বাংলায় প্রাকটিক্যাল এসইও শেখার বই

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

 

বাংলায় এসইও বই ”মাস্টারিং এসইও: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেসিক টু অ্যাডভান্স গাইডলাইন”, লেখক: মাজহারুল হক (প্রফেশনাল এসইও), প্রকাশনী: সমগ্র প্রকাশনীSEO Image

বর্তমানে ডিজিটাল মার্কেটিং-এ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) গুরুত্ব অনেক বেশি এবং ভবিষ্যত উজ্জল। কিন্তু এসইও কাজ করার পূর্বে আপনাকে এসইও সম্পর্কে ভালভাবে জানতে এবং বুঝতে হবে। কাজটি শিখে আপনি নিজের ওয়েবসাইট, ক্লায়েটের ওয়েবসাইট এবং ফ্রিলেন্সিং করতে পারবেন। মাস্টারিং এসইও: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেসিক টু অ্যাডভান্স গাইডলাইন বইটি পড়ার মাধ্যমে আপনি যে কোন ওয়েবসাইটকে কিভাবে সার্চ ইঞ্জিনের প্রথমের দিকে নিয়ে আসতে পারবেন এবং কি কি করণীয় সে বিষয়ে সঠিক গাইডলাইন পাবেন। যে বইটি লিখেছেন মাজহারুল হক (এসইও প্রফেশনাল)।

বইটিতে ১০টি অধ্যায়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রয়োজনীয় সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় ভিত্তিক বর্ণনা করার পাশাপাশি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে।

বইটির লেখক বর্তমানে প্রথম আলো অনলাইন-এ জ্যেষ্ঠ নির্বাহী, এসইও পদে কর্মরত রয়েছেন। তার পেশাগত স্পেশালিটিগুলো হল: নিউজ সাইট, ব্লগ সাইট, ই-কমার্সসহ (বাগডুম ডট কম) বিভিন্ন সার্ভিস রিলেটেড সাইটের এসইও করার বাস্তব অভিজ্ঞতা। তিনি একজন এসইও পরামর্শক এবং প্রফেশনাল এসইও সার্ভিস দিয়ে থাকেন। পাশাপাশি যারা এসইও শিখতে চায় তাদেরকে সহযোগিতা করে থাকেন।

ব্যক্তিগতভাবে মাজহারুল হক এসইও ফিল্ডে বিগত ৬ বছর এবং গত তিন বছর যাবত পৃথিবীর সমস্ত বাংলা সাইটের মধ্যে র‌ঙ্কিংয়ে ১ম অবস্থানে থাকা সাইটের এসইও কাজের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে ইতিপূর্বে যতগুলো প্রজেক্ট সম্পন্ন করেছেন এবং বর্তমানে করছেন গুগলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সর্বশেষ আপডেট অনুসারে সেসকল অভিজ্ঞতালব্ধ বিষয়গুলো এই বইটিতে পাঠকদের সাথে শেয়ার করার চেষ্টা করেছেন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও একক কোনো কাজ নয়। এটি সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম মেনে একাধিক কাজের একটি সমন্বিত পদ্ধতি মাত্র। ওয়েবসাইটে ট্রাফিক বা ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে এসইওর গুরুত্ব বর্তমানে অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন ই-কমার্স ব্যবসা, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিংসহ অনলাইন–ভিত্তিক প্রায় সকল কাজের সফলতা নির্ভর করে এসইও–ব্যবস্থার ওপর।

 

বইটি কেন ব্যতিক্রম?

  1. বইটি বাংলাদেশের একজন সফল এসইও প্রফেশনালের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা।
  2. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে ক্যারিয়ার গড়তে চাইলে।
  3. কিভাবে স্টেপ বাই স্টেপ একটি সাইট এসইও করবেন তার বিশদ আলোচনা।
  4. কিভাবে সব ধরনের ওয়েবসাইট এসইও করা যায় সে সংক্রান্ত পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে।
  5. অ্যাডভান্স বা টেকনিক্যাল এসইও করার সহজ ও কার্যকর নিয়ম প্রদান।
  6. সর্বোপরি সার্চ ইঞ্জিন গুগলের সর্বশেষ অ্যালগরিদম আপডেট অনুযায়ী এসইও গাইডলাইন দেওয়া হয়েছে বইটিতে।

 

Level 0

আমি মাসুম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am Professional Consultant on Electronics Electronic Certified By Transcomedigital Providing Helpful Guide To Buy Online For Latest Models and Top Brands Samsung, Hitachi, Whirlpool, Transtech, Panasonic, And More Inverter AC, Split AC, Cassette AC, Air Purifier in Various Country. Also, Peoples will Get The Perfect Guide to fo Installations.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস