পেইড টুলস কিনুন পানির দামে- Group Buy SEO Tools

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

ডিজিটাল মার্কেটিং এর কিছু গুরুত্বপূর্ণ অংশ হলো এসইও, এফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডেভেলপিং এবং কীওয়ার্ড রিসার্চ। যারা এই সকল সার্ভিস নিয়ে প্রফেশনালি কাজ করেন তারা খুব ভালো করে জানেন যে, এই কাজ গুলোর জন্য আমাদের প্রায়শই কিছু টুলস এর দরকার হয়।

পেইড টুলস আর ফ্রি টুলস এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সিস্টেম আপডেটস এর মধ্যে। আপনি পেইড টুলসে সব সময় গুগল এর আপডেট ডাটা পাবেন। আর ফ্রি টুলস গুলোতে যেটা সচরাচর পাওয়া যায় না। যার কারণে প্রফেশনাল কাজে পেইড টুলস গুলোই সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে।

অনেকে এসইওর প্রিমিয়াম টুলস গুলো ব্যবহার করতে পারে নাহ কারন সেগুলুর দামটা আর্ন্তজাতিক বাজারে অনেক বেশি থাকে।

তাই আমি ওইসব চিন্তাকে মাথায় রেখে সাধ্যের মধ্যে বিশ্বের নামিদামী এসইও টুল গুলোকে একটি প্যাকেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা যারা বিভিন্ন আইটি সেক্টর এ প্রফেশনাল এসইও নিয়ে কাজ করেন এবং যারা প্রফেশনাল এসইও শিখতে চান তাদের জন্য আমার এই গ্রুপ টুলটি খুবই গুরুত্বপূর্ণ

টুলস লিস্ট -

১. Ahrefs Standard
2. KWfinder Agency
৩. Moz Pro
৪. WordAi
৫. Grammarly
৬. Buzzsumo
৭. Alexa Agency
৮. Woorank SEO Tools
৯. AMZ Tracker
১০. Stock Unlimited Premium Photo
১১. Article Builder
১২. Netflix
& 50 More.

এফিলিয়েট মার্কেটিং কে সম্পূর্ণ এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যেকোনো ট্রেন্ডিং প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ, র্যাংকিং ডিফিকাল্টি, প্রেডিক্টেড ব্যাকলিংক, কম্পেটিটরস ডোমেইন চেক, ডোমেইন এনালাইসিস, ব্যাকলিংক এর পরিমান এবং কোয়ালিটি চেক, এসইআরপি (SERP) চেক ইত্যাদি আরো বহু রিসার্চ করার জন্য এবং আপনার স্ট্রাটেজিকে কম্পেটিটরস এর ধারণার চেয়েও অনেক ধাপ এগিয়ে রাখার জন্য প্রিমিয়াম এসইও টুলস এর জুড়ি নেই।

আর এই সব গুলোই কাজই ২ টি এসইও টুলস দিয়ে করা হয়ে থাকে যেটিকে বিশ্বের লাখো ফ্রিলান্সার, অনলাইন মার্কেটার ব্যবহার করে থাকে -

১. Ahrefs
২. SEMrush

Need Group Buy SEO Tools? Visit Here: https://groupbuyseotoolses.com/

Level 2

আমি Elite Hacker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।

Howdy! I’m Creative Niloy. Thank you for visiting my Profile.I am an Internet Marketer and a Business fanatic from the core,who also provides consultancy services to businesses. I have expertise in all areas of SEO & Digital marketing including advanced SEO services, but I consider myself more of a Local...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস