এসইওতে কনটেন্টকে বলা হয় রাজা। এখন অনেক কীওয়ার্ড কনটেন্ট দিয়েই রাঙ্ক করছে। প্রশ্ন হচ্ছে কি রকম কনটেন্ট থাকলে বা কোন ধরনের কনটেন্ট খুব সহজেই রাঙ্ক করে থাকে। আসলে আপনাকে জানতে হবে কোন কনটেন্ট গুলো এসইও ফ্রেন্ডলি। তাই আগে কনটেন্ট স্ট্রাকচার ঠিক করা বেশি জরুরী।
কনটেন্ট স্ট্রাকচার এ যা থাকবে?
১. কি-ওয়ার্ড (কি-ওয়ার্ড ডেনসিটি)
২. মৌলিকত্ব (Uniqueness)
৩. কনটেন্ট সাইজ
৪. ইন্টারনাল ও এক্সটার্নাল লিংক
৫. ট্যাগ
৬. ইমেজ অপ্টিমাইজ
১. কীওয়ার্ড : কীওয়ার্ড অবশ্যই কনটেন্ট বডিতে থাকতে হবে সাথে ইউআরএল ও মেটা ডেসক্রিপশন এ থাকতে হবে। কনটেন্ট বডিতে প্রথম ১০০ ওয়ার্ড এর মধ্যে কীওয়ার্ড থাকতে হবে। পুরো কনটেন্ট এ আপনি ১% কীওয়ার্ড ব্যবহার করবেন।
২. মৌলিকত্ব: কনটেন্ট অবশ্যই কপি মুক্ত হতে হবে। কপি কনটেন্ট গুগল পেনালিটি খেতে হবে আর ঐগুলো রাঙ্ক করে না। তাই কনটেন্ট কপি মুক্ত হতে হবে।
৩. কনটেন্ট সাইজ: কনটেন্ট সাইজ অবশ্যই আপনার কম্পেটিটর হতে বড় হতে হবে। কিন্তু বড় করতে যেয়ে আবার কোয়ালিটি খারাপ করা যাবে না।
৪. ইন্টারনাল ও এক্সটার্নাল লিংক : ইন্টারনাল লিংক হচ্ছে আপনি এক কনটেন্ট থেকে অন্য কনটেন্ট এ লিংক করে ভিসিটরদের সহায়তা করা। যাতে তারা সহজেই রিলেভেন্ট কনটেন্ট এ যেতে পারে।
অপরপক্ষে, এক্সটার্নাল লিংক হচ্ছে আপনার কনটেন্ট থেকে যে সাইটকে লিংক দিচ্ছেন তা অবশ্যই অথরিটি সাইট হওয়া লাগবে।
৫. ট্যাগ : এইখানে ট্যাগ হচ্ছে h১, h২ ও h৩ ট্যাগ। ট্যাগ এ কীওয়ার্ড থাকাটা খুব বেশি জরুরি।
৬. ইমেজ অপ্টিমাইজ: ইমেজ অপ্টিমাইজ বলতে আপনি alt tag এ আপনি কীওয়ার্ড বসাবেন। তাহলেই আপনার ইমেজ অপ্টিমাইজ হবে।
আপনি চাইলে আমাদের ফেইসবুক গ্রুপ বা আপনি আমাদের গুগল এ এসইও ট্রেনিং বাংলাদেশ লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন।
আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)
প্রিয় টিউনার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি। যেহেতু টেকটিউনস থেকে অফিসিয়ালি যোগিযোগ করা হবে তাই ছদ্মনাম, ছদ্ম ছবি বা কোন ছদ্ম তথ্য ব্যবহার না করে দয়া করে আপনার আসল নাম, আসল ছবি ও আসল তথ্য ব্যবহার করুন।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।