Website traffic আনার গোপন মুল মন্ত্র। আমরা যারা ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল নতুন খুলেছি। তাদের জন্য আজকের এই টিউন ওয়েবসাইট বা ইউটিউবচ্যানেলে ভিজিটর আনার আগে জানতে হবে।
ওয়েবসাইটে চারটি উপায়ে ভিজিটর আসে।
তাহলে এই ধরনের ভিজিটর কিভাবে আনবেন সাইটে?
আগেই বলে দিতেছি। আপনার সাইটের নাম যেন অনেক ছুট এবং উচ্চারণ করতে সহজ হয়। এই রকম নাম রাখবেন। আর ডাইরেক্ট ভিজিটর আনার জন্য ডিসপ্লে বিজ্ঞাপণ দিবেন। অনলাইনে যদি বিজ্ঞাপণ দেন। তাহলে বড় সাইজের বিজ্ঞাপণ দিবেন। আর এই বিজ্ঞাপণ যেন মোবাইল শো করে। এমন ভাবে বিজ্ঞাপণ দিবেন। কারণ অনেকেই পিসিতে ওয়েব ব্রাউজারে এডব্লক করে রাখে।
সেই জন্য বিজ্ঞাপণ দেখা যায় না। কিন্তু মোবাইলে এড ব্লক করতে পারে না। পারলেই কেউ এড ব্লক করে না। তাই বিজ্ঞাপণ দেওয়ার সময় খেয়াল রাখবেন।
বিজ্ঞাপণ টা এমন ভাবে দিবেন। ওয়েবসাইট থেকে যে টাকা আয় করবেন। তার থেকে বিজ্ঞাপণ দেওয়ার জন্য রেখে দিবেন। তাতে ভিজিটর হারানোর কোন ভয় থাকবে না। যেমন- গ্রামীনফোন সারা বছর বিজ্ঞাপণ রেখেই দেয়। অনেক ওয়েবসাইট দেখতে পাবেন। তারা ওয়েবসাইটের বিজ্ঞাপণ সারা বছরই রেখে দেয়। যেমন-namecheap, hostgutor, bluhost ইত্যাদি।
আপনার ওয়েবসাইটের নাম যেন সারাক্ষণই মানুষের মাঝে থাকে। মনে রাখবেন প্রচারেই প্রসার। যত প্রচার করবেন ততই ভাল।
আরেক টা কথা বলে রাখি। আপনার সাইটে যত ভিজিটর আসবে। ততই আপনার সাইট রাঙ্ক করবে। আপনি ইচ্ছে করলে সোশ্যাল মিডিয়া এবং ডাইরেক্ট বিজ্ঞাপণ দিয়ে ওয়েবসাইটের ভিজিটর নিয়ে আসতে পারেন।
তবে এটা করতে টাকা খরচ করতে হবে। ভিজিটর আনার এটাই সব চেয়ে সেরা উপায়। অন্যের সাইটে গিয়ে লিঙ্ক করা জামেলা কাজ। তাই আপনি এটা করতে পারেন।
আমি মনজু মিয়া। 2nd, borosora, jamalpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।