আপনার ওয়েবসাইট এর জন্য কি ট্রাফিক দরকার?তাহলে এই টিউন টি আপনার জন্য

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য ভিজিটর খুবই গুরুত্বপূর্ণ। ভিজিটর ছাড়া ব্লগ বা ওয়েবসাইট যেনো প্রাণ ছাড়া মৃত দেহ।

এরজন্যই ভিজিটরকে বলা হয় আপনার ওয়েবসাইটের প্রাণ।

ধরেনিলাম আপনার একটি ওয়েবসাইট আছে এবং আপনি সেখানে নিয়মিত অনেক কষ্ট করে জান, কিন্তু আপনার সেই কষ্ট কখনোই স্বার্থক হবে না যদি না আপনার ওয়েবসাইটে কোন ভিজিটর প্রবেশ না করে।

তাই আপনার কষ্টকে স্বার্থক করার জন্য যেমন আপনার ভিজিটর প্রয়োজন ঠিক আপনার ওয়েবসাইটিকে টিকিয়ে রাখতে হলেও আপনার সাইটে ভিজিটরের প্রয়োজন।

কারণ আপনার সাইটে ততদিন কোন ইনকাম হবে না যতদিন না আপনি আপনার ব্লগে পর্যাপ্ত পরিমাণ ভিজিটর না নিয়ে আসতে পারেন। যার ফলে আপনার দিনের পর দিন চলে যায় কিন্তু কোন টাকার মুখ আপনি দেখতে পারেন না। তাই আপনার ব্লগে টাকা ইনকাম করার জন্য হউক বা আপনার লেখার সঠিক মূল্য পাওয়ার জন্য অথবা আপনার পরিচিতি পাওয়ার জন্য হলেও আপনার ওয়েবসাইটে ভিজিটর দরকার।

যদিও ভিজিটর আনা খুব একটা সহজ কাজ না সকলের পক্ষে এটা সম্ভব পর হয়ও না কিন্তু তারপর ও আপনি যদি সঠিক উপায়ে সঠিকভাবে চেষ্টা করেন তাহলে আপনার সাইটেও নিয়ে আসতে পারবেন আশানুরুপ ভিজিটর।

আজ আমি আপনাদেরকে এই বিষয়েই অবগত করবো যে কিভাবে আপনার সাইটে বা ব্লগে আশানুরুপ ভিজিটরে নিয়ে আসতে পারবেন খুব কম পরিশ্রমে এবং কম সময়ে।

তো যারা যারা ভাবছেন যে আপনাদের সাইটে আশাকরি আপনারা খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের সাইটে আশানুরুপ ভিজিটির নিয়ে আসতে পারবেন।

আপনার সাথে আজকে একটি সাইট নিয়ে কথা বলবো,  যেখান থেকে আপনারা আপনার সাইট অনেক ট্রাফিক ভিজিটির নিয়ে আসতে পারবেন।

সাইট টি তে আপনি টিউন করতে পারবেন। এই সাইট এ 164125+  গুলা একটিভ মেম্বার রয়েছে। এছাড়া এই সাইট এ টিউন করলে আপনি পাবেন কর্মা পয়েন্ট।

এই পয়েন্ট এক্সচেঞ্জ করে টাকাও পেতে পারেন।

সাইট এর লিংক নিচে দেয়া হলো

Click Here

আজ এই পর্যন্তই।

আবার আসবো নতুন কোনো ট্রিক নিয়ে।

আল্লাহ হাফেজ

Level 4

আমি রেজওয়ান শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস