সাইটকে কিভাবে গুগলের প্রথম পেজে আনবেন?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

গুগলের র‍্যাংকিং ফ্যাক্টর অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যদি আক্ষরিক অর্থে বলি তবে উপায় দুটি, ,

১.এসইও

২.এডভার্টাইজিং (গুগলে পেইড এড দেওয়া)

এসইও: প্রথমে এটার কথাই বলি, আপনি যদি লং টার্মের জন্য গুগল র‍্যাংকিং এ থাকতে চান তাহলে এটাই বেস্ট মাধ্যম। এসইও আবার দুইটা ভাগে বিভক্ত —এক, অন পেজ। দুই, অফ পেজ এসইও। সহজ কথায়, অন পেজে আপনি আপনার সাইটটা গুগলে সাবমিট করার উপযোগী করে তুলবেন এবং সাবমিট করবেন। যাতে করে গুগল বুঝতে পারে আপনার সাইট কি এবং কেন। আর অফ পেজ বলতে আপনার সাইটের বা আপনার কন্টেন্টের চাহিদা কতটুকু বা সেটা কতটুকু জনপ্রিয় ভিজিটর দের কাছে, এটাই গুগলের কাছে তুলে ধরা। এটা আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। সচরাচর আমরা অফ পেজ এসইও বলতে ব্যাকলিংক করাকেই বুঝে থাকি😀।

তবে আমার মতে র‍্যাংক করতে গেলে এবং র‍্যানকিং ধরে রাখতে হলে আপনার কন্টেন্টের উপর সবচেয়ে বেশী জোর দিতে হবে। গুগল তার লাস্ট আপডেটে তেমন্টাই ইংগিত দিয়েছে। যতটা ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট থাকবে তত তাড়াতাড়ি আপনার সাইট র‍্যাংকিং এ আসবে।

পেইড মেথড: আমি এটার একদমই পক্ষবাদি নই। এটা দারা র‍্যাংকিং এ টিকে থাকা সম্ভব নয়😀 তবে হ্যা, আপনি টিকে থাকতে পারবেন টাকা দিয়ে, যতক্ষন টাকা থাকবে ততক্ষন ভিজিটর পাবেন, র‍্যাংকিং এ থাকবে। টাকা শেষ, র‍্যংকও শেষ। তাই পেইড মেথডের কথা বাদ দিন।

অবশ্য কিছু কিছু সময় অফ পেজ এসইও তে আপনার ব্যাকলিংক পাওয়ার জন্য অথরিটি সাইটকে কিছু পে করা লাগতে পারে, সেটা সম্পুর্ন আলাদা বিষয়।

এসব বিষয়ে আরো জানতে আপনি চোখ রাখতে পারেন Brian Dean এর Baklinko নামক ওয়েবসাইটে। আশা করি সব উত্তর ওখানে পাবেন।

আশা করি আপনার উপকারে আসবে লেখাটি, তাই বলবো অন্য ভাইদের উপকারের সার্থে লেখাটি শেয়ার করুন, আর আপভোট করে সবার আগে স্থান দিন। আরো জানতে চাইলে আমাকে মেসেজ করতে পারেন।

Level 3

আমি রতন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

allylook profile link : https://allylook.com/roton


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস