সহজে ও নিরাপদে Alexa Rank দ্রুত পাওয়ার কৌশল

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আপনি যদি কোন Marketer হোন কিংবা কিংবা Small Business Owner হয়ে থাকেন তাহলে আপনি জানেন ভিজিটর একটি ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্ত্ব রাখে। আপনি যখন জনপ্রিয় ওয়েবসাইটগুলো ভিজিট করেন কিংবা কোন কীওয়ার্ড দিয়ে যখন সার্চ দেন, আর অন্যদের ওয়েবসাইটগুলো গুগলের প্রথম পাতায় দেখেন তখন ভাবেন কিভাবে আমার সাইটটিও গুগলে দেখানো যায়। কিংবা কেন আমার সাইটে এরকম ভিজিটর আসে না।

আপনি যদি ওয়েব ট্রফিক পাওয়ার জন্য যুদ্ধ করেন তবে আপনার জানা উচিত আপনি একা শুধু এই সংগ্রাম করছেন না। বিশ্বের ৬১% মার্কেটার বা কন্টেন্ট মার্কেটার এই যুদ্ধ করে যাচ্ছেন। ৫০% শুধু জানতে চান কি এমন কৌশল যার সাহায্যে নিজের ওয়েবসাইটের রেংক বাড়ানো যায়। ৪৯% লোক অডিয়েন্স তৈরিতে কাজ করছেন।

যখন নতুন একটি টিউন লেখেন, সোশিয়াল মিডিয়ায় যখন শেয়ার করেন কিংবা যখন ইমেল ক্যাম্পেইন করেন তখন দেখতে চান কোন কৌশলটি ট্রাফিক নিয়ে আসে আর কোনটি কোন কাজই করে না। নিচের কৌশলগুলো জানুন যা আপনার ভিজিটর নিয়ে আসতে কাজ করবে।

১। কন্টেন্ট ক্রিয়েশন – যখন কন্টেন্ট তৈরি করা হয় তখন সেটা ভিজিটরদের আকৃষ্ট করছে কি না সেটা জানতে হবে। কন্টেন্ট গতানুগতিকভাবে উপস্থাপন না করে কিছু নতুনত্ত্ব নিয়ে আসুন।

২। টপিক এক্সপার্ট – যে টপিক নিয়ে আলোচনা করছেন সে টপিকে এক্সপার্টদের মতামত দেখুন। নিজের একটি মত সহজ ও আরো সুন্দরভাবে দাড় করান।

৩। পেইড এডভার্টাইজিং – পেপার ক্লিকের মত পেইড এড থেকে যখন ভিজিটর আসে তখন সাইটের এলেক্সা রেংক বাড়ে। এতে সাইটের গুরুত্ত্ব সার্চ ইঞ্জিনে বেড়ে যায় এবং সহজে প্রথম দিকে নিয়ে আসা যায়। মাত্র ৫ ডলারে রেংক বাড়াতে সাহায্য করে এমন কিছু মাইক্রওয়ার্কার আছে। তাদের হায়ার করতে পারেন। যেমন https://zeerk.me/jJuGm, https://fourerr.com/jS3sd

৪। অর্গানিক সোশিয়াল ট্রাফিক – আমরা সোশিয়াল মিডিয়া মানেই প্রথম শ্রেণীর সোশিয়াল সাইটেই শুধু টিউন করি। কিন্তু অন্যান্য সোশিয়াল মিডিয়া নিয়ে যখন কাজ করেন তখন শুধু ভিজিটর বাড়ে না বরং ব্যাক লিংকগুলো এলেক্সা রেংকও বাড়ায়।

৫। ওয়েবসাইট অ্যানাইসিস – ওয়েবসাইট নিয়ে অ্যানাইসিস করুন যে কি তথ্য জানার জন্য মানুষ আপনার সাইটে আসছে। আর কেন বা বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার কারণ জানা গেলে ভিজিটরদের আগ্রহের কন্টেন্ট আপনার সাইটেও তৈরি করুন। https://www.crazyegg.com/ এই সাইটির সহজে অ্যানাইসিস করতে পারেন।

৬। ইমেল লিস্ট তৈরি – যারা ভিজিট করছে তাদের ইমেল লিস্ট সংগ্রহ করুন। ভিজিটরদের পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে ইমেল ক্যাম্পইন করুন।

৭। কমিউনিটি তৈরি – আপনার ভিজিটরদের নিয়ে সোশিয়াল মিডিয়ায় কমিউনিটি তৈরি করুন। যেন তারা আপনার সাইটের টাচে সব সময় থাকে।

৮। গেস্ট টিউন – ভিজিটরদেরও টিউন করার সুযোগ দিন। তাদের মতামত দেয়ার যখন সুযোগ থাকবে তখন তারা আপনার সাইটটি মনেও রাখবে।

৯। অনপেইজ এসইও – সাইটের অন পেইজ এসইও করা আবশ্যক। অনপেইজ এসইও ছাড়া সাইটটি যতই উন্নত হোক না কেন সার্চ ইঞ্জিন সাইট খুঁজে পেতে সমস্যা হবে।

১০। কুয়ালিটি ব্যাক লিংক – হাই রেংক আছে এমন সাইট থেকে কুয়ালিটি রেংক আনুন। কেবলমাত্র ১০০ / ২০০ টি কুয়ালিটি ব্যাক লিংক আপনার বিজনেসের মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট। xpointads.com, 1inall.info এরকম সাইটে ব্যাকলিংক করুন।

১১। ভিডিও মার্কেটিং – মানুষজনের ভিডিও দেখার প্রবণতা বেশী। কষ্ট করে আরটিকোল না পড়ে তারা সহজেই প্রক্রিয়া দেখতে চায়। তাই ভিডিও তৈরি করুন।

১২। কন্টেন্ট রিটিউন – পূর্বের কন্টেন্ট আপডেট করুন তাতে নতুন তথ্য সংযোযন করুন এবং রিটিউন করুর। আপনার কন্টেন্টটির গুরুত্ত্ব বাড়বে।

১৩। ইন্টারনাল লিংক – ইনার লিংক ভিজিটরকে আপনার সাইটে বেশী সময় ধরে রাখবে এতে আপনার সাইটের ভেল্যু রাড়বে।

১৪।  সোশিয়াল শেয়ার বাটন – সাইটে সোশিয়াল বাটন রাখুন এবং ভিজিটরকে উৎসাহ দিন যেন তারা লিংকটি তাদের অডিয়েন্স এ শেয়ার করে।

১৫।  ইনফরমেশন বেইস টিউন – পোস্টগুলোতে অবশ্যই এমন কিছু ইনফরমেশন রাখুন যেন ভিজিটরদের জন্য আপনার সাইটের গুরুত্ত্ব থাকে।

এছাড়াও অনলাইনে অনেক প্রতিষ্টান আছে যারা আপনার ওয়েবসাইটের জন্য রেংক বাড়াতে কাজ করবে। আমরা এসইও এর কাজ করে থাকি। * আপনার সাইটের রেংক বাড়াতে যোগাযোগ করুন এখানে

পরবর্তী টিউন - পরবর্তী টিউনে আলোচনা করব কিভাবে একটি সাধারণ ফ্রি থীমকে প্রফেশনালভাবে ব্যবহার করা যায়। ডেমো লিংক https://newstimebd.com/। আমরা এই ফ্রী থীমটি কিভাবে প্রফেশালভাবে ব্যবহার করা হচ্ছে তা দেখাব। সে পোস্টটি মিস করতে না চাইলে কিংবা ইমেল পোস্টটির লিংক পেতে চাইলে এখনই আমাকে ইমেল করুন [email protected] এই ইমেলে। এরকম একটি থীম এডিট করা জানলে আপনি খুব কম টাকায় কিছু ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে অনলাইনে আয় করতে পারবেন। ধন্যবাদ।

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস