয়ার্ড খুঁজে বের করে এবং বিশ্লেষণ করে আপনি আপনার ওয়েবসাইটের কনটেন্টকে অপটিমাইজ করতে পারবেন এবং আপনার অনলাইন মার্কেটিং বা ব্যবসাকে উন্নত করতে পারবেন। অর্থাৎ শুধু মাত্র সেই সকল সঠিক কিওয়ার্ডগুলো ব্যবহার করেই আপনার অনলাইন বিজনেসকে র‍্যাংক করাতে পারবেন। তাই আপনার নিস অনুসারে আপনাকে সঠিক কিওয়ার্ডটি বেছে নিতে হবে এবং এনালাইজ করে ব্যবহার করতে হবে। এই প্রক্রিয়াকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ।

 

কেন কিওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ?

কিওয়ার্ড রিসার্চ হল এসইও এর সকল কার্যক্রমের মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যথাযথ কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ কারন এটি আপনাকে স্পষ্ট করে তুলবে যে ভিজিটর বা কাস্টমার কোন ধরনের সার্চ টার্মস বা শব্দ সার্চ ইঞ্জিনে ব্যবহার করে। কিওয়ার্ড রিসার্চ হল কম্পাসের মত।

কম্পাস যেমন দিকনির্দেশনা দেয় যে কিভাবে কোন দিকে যেতে হবে, ঠিক কিওয়ার্ড রিসার্চ আপনার সফল ব্লগিং এবং সফল অনলাইন মার্কেটিং বা বিজনেসের জন্য কম্পাস হিসাবে কাজ করবে।

আপনাকে নির্দেশনা দিবে যে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করলে অগ্রগতি হবে। কিওয়ার্ড রিসার্চ এসইও এর প্রতিটি টাস্ককে প্রভাবিত করে। যেমন- অন পেজ এসইও, কনটেন্টের টপিক খুঁজে পেতে ইত্যাদি।

সংক্ষেপে, কেন কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ ও কেন করবেনঃ

 

হাই সার্চ ভলিউম কিওয়ার্ড পাওয়ার জন্য।

কোন টপিকগুলো লোকেরা বেশি অনুসন্ধান করে তা জানার জন্য।

টার্গেটেড কাস্টমার বা ভিজিটরদের আকৃষ্ট করার জন্য।

আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র‍্যাংক করানোর জন্য।

আপনার ওয়েবসাইটের কনটেন্টকে অপটিমাইজ করার জন্য।

সফল ব্লগিং ক্যারিয়ার গঠন করার জন্য।

অ্যাফিলিয়েট মার্কেটিং বা মার্কেটিং এ সফলতার জন্য।

আপনার অনলাইন ব্যবসাকে ডেভেলপ করার জন্য।

 

কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন?

কিওয়ার্ড রিসার্চ করার অনেক পদ্ধতি রয়েছে। আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালি করতে পারেন অথবা কোন কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করতে পারেন। যেমন- কিওয়ার্ড টুল, গুগুল কিওয়ার্ড প্ল্যানার। আপনি যে কোন পদ্ধতি সিলেক্ট করতে পারেন, তবে কিওয়ার্ড রিসার্চ কাজটি পূর্ণ করার জন্য আপনাকে সকল গুরুত্বপূর্ণ ধাপগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে।

এসইও এর জন্য কিওয়ার্ডের সম্ভাব্য সমস্ত রিলেটেড কিওয়ার্ডগুলো সংগ্রহ করতে হবে। সেই কিওয়ার্ডগুলো হয়ত সরাসরি আপনার সাইট, কনটেন্ট, সার্ভিস, প্রোডাক্ট এবং আইডিয়াল কাস্টমার বা ভিজিটরের সাথে সম্পর্কযুক্ত।

আপনার ব্লগের কনটেন্টকে অপটিমাইজ করার জন্য এবং আপনার অনলাইন মার্কেটিং বা বিজনেসকে সফল করার জন্য কিওয়ার্ড রিসার্চ এর নিচের বিস্তারিত পদ্ধতিগুলো অনুসরণ করুনঃ

 

১।  আপনার নিস অধ্যয়ন করেঃ

কিওয়ার্ড রিসার্চ এর প্রথম ধাপ হল যে, আপনি আপনার নিস নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে থাকুন। এটা সবচেয়ে ভাল পদ্ধতি কিওয়ার্ড রিসার্চ এর জন্য। কারন আপনার পেজকে অপটিমাইজ করার জন্য কোন কিওয়ার্ডগুলো সবচেয়ে বেস্ট তা জানার জন্য আপনার নিস নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে হবে।

নিস নিয়ে রিসার্চের কারনে আপনি অনলাইন মার্কেটিং এবং এসইও স্ট্র্যাটিজি এর উপর প্রচুর আইডিয়া এবং কৌশল জানতে পারবেন যা নিস নিয়ে রিসার্চ করার আগে কখনও চিন্তাই করা যায় না।

 

কিভাবে নিস অধ্যয়ন করবেন অল্প কিছু আইডিয়া দেয়া হলঃ

 

আপনার নিসের মার্কেটিং পদ্ধতি জানুন।

নিসের প্রকৃত কাস্টমার কারা তা জানুন।

কম্পেটিশনকে এনালাইজ করুন।

ইন্ডাস্ট্রি ট্রেন্ডসগুলো রিসার্চ করুন।

নিজেকে একজন কাস্টমার হিসাবে বিবেচনা করুন।

আপনার নিস বা টপিক রিলেটেড বিভিন্ন ফোরাম, সোশ্যাল মিডিয়া এর সাথে যুক্ত থাকুন এবং আলোচনা করুন।

 

২।  আপনার লক্ষ্য নির্ধারণ করেঃ

কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারন এটি আপনার এসইও স্ট্র্যাটিজি এবং পরিকল্পনার জন্য দিকনির্দেশক হিসাবে কাজ করবে। কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনি নিস রিলেটেড শত শত সম্ভাব্য শব্দ বা বাক্য পাবেন ব্যবহার করার জন্য।

কিন্তু কিওয়ার্ড রিসার্চ এর গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাকে জানতে আপনি কোন কিওয়ার্ড বাছাই করবেন এবং কোন কিওয়ার্ড পরিহার করবেন। ভিন্ন ভিন্ন কিওয়ার্ড ভিন্ন ভিন্ন রিজাল্ট নিয়ে আসে।

পপুলার এবং ব্রড কিওয়ার্ডগুলো হাই সার্চ ভলিউম থাকে যার কারনে এই কিওয়ার্ড এর দ্বারা প্রচুর ট্র্যাফিক আসার সম্ভাবনা রয়েছে। আর কম পপুলার এবং নিস রিলেটেড কিওয়ার্ড দ্বারা ট্র্যাফিক কম আসবে কিন্তু কনভার্সন বাড়বে।

আপনি যখন আপনার টার্গেট বা লক্ষ্যগুলো জানবেন এটি আপনাকে সহায়তা করবে কোন কিওয়ার্ডগুলো  ফোকাস করতে হবে।

কিছু টার্গেট হল এমনঃ

 

সেলস জেনারেট।

বেশি বেশি কাস্টমার টার্গেট।

কিভাবে প্রচুর অর্গানিক ট্র্যাফিক পাবেন?

 

তাই আজই আপনি আপনার লক্ষ্যগুলো নোট করুন এবং চার্ট করুন। কারন এই টার্গেট বা লক্ষ্য আপনার কনটেন্ট অপটিমাইজিং এবং অনলাইন মার্কেটিং স্ট্র্যাটিজি এর জন্য একটি কাঠামো হিসাবে কাজ করবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিবে। আর আপনি সঠিক কিওয়ার্ডগুলো বাছাই করতে পারবেন।

 

৩। কিওয়ার্ড লিস্ট তৈরি করেঃ

এসইও এর জন্য কিওয়ার্ড রিসার্চ করার আরেকটি ধাপ হল আপনার কিওয়ার্ডগুলোর একটি তালিকা তৈরি করা। কিওয়ার্ড এর লিস্ট করার সম্ভাব্য অনেক পদ্ধতি রয়েছে। কিন্তু কোন পদ্ধতি আপনার জন্য সঠিক তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।

আপনি যেকোনো একটি উৎস থেকে কাজ শুরু করলে পরবর্তীতে অনেক উৎস থেকে কিওয়ার্ড লিস্ট তৈরি করতে পারবেন। আপনি যদি কিওয়ার্ড লিস্ট তৈরি করা শুরু করেন তাহলে প্রতিটি কিওয়ার্ড বাছাই করার আগে আপনাকে যা জানতে হবে তা হলঃ

 

১। কিওয়ার্ডটির মাসিক সার্চ ভলিউম কত?

২। কিওয়ার্ডটির বর্তমান র‍্যাঙ্ক কত?

৩। কিওয়ার্ডটির CPC কেমন হবে?

৪। কিওয়ার্ডটির প্রতিযোগিতা কেমন?

 

শুধু নামমাত্র লিস্ট তৈরি করলেই চলবে না। উপরের তালিকাকে ব্যবহার করে কিওয়ার্ড লিস্ট তৈরি করতে হবে। কারন আপনার কনটেন্টকে অপটিমাইজ, সফল মার্কেটিং এবং অনলাইন বিজনেসকে সফল করার জন্য উপরের তালিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার উচিৎ তালিকাটি মাথায় রেখে কিওয়ার্ড লিস্ট তৈরি করা।

। বিজনেস রিলেটেড টপিক লিস্ট করেঃ

কিওয়ার্ড রিসার্চ করার আরেকটি ধাপ হল আপনার নিস বা বিজনেস রিলেটেডটপিক লিস্ট তৈরি করা। এর মানে হল আপনি যে নিস বা টপিক নিয়ে কাজ করছেন সেই নিস বা টপিক কি কি বিষয়ের সাথে সম্পৃক্ত সেগুলোর একটি তালিকা করুন।

মনে করুন, আপনি একটি “Digital Marketing” কোম্পানি চালু করেছেন।

এখন নিজেকে প্রশ্ন করুন যে- আমার ব্যবসার সাথে জড়িত কোন কোন বিষয়ে কাস্টমাররা ইন্টারনেটে সার্চ করে। স্বাভাবিকভাবেই আপনার মাথায় কিছু পয়েন্ট চলে আসবেঃ

# সার্চ ইঞ্জিন মার্কেটিং।

# সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

# সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

# কনটেন্ট মার্কেটিং।

# ইমেইল মার্কেটিং।

# ব্লগিং।

এই টপিকগুলো হচ্ছে বিস্তৃত টপিক যা আপনার ব্যবসার সাথে রিলেটেড। তবে আপনি পরে আপনার টার্গেট কিওয়ার্ডের সাথে এই টপিকগুলো ব্যবহার করতে পারবেন।

একটু গভীরভাবে চিন্তা করুন, আপনার নিস রিলেটেডটপিক লিস্ট তৈরি করার কারনে আপনার কিওয়ার্ড রিসার্চ করা অনেক সহজ হয়ে যাবে। এখন, প্রতিটি টপিকের সাথে রিলেটেড হাই সার্চ ভলিউম কিওয়ার্ডগুলো বের করা আপনার জন্য সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন।

 

 

বিস্তারিত জানতে এই লিংকে যান।  

Level 0

আমি মোহাম্মাদ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

হাই বন্ধুরা, আমি মোহাম্মাদ আলী। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং বাংলায় ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখা-লেখি করি। আমি এই ব্লগের ফাউন্ডার। প্রয়োজনে ব্লগটি ঘুরে আসতে পারেনঃ Blog: https://digitalmarketingsoldier.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস