Search Engine Optimization (SEO) সব থেকে বেশী ভূমিকা রাখে একটি সাইটের ক্ষেত্রে। যদি আপনার SEO রেজাল্ট করতে চান তবে এদিকে নজর দেওয়া বেশী জরুরী।
SEO Tools নিয়ে যদি কাজ করতে চান তবে আর্টিকেল টি আপনার জন্য। ওয়েবসাইটের ট্রাফিক পাওয়ার জন্য মূল হাতিয়ার হলো Search Engine Optimization.
ধরুন আপনি একটি ওয়েব সাইট বানিয়েছেন এবং আপনি তা সবার মাঝে ছড়িয়ে দিতে চান তখন আপনি নিশ্চই তা ফেসবুক, টুইটার ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করে থাকেন আর তখন আপনার শেয়ার করা জিনিসটি যার ভালো লাগে সে এসে ঘুরে যায় আর এতে আপনি কিছু ভিজিটর পান।
আর আপনি যদি SEO করেন তবে আপনার সাইটে থাকা কন্টেন্ট গুলো যদি কেউ সার্চ ইঞ্জিনে সার্চ করে তবে আপনার সাইট টি সার্চ ইঞ্জিনগুলো তাদের সামনে তুলে ধরবে এতে আপনি পেতে পারেন ভালো পরিমানের ট্রাফিক মানে ভিজিটর।
আপনার সাইটে অসংখ্য ভিজিটর পেতে হলে SEO সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ভালো মানের কন্টেন্ট থাকতে হবে।
SEO Tools আপনার কাজ গুলোকে সহজ করে দেয়। যদি আপনি SEO নিয়ে রিসার্চ করতে চান তবে দেখতে থাকুন পুরো আর্টিকেল টি।
আর্টিকেল এর সকল কিছু একই থাকবে তবে যে শব্দ ব্যবহার করা হয়েছে তার Alternative synonym ব্যবহার করে আর্টিকেল টিকে গুছিয়ে দিবে।
আপনার কন্টেন্ট কপি পেস্ট মুক্ত কিনা তা যাচাই করার জন্য সেরা একটি অনলাইন SEO Tools.
যা অনলাইন ঘেটে দেখতে সক্ষম একই আর্টিকেল অন্য কোথাও রয়েছে কিনা।
Backlink তৈরী করার জন্য High Rank এর সাইট টার্গেট করতে হয়। আর এই Backlink অন্য সাইট থেকে আপনার সাইটে ভিজিটর আনতে সহায়তা করে। আপনি যদি Backlink তৈরী করা সম্পর্কে না জানেন তবে আপনি SEO Tools এর Auto Backlink Maker ব্যবহার করতে পারেন।
সাইটের Meta Tag এর জন্য আপনি পেতে পারেন Searc Engine এ ভালো পজিশন। তবে আপনি যদি Meta Tag তৈরী করতে না পারেন তবে generate করে কাজ চালাতে পারবেন।
যে কোন সাইটের Meta Tag জানতে কিংবা Meta Tag ঠিক আছে কিনা দেখতে এই SEO Tools ব্যবহার করে দেখতে পারেন।
Keyword নির্বাচন এর ফলে আপনি পৌছে যেতে পারেন Google Search Engine এর প্রথম পৃষ্ঠায়।
তাই আপনার ব্যবহার করা Keyword গুলোর Position জানতে Use করতে পারেন।
সাইটের জন্য Robot.txt যদি তৈরী করতে না পারেন তবে এটা আপনার জন্য। Robot.txt এর মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন গুলোর Bot Search Performance নিয়ন্ত্রন করতে পারবেন।
সবগুলো টিউন সার্চ ইঞ্জিন গুলোতে সাবমিট করার জন্য Sitemap অত্যন্ত দরকারী। তবে আপনি যদি Sitemap বানাতে না জানেন তবে Auto Generate করে নিন।
যে কোন সাইটের কত গুলো Backlink আছে তা জানতে অনেক উপকারে আসে। আর খুব সহজেই সাইটের নাম দিয়ে সাবমিট করে জেনে নিতে পারবেন Backlink এর তথ্য।
Alexa Rank যেখানে সকল সাইটের Rank সম্পর্কিত তথ্য পাওয়া যায়। সহজেই জেনে নেওয়া যাবে সাইটের World Rank কিংবা Country Rank.
আপনার লেখা আর্টিকেল টিতে কতগুলো Word ব্যবহার করেছেন জানতে হলে Word Counter আপনার কাজে পৌছাতে পারে।
আপনার সাইটে Ping পাঠাতে চেখে দেখতে পারেন Online Ping Website Tools. যা অনেকগুলো সাইট থেকে আপনার সাইটে Ping পাঠাতে সক্ষম।
যে কোন সাইটের যে কোন Page এর internal, external, no-follow ইত্যাদি তথ্য গুলো জানতে Use করুন এই SEO Tools টি।
আপনার IP Address সহ আরো কিছু তথ্য জানতে ব্যবহার করতে পারেন এই Tools টি।
যে কোন লিংক এর Keyword এবং তার Density জানতে সাথে তার আরো কিছু তথ্য জানতে ব্যবহার করতে পারেন।
অনেক সময় দেখা যায় সাইট টি নিরাপদ নয় এরকম ম্যাসেজ আসে। আর তা অনেক কারনেই হতে পারে। তবে আপনার সাইট Safe কিনা তা জানতে ব্যবহার করতে পারেন গুগলের এই Tools.
এর মাধ্যমে যে কোন Domain এর বয়স সম্পর্কিত তথ্য জানা যাবে।
যে কোন Domain এর বিস্তারিত সকল তথ্য জানার জন্য Whois Checker এর তুলনা নেই। চাইলে আপনিও জেনে নিতে পারবেন তাদের অনেক তথ্য।
যে কোন Domain এর IP জানার জন্য শুধু মাত্র নাম বসিয়ে সাবমিট করে দিন আর তথ্য নিয়ে নিন।
link বা url কে Rewrite করার সাজেশন নিতে চেখে দেখুন এই SEO Tools টি।
আপনার Domain টি www দিয়ে Redirect ঠিকমত হচ্ছে কিনা তা চেক করে নিতে পারবেন।
আপনার সাইট টির MozRank জানার জন্য ব্যবহার করা যেতে পারে এই Tools টি।
যে কোন লিংক Encode কিংবা Decode করার জন্য তৈরী SEO Tools টি আপনিও চাইলে দেখতে পারেন পরখ করে।
সার্ভার এর গতিবিধি জানতে ব্যবহার করে দেখতে পারেন এই Tools টি
যে কোন সাইটের নির্দিষ্ট Screen Size দিয়ে ভিজিট করতে চাইলে দেখে নিতে পারেন এই Tools.
যে কোন লিংক এর Page Size কত তা জানতে Page Size Checker ব্যবহার করে দেখতে পারেন।
যে কোন Domain এর Reverse IP আছে কিনা তা যাচাই করতে পারেবেন।
অনেক সময় Domain সাসপেন্ড হয়ে যায় Black List হওয়ার কারনে। তাই যদি জানতে চান আপনার Domain Black List হয়েছে কিনা তাহলে ব্যবহার করুন।
আপনার Domain টি চেক করে নিতে পারেন এন্টিভাইরাস ইঞ্জিন দ্বারা আর জেনে নিতে পারেন তা নিরাপদ আছে কিনা।
যে কোন লিংক এর দাম যাচাই করার জন্য রয়েছে এই SEO Tools টি। যা দিয়ে জানা যাবে যে কোন লিংক এর মূল্য।
যে কোন ওয়েবসাইটের চিত্র নেওয়ার জন্য রয়েছে এই Screenshort Generator.
যে কোন Domain এর Hosting সম্পর্কে জানতে ব্যবহার করুন এই SEO Tools.
Web Page এর Source Code কিংবা কোড দেখার জন্য এই টুলস টি ব্যবহার করতে পারেন।
গুগল সার্চ ইঞ্জিনে লিংক Index হয়েছে কিনা তা জানার জন্য ব্যবহার করা যেতে পারে।
আপনার ওয়েবসাইটের লিংক কতগুলো আছে তা জানতে আপনাকে সাহায্য করবে।
যে কোন সাইটের Class C Ip জানার জন্য এই টুলস ব্যবহার করা হয়ে থাকে।
যে কোন লেখাকে Md5 Hash Generate করতে এই টুলস টি ব্যবহার করা যেতে পারে।
যে কোন Page এর Loading Speed জানার জন্য এই টুলস টি ব্যবহার করা হয়।
যে কোন পেজ এর Code থেকে Text Ratio জানার জন্য এই SEO Tools ব্যবহার হয়ে থাকে।
DNS Record বের করতে চাইলে এই Tools টি অনেক কাজের নিজেই চেক করে দেখতে পারেন।
আপনার Browser সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য এই Tools টি Use করতে পারেন।
Email Privacy ঠিক আছে কিনা তা যাচাই করতে চাইল Tools টি ব্যবহার করে দেখুন।
জেনে নিতে পারবেন আপনার ডোমেইন Google ঠিকমত Cache হচ্ছে কিনা এবং শেষ কবে Cache করা হয়েছে।
সাইটের কোন লিংকে সমস্যা রয়েছে কিনা তা যাচাই করতে ব্যবহার করা হয়ে থাকে।
এই SEO Tools এর মাধ্যমে যে কোন সাইটের নারী নক্ষত্র সম্পর্কে দেখে নিতে পারবেন।
আপনি যদি Keyword নিয়ে Expert না হয়ে থাকেন তবে ধারনা নিতে ব্যবহার করা যেতে পারে।
যে কোন Domain এর Authority জানার জন্য ব্যবহার করে দেখতে পারেন।
আপনি চাইলে সার্চ করে দেখতে পারবেন আপনার কাংখিত Page Authority Score.
যে কোন লিংক দিয়ে চেক করে দেখতে পারবেন তার Loading Speed এবং অন্যান্য সকল কিছু Chart আকারে।
আপনি যদি Android ব্যবহারকারী হন তবে চাইলে নিচের Apk ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন সকল Tools গুলো নিয়ে ঘাটাঘাটি করার জন্য।
(Size - 77 KB)
আর আপনি চাইলে যে কোন ব্রাউজার দিয়ে টুলস গুলোতে কাজ করতে পারবেন নিচে লিংক।
শেষ প্রান্তে চলে এসেছি যদি ভালো লেগে থাকে তবে লাইক টিউমেন্ট এবং শেয়ার করতে ভুলে বসবেন না কিন্তু। আবার দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
-
লেখকঃ ইসমাঈল হোসেন সৌরভ
আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician