আমরা অনেকেই অনেক ধরনের যুক্তিতর্ক করে থাকি।
Seo এর অপর নাম বিজ্ঞাপণ প্রচার করা।
আমি নতুন একটা দোকান দিছি। কেউ জানে না। যার করনে কাস্টমার আমার কাছে আসেনা। তাদের কে জানিয়ে দিলে মানুষ আমার দোকানে আসবে। তার মানে প্রচার করা। কোথায় প্রচার করলে বেশি মানুষ আসবে?
যেখানে মানুষ বেশি সেখানে প্রচার করলেই কাস্টমার পাওয়া যাবে।
কিভাবে প্রচার করবেন?
আপনার পণ্য সম্পর্কে বা আপনার দোকান বিস্তারিত লিখে সাথে দোকানের বা পণ্যের সেম্বল দিয়ে দিলেন। মানুষ আগে আপনার লেখটা পড়বে। তারপর আপনার দোকানের ঠিকানা অনুযায়ী আসবে।
এখন আসি অনলাইনে।
১। গুগুলের নতুন আপডেট শুনেছেন ত ভাই? তারা বলেছে মান সম্মত কন্টেন্ট বা তথ্য কেউ মূল্যায়ন করবে। তার মানে যাদের সাইটের কন্টেন্ট ভাল। তাদের কেউ সার্চ ফলাফলের সামনে দাড় করিয়ে দেবে। এই আপডেট করার কারণ হল গুগুলে ভাল কন্টেন্ট দিয়ে ভিজিটর আটকিয়ে রাখতে চায়। তার মানে ভাল কন্টেন্ট হলে গুগুল থেকে ভিজিটর এমনিতেই পাবেন।
২। আর্টিকেল আকারে যেসব backlink করা হয়। সেই লিঙ্ক গুলো থেকেই বেশি ভিসিটর আসে। যেমন-guest post, froum post, article submit।
এই ধরনের backlink চিরজীবনই কাজ করে কারবেও।
৯০%মানুষ অনলাইনে কন্টেন্ট পড়তে বা দেখতে আসে।
ওয়েবসাইটে ভিজিটর কিভাবে?
১। ডাইরেক্ট ২। সার্চ ৩। সোশ্যাল মিডিয়া ৪। রেফারেল
এই চার উপায়ে ওয়েবসাইটে ভিজিটর আসে।
এর মধ্য থেকে সোশ্যাল মিডিয়া ভিসিটর সবার আগে আসে। এর পর
রেফারেল থেকে। আমি নতুন সাইট খুলেছি দেখে আসতে পারেন।
borosora.com
আমি মনজু মিয়া। 2nd, borosora, jamalpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো আইডিয়া দিয়েছেন ভাই