এসইও কথা বললেই প্রথমে আসে সার্চ ইঞ্জিন এর কথা সার্চ ইঞ্জিন হচ্ছে যেই ওয়েবসাইট বা প্রোগ্রাম দিয়া আমরা সার্চ করে থাকি। পৃথিবীতে অনেক সার্চ ইঞ্জিন রয়েছে তার লিস্ট দেখতে এখানে ক্লিক করুন। তার মধ্যে জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম হলোঃ গুগল (google), ইয়াহু (yahoo), বিং(bing) ইত্যাদি SEO মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি মূলত হচ্ছে এক ধরনের অনলাইন এ মার্কেটিং। বর্তমানে গুগল এর কল্যানে আমাদের কোন তথ্যের প্রয়োজন হলে মুহুর্তের মধ্যেই আমরা খুঁজে পাই। আমরা যখন গুগল এ কোন কিছু লিখে সার্চ দেই তখন গুগল অনেক গুলো পেজ এ তথ্য গুলো দেখায় তার মধ্যে প্রথম পেজ এ আসে ১০ টি ওয়েবসাইট এর লিংক, তখন আপনার মনে এই প্রশ্নটি হওয়াটাই স্বাবাবিক যে গুগল কি কারণে লক্ষ কোটি ওয়েবসাইট থেকে মাত্র ১০ টিকেই প্রথম পেজ এ দেখালো? এটা হয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) বদৈলতে। কোন একটি ওয়েবসাইটকে সার্চের প্রথমে পেজ এ প্রদর্শন করার জন্য যে টেক নিক অবলম্বন করা হয়, সেটিই এসইও।
এসইও করতে আপনাকে অবশ্যই এই সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। তাই আমি মনে করি ট্রেনিং এর প্রয়োজন আছে। NshamimPRO (https://pro.nshamim.com) SEO কোর্সটি আপনার ওই ঘাড়তি দূর করতে পারে।
আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)