আমরা গুগলে খুঁজে পাওয়ার জন্য যা লিখে সার্চ করি তাকেই কিওয়ার্ড বলে। উদাহরণ হিসেবে যদি বলি -
যদি সালমান খানের নতুন মুভি খুজতে যাই তাহলে আমরা লিখি “সালমান খান নিউ মুভি”। এইযে ওয়ার্ডটা লিখলাম, এটাই হচ্ছে কিওয়ার্ড।
এখন যদি আসি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়?
তাহলে সবার আগে গুগল কিওয়ার্ড প্লানার নামে একটা ফ্রি টুলস আছে এখানে আপনার কাংক্ষিত শব্দটি লিখে সার্চ করলেই দেখতে পারবেন এটার সার্চ ভলিউম কত। পাশাপাশি এর সাথে সম্পর্কিত। আজ আমরা কিছু ফ্রি টুলস নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমাজন এর জন্য কিভাবে সঠিক একটি কিওয়ার্ড রিসার্চ করতে হয় তা জানাবো।
আরো অনেক কিওয়ার্ড এর ধারনা পাবেন।
আরো অনেক ফ্রি টুলস রয়েছে যেমন:
১. SEMrush
২. Google Adwords
৩. Moz
৪. Keyword Tool
৫. SpyFu
৬. KW Finder
৭. Google Analytics
এখানে আপনি এদের ডিফিকাল্টি কত তাও দেখতে পারবেন।
তবে বেশির ভাগ টুল এ একদিনে সর্বোচ্চ ৩/৫ টি শব্দের বেশি ফ্রিতে দেখতে পারবেন না। Google Analytics এবং Google Adwords একদম ফ্রি, এখানে যত ইচ্ছে খুজতে পারেন।
এছাড়া কিছু একক্সটেনশন রয়েছে যেগুলো আপনার ব্রাউজারে এড করলে সার্চ করার সাথে সাথে এদের সার্চ ভলিউম ও ডিফিকাল্টি দেখতে পারবেন।
যেমন:
১.MoZ Bar
২.Keywords everwhere
এখানে আপনি এদের ডোমেইন অথরিটি, বেক লিংক, পেইজ অথরিটি, আলেকক্সা রেংক ও দেখতে পারবেন।
যে শব্দটি লিখে সার্চ দেয়ার পর প্রথম পেইজ প্রথম এর ১০ টি অয়েবসাইটের গড় DA, PA, AL, BL কম সে কিওয়ার্ডটি নিয়ে আপনি কাজ করতে পারেন।
এখন বলতে পারেন এগুলোর এভারেজ সবোচ্চ ও সর্বনিম্ন কত হলে ভালো?
তার উত্তের হল
১. কিওয়ার্ড এর মিনিমাম প্রাইস $৫০ হতে হবে।
২. এভারেজ DA ২০ এর কম হতে হবে।
৩. এভারেজ বেক লিংক (BL) ১৫ এর কম হতে হবে।
Visit Wiki Zone For More.
আমি রেজওয়ান শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।