আশা করছি সবাই আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কথা না বাড়িয়ে মুল টপিকে চলে যাই। যদিও চারিদিকে এতো এতো পেইড টিপস এর মাঝে ফ্রি টিপস দিতে একটু ভয় ভয় লাগছে। হা হা। আজকের টপিক এস ই ও। অনেকেই হয়তো এই বিষয়ে ভালো জ্ঞান রাখেন। তাই আজকের টিপস তাদের জন্য নয়। যারা আমার মত এখনো এস ই ও শিখছেন তাদের জন্য মুলত আজকের টিপস্ গুলো।
আপনাদের সাড়া পেলে ভাবছি সিরিজ লেখা পাবলিষ্ট করবো। যদিও ২০১৬ এর দিকে বেশ কিছু টিউটোরিয়াল শেয়ার করেছিলাম। তবে দিন পার হওয়ার সাথে সাথে এস ই ওর অনেক বিষয়েরই পরিবর্তন এসেছে। আগে যেমন ব্যকলিংকই ছিলো এস ই ওর প্রান আর এখন কিন্তু ইউজার এংগেজমেন্ট, Expertise, Authoritativeness, and Trustworthiness (E-A-T) ও rank brain এর ঝুকে পড়েছে।
এসব নিয়ে না হয় পরে কথা বলা যাবে। তবে আজকের আলোচনার বিষয় কেবল বেসিক নিয়ে। চলুন একটু ধারনা নেই।
সবারই একই উত্তর S= Search, E= Engine, O= Optimization। তার মানে দাড়ালো সার্চ ইঞ্জিনের সাথে কোন একটি সম্পর্ক। আর একটু সহজ করে বলি, সার্চ ইঞ্জিনের জন্য কোন কিছু সাজিয়ে গুছিয়ে করা। যা সার্চ ইঞ্জিন পছন্দ করে। অর্থাৎ আপনার ওয়েব সাইটকে এমন ভাবে সাজাতে হবে বা অপটিমাইজ করতে হবে যেখানে সাজগোজ (Optimize) দেখে সার্চ ইঞ্জিন প্রেমে পড়ে গিয়ে নিজের খুব কাছে টেনে নিয়ে যায় (Rank)। হা হা।
তাদেরকে সংক্ষেপে বলছি, Google, Bing, Ask ইত্যাদি। যেখানে কোন তথ্য দরকার হলে আমরা সাধারনত সার্চ করে থাকি। আর সার্চ ইঞ্জিনের কাছে অনেক তথ্যের লিস্ট আছে যা আমাদের প্রয়োজনের সময় দু একটা দেখিয়ে দেয়। এরচেয়ে আর সহজ করে বলা সম্ভব কিনা জানি না।
উত্তর- যখন আপনার চেহারা বা যোগ্যতা সবার চেয়ে ভালো থাকবে (In depth Content)। যখন আপনি গুগলের সব পছন্দ মত করবেন (Algorithm)। তখনই গুগল কেবল আপনাকে বুকে টেনে নেবে (Rank)।
উত্তর হলো, এটাই মুলত এস ই ওর কাজ। আপনাকে খুঁজে বের করতে হবে, কি করে সবার থেকে আলাদা হওয়া যায়। কি করে গুগলের সব কথা ঠিক ঠাক মত মেনে চলা যায়।
এবার গুগলে যে কোন একটা বিষয় নিয়ে সার্চ দেন যেমন What is SEO (এটাকে Keyword বলে)। দেখেন গুগলের প্রথম পেজে ১০টা লিংক দেখতে পাবেন। গুগলের সবচেয়ে কাছের মানুষকে সে ১ নম্বরে রেখেছে। পছন্দ যত কমতে থাকে বাকিরা ২য়, ৩য় থেকে শুরু করে আস্তে আস্তে নিচে নেমে যায়। এভাবে গুগলের ২য় পেজেও আরো ১০টি রেজাল্ট, তারপরের পেজে আরো ১০টি, এভাবে চলতে থাকে। তার মানে হলো, গুগল লিংকগুলোকে তার পছন্দ অনুসারে সিরিয়াল নম্বর দেয়।
আমরা সাধারনত প্রথম পেজের লিংকগুলোকেই ক্লিক করে দেখার চেষ্টা করি। খুব বেশি দরকার না হলে ২য় বা ৩য় পেজে যাই না। আশা করছি সবাই আমার সাথে একমত। তার মানে দাড়ালো, গুগলের প্রথম পেজে যে সাইট বা লিংক গুলো দেখা যায় সেই সাইট বা লিংকে বেশি মানুষ ক্লিক করে। আর ক্লিক করলেই কোন না কোন ওয়েব সাইটে চলে যায়। আর সেই ওয়েব সাইটের মালিক যদি আপনি হন তাহলেতো কথাই নেই। প্রচুর ভিজিটর পাবেন সন্দেহ নেই। একজন এস ই ও এক্সপার্টের উদ্দশ্যই থাকে কোন এক ওয়েব সাইটকে গুগলের প্রথম পেজে নিয়ে আসা। আর গুগলের প্রথম পেজে নিয়ে আসতে হলো কিছু ট্রিক্স রয়েছে। আপনাদের আগ্রহ থাকলে ধিরে ধিরে সেসব ট্রিক্স শেয়ার করার চেষ্টা করবো। ট্রিক্সগুলোর একটা সংক্ষিপ্ত লিস্ট দিয়ে রাখি তাহলে আলোচনা করতে সুবিধা হবে।
সব শেষে কিছু কথা বলে নেই, উপরের বিষয় সম্পর্কে আপনি কিছু জানেন মানে আপনি এস ই ও পারেন বিষয়টা কিন্তু তেমন নয়। কোন আর্টিকেলকে যখন রেংক করাতে পারবেন বা বুঝতে পারবেন কেন আপনার আর্টিকেল রেংক করছে না তখন বুঝবেন আপনি এস ই পারেন। আর এসব শিখতে হলে অবশ্যই আপনার দরকার হবে সঠিক গাইডলাইন।
Jobayer Academy নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে বেশ কিছু জরুরী টিপস ও টিউটোরিয়াল দেয়া আছে চাইলে দেখে আসতে পারেন। আর দেখলে সুবিধা হলো, পরবর্তিতে আমার লেখাগুলো বুঝতে আপনার সুবিধা হবে।
যদিও আমি একে একে সব কিছুই শেয়ার করার চেষ্টা করবো। যদি আপনাদের আগ্রহ থাকে। আজকের মতে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –
চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …
চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….
চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু
এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।
এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।
টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।
চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ http://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।