ডোমেইন অথরিটি এবং পেইজ অথরিটি কি?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
জোসস করেছেন

Domain Authority is Moz's best estimate of how well a domain will perform in search. Learn how Domain Authority is scored and why it's important to SEO.

একটি ওয়েবসাইট কতটুকু শক্তিশালী তা জানা একজন এস, ই, ও প্রফেশানাল এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন একটি সাইট থেকে ব্যাকলিংক তৈরী করার পূর্বে আমাদের জানা দরকার, যে সাইটের জন্য ব্যাকলিংক তৈরী করব তার গুগুল অথবা অন্যান্য সার্চ ইন্জিনসমুহে র‌্যাংকিং বৃদ্ধির জন্য পূর্ববর্তী সাইটটি থেকে ব্যাকলিংক পাওয়ার উপযোগিতা কতটুকু। দুটো ম্যাট্রিক্স আমাদের এ বিষয়টি জানতে সাহায্য করে, তার একটি হল ডোমেইন অথরিটি (DA) এবং অপরটি হল ট্রাষ্ট ফ্লো (TF)। এ ম্যাট্রিক্সগুলো এস, ই, ও, তে কমপিটিটর এনালাইসিস করার জন্য যথেষ্ট সহায়ক উপাত্ত প্রদান করে থাকে। পরবর্তীতে আমি এধরনের আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজ আমি ডোমেইন অথরিটি নিয়ে অালোচনা করব।

ডোমেইন অথরিটি কি?

ডোমেইন অথরিটি হল একটি ডোমেইন নামের (যেমন: prosnouttar.com) শক্তির পরিমাপক। অর্থাৎ একটি ডোমেইন নাম কতটুকু শক্তিশালী তা নির্নয় করে আর MOZ একটি কোম্পানী যারা এ নির্নয় করে থাকে। অনেকগুলি সার্চ ইন্জিন র‌্যাংকিং ফ্যাক্টরের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ডোমেইন অথরিটির ভিত্তি হল মুলতঃ তিনটি ফ্যাক্টর: ১) ডোমেইনের বয়স, ২) ডোমেইনের  জনপ্রিয়তা এবং ৩) ডোমেইন সাইজ। যদিও আরো অনেক গুলি ফ্যাক্টরের উপর ভিত্তি করে এটি পরিমাপ করা হয়।

১) ডোমেইনের বয়স (Domain Age): আমরা যখন কোন তথ্য জানার জন্য সার্চ ইন্জিনসমুহে (google, bing, yahoo ইত্যাদি) সার্চ দিয়ে থাকি সার্চ ইন্জিনসমুহ আমাদেরকে এমনসব ওয়েবসাইটসমুহের তথ্য প্রদান করতে চায় যেসকল ওয়েবসাইট নির্ভরযোগ্য। প্রতিদিনই নিত্য নতুন অগণিত ওয়েবসাইট প্রকাশিত হচ্ছে অাবার কোন না কোন কারনে অনেক সাইটই স্বল্প সময়ে বন্ধ হয়ে যাচ্ছে। অার সেকারনেই ডোমেইনের বয়স (Domain Age) সার্চ ইন্জিনসমুহের কাছে একটি নির্ভরযোগ্যতার সুচক যা ডোমেইনের দীর্ঘস্থায়িত্ব প্রমান করে। একটি ডোমেইনের মালিক যখন তার ডোমেইনটি পর্যায়ক্রমে রেজিষ্ট্রেশন অব্যাহত রাখে এবং ক্রমাগতভাবে ঐ ডোমেইনে ভিজিটর বা ট্রাফিক বৃদ্ধি পেতে থাকে তখন সার্চ ইন্জিনসমুহ ভেবে নেয় যে এটি তথ্যের একটি নির্ভরযোগ্য উৎস (Trusted Source)।

২) ডোমেইনের  জনপ্রিয়তা (Domain Popularity): একটি ডোমেইনের কি পরিমাণ মানসম্পন্ন সাইটথেকে ইনবাউন্ড লিংক আছে সেটা দিয়েই মূলতঃ ডোমেইনের  জনপ্রিয়তা পরিমাপ করা হয়। কোন ডোমেইন বরাবর মানসম্পন্ন সাইট থেকে পাওয়া ইনবাউন্ড লিংক দ্ধারা বোঝা যায় ঐ ডোমেইনে কত প্রয়োজনীয় তথ্য রয়েছে। আর এজন্যই হোয়াইট হ্যাট এস, ই, ও পদ্ধতিতে লিংক বিল্ডিং এত জরুরী।

৩) ডোমেইন সাইজ (Domain Size): একটি ডোমেইনে ওয়েব সাইটের সাইজ ঐ ডোমেইনের অথরিটি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি ওয়েবসাইটে যত বেশী সংখ্যক পেইজ থাকবে সেখানে তত বেশী কনটেন্ট থাকবে। অধিক পরিমাণ ভাল মানের কনটেন্ট অধিক সংখ্যক ইনবাউন্ড লিংক সৃষ্টি করতে পারে। কোন বড় অাকারের সাইটের প্রতিটি পেইজে মানসম্মত কনটেন্ট থাকলে সেখানে একটি ছোট আকারের সাইটের তুলনায় অনেক বেশী ইনবাউন্ড লিংক থাকবে যা সাইটের ডোমেইন অথরিটি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

Related : Rank in TOP of the Google Search Results

কিভাবে ডোমেইন অথরিটি নির্ণয় করা হয়?

MOZ হল একটি কোম্পানী যারা মার্কেটিং এনালাইটিক্স, এস.ই.ও. বিষয়ক সফ্টওয়্যার তৈরী করে থাকে এবং এস.ই.ও. বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করে থাকে। কিছু বছর আগে তারা তাদের নিজস্ব একটি এলগোরিদম ডেভেলপ করে যা দিয়ে প্রায় ১০ লক্ষ্ ওয়েবসাইটকে বিশ্লেষণ করে এবং প্রতিটি সাইটকে ০ থেকে ১০০ পয়েন্ট এর মধ্যে একটি স্কোর প্রদান করে। এই স্কোরের মানই হল একেকটি সাইটের ডোমেইন অথরিটি। কোন সাইটের জন্য নিম্নতম স্কোর (যেমন: ২০ থেকে ৩০) অপেক্ষা উঁচু স্কোর(যেমন: ৭০ থেকে ৮০) অর্জন অধিকতর কঠিন। একারনে যেই সাইটের ডোমেইন অথরিটি যত বেশী সেই সাইট তত বেশী প্রভাবশালী অর্থাৎ সে সাইটের ভিজিটর সংখ্যা অধিক। ৪০ টি বিভিন্ন সিগন্যালের উপর ভিত্তি করে MOZ এই স্কোর নির্ণয় করে থাকে।

ডোমেইন অথরিটি বনাম পেইজ অথরিটি।

ডোমেইন অথরিটি যা দ্ধারা একটি ডোমেইন অথবা সাব-ডোমেইনের অনুমেয় সার্চ ইন্জিন র‌্যাংকিং এর শক্তি(predictive ranking strength) পরিমাপ করা হয় এবং অপরদিকে পেইজ অথরিটি যা কোন ওয়েবসাইটের শুধুমাত্র একটি পেইজের অনুমেয় সার্চ ইন্জিন র‌্যাংকিং এর শক্তি(predictive ranking strength) পরিমাপ করে।

ডোমেইন অথরিটি কোথায় চেক করবেন?

ডোমেইন অথরিটি চেক করার জন্য MOZ প্রদত্ত Opensite Explorer টুলটি ব্যবহার করতে পারেন অথবা আপনার ব্রাউজারে MOZ এর ফ্রী এস, ই, ও,  MozBar টি ডাউনলোড করে ইন্সষ্টল করে নিতে পারেন।

Level 2

আমি সোয়েব ইসলাম। Developer, Web Designer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাএ। সব সময়ে টেকনিকাল নিয়ে ভাবতে ভালবাসি Visit My Site : www.informativeland.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস