কিভাবে ব্লগ এ এসইও করবেন Blogger seo Bangla Tutorial

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
কিভাবে ব্লগ এ এসইও করবেন। Blogger seo Bangla Tutorial
কিভাবে ব্লগ এ এসইও করবেন। Blogger seo Bangla Tutorial

বিসমিল্লাহির রাহমানির রাহিম 
 আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ 
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব
কিভাবে আপনি আপনার ব্লগে এসইও করবেন তা আজকের টিউটোরিয়াল এর মাধ্যমে জেনে নিতে পারবেন। কিভাবে এসইও করতে হবে। এসইও ছাড়া ব্লগিং কল্পনা করা ও অসম্ভব। ব্লগিং জগতে এসইও এর অবদান অপরসীম।
এসইও ছাড়া ব্লগিং এ উন্নতি লাভ করা সম্ভব নয়।
ভালভাবে এসইও করতে আপনি সম্পুর্ন পীস্ট টি পড়ুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন।

ব্লগিং কথা বলাটা যত সহয কিন্তু করা টা অনেক কটিন। কারন ব্লগিং করতে হলে আপনাকে অনেক শ্রম দিয়ে হবে। দিন রাত পরে থাকতে হবে ব্লগিং এ।

  • ডোমেইনঃ
  • ব্লগ শুরু করার প্রথম দাফেই আপনাকে ভাবতে হবে আপনি কি বিষয় নিয়ে ব্লগ বা ওয়েবসাইট বানাবেন। আপনি যে বিষয় নিয়েই ব্লগ বা ওয়েবসাইট বানান না কেন আপনি আপনার বিষয় বস্তুর সাথে মিল রেখে আপনার ব্লগ এর নাম টি বাছাই করবেন। অবশ্যই মনে রাখবেন মেইন কিওয়ার্ড রিলেটেড হতে হবে। সহয ভাষায় ডোমেনই নাম টি বাছাই করবেন যাতে ভিসিটর দের মনে থাকে। বেশি লম্বা ডোমেইন নাম বাছাই না করে শর্ট এর মধ্যে বাছাই করবেব। আবার শুর্ট করতে গিয়ে এমন শর্ট করবেন না যাতে হিতে বিপরীত হয়ে যায়। মনে করেন আপনি একটা ডোমেইন নাম নিলেন
    bangladeshersobtechnologyupdate এইরকম যদি নেন তাহলে নির্ঘাত ভিসিটর হারাবেন। যেমন আমার ওয়েবসাইট টি http://www.DiptoTune.Com আমার ব্লগ টি কিন্তু মেইন কিওয়ার্ড এর সাথে রিলেটেড। আপনার ডোমেইন নামের উপর নির্বর করে ৪০% এসইও। ভিসিটির রা যদি গুগলে গিয়ে সার্চ করে DiptoTune তাহলে আমার ব্লগ টি গুগলের প্রথম পাতায় চলে আসবে। যদি ব্লগ এ কোনো টিউন নাও থাকে। কারন এখানে মেইন কিওয়ার্ড এর সাথে ডোমেইন নেইম রিলেটেড। তাই ডোমেইন নেওয়ার আগে অনেক যাচাই বাচাই করে ডোমেইন নাম টি সিলেক্ট করবেন।
  • ব্লগের টাইটেল ও মেটা ট্যাগঃ 
  • আপনার ব্লগ টি বানানোর সময় সুন্দর ভাবে আপনার ব্লগ এর টাইটেল টি উপস্থাপন করুন। ব্লগ এর মধ্যে ১৫০ কিওয়ার্ডের মধ্যে মেটা ট্যাগ দিন। আপনার ব্লগ এর বিষয় বস্তুর উপর নির্বর করে মেটা ট্যাগ গুলো দিবেন। তাহলে অবশ্যই আপনার ব্লগ এ ভাল ট্রাফিক পাবেন।
  • ওয়েবসাইট ডিজাইনঃ অবশ্যই আপনি আপনার ব্লগ টাকে ভালভাবে উপস্থাপন করার জন্য সুন্দর ভাবে ডিজাইন করুন। আপনার ওয়েব সাইট এ যে টেম্পলমেট টি ব্যবহার করবেন সেটি যেন ১০০% এসইও পূর্ন হয়। যাতে করে আপনি যে ডিভাইস এই ডুকেন না কেন ব্লগ টি যেন সুন্দর ভাবে উপস্থাপিত হয়। আর হ্যা একটি কথা মনে রাখুন বর্তমান যুগ মোবাইল এর যোগ আপনি বিশেষ ভাবে লক্ষ রাখবেন ব্লভ টি যে মোবাইল থেকে ভালভাবে উপস্থাপন করা যায়।

  • লোডিং টাইমঃ মনে করুন আপনি একটি ওয়েবসাইট একটা বিষয় নিয়ে টিউন করেছেন অন্য একটি ওয়েবসাইট এ অন্য এক জন একই বিষয় নিয়ে টিউন করেছেন। আপনার ওয়েবসাইট এ ডুকার জন্য সময় লাগে ৩০ সেকেন্ড আর অন্য জনের ওয়েবসাইট এ ডুকার জন্য সময় লাগে ১৫ সেকেন্ড। তাহলে আপনি বলেন ভিসিটর কোনটি তে ডুকবে? যার ফলে আপনার ওয়েবসাইট এর ভিসিটর কমে যাবে। এই জন্য লোডিং টাইম কমানোর চেষ্টা করুন।
  • মেনুবারঃ আপনার ব্লগের মেনুবার টি সুন্দর ভাবে সাজান যাতে ভিসিটর রা সহজে বুঝতে পাতে আপনার ব্লগ বা ওয়েবসাইট এর বিষয় বস্তু কি রিলেটেড। অবশ্যই সাইটের লেভেল বা ক্যাটাগরির লিংক মেনুর সাথে লিংক করিয়ে নিন যাতে করে কোনো Error পেইজ না আসে।
  • টিউন করার নিয়মঃ আপনার ব্লগে টিউন করার সময় অবশ্যই টাইটেল এর প্রতি নজর দিন। টাইটেল টি গুগল কিওয়ার্ড ব্যবহার করে কম প্রতিযোগিতা মুলক কিওয়ার্ড নির্বাচল করুন। কিওয়ার্ড আর টাইটেল যেন মিল থাকে সে দিকে লক্ষ রাখুন। টিউন টি অবশ্যই লং করে লেখার চেষ্টা করবেন। ৪০০-৬০০ ওয়ার্ড এর মধ্যে লিখুন। আপনার ব্লগ রেংক করাতে লং টাইটেল, লং কন্টেন্ট এর কোনো বিকল্প নেই। টিউন লিখার সময় অবশ্যই মেটা ট্যাগ এর প্রতি খেয়াল রাখবেন। যেন মেটা ট্যাগ রিলেটেড হয়
  • লিংকঃ আপনার টিউনের ভিতরে ইন্টারনাল লিংক তৈরি করুন। একটি টিউন এর ভিতরে অন্য টিউনের লিংক অ্যাড করে দিন। এতে আপনার ব্লগ রেংক করাতে সহজ হবে। ইন্টারনাল লিংক যত ভাল সাইট এর রেংক ও তত ভাল।
  • বোল্ট/ ইটালিকঃ আপনার মেইন কিওয়ার্ড বোল্ট/ ইটালিক করে দিন যাতে গুগল রোবট সহজে আপনার টিউন খুঁজে পায়।
  • সাইটম্যাপঃ আপনার ব্লগ কে রেংক করাতে google webmaster tools এ অ্যাড করুন। অ্যাড করার আগে অবশ্যই আপক্নার ব্লগে ৫ টি টিউন করে রাখবেন।

সোসাল মিডিয়াঃ আজকাল সোসাল মিডিয়াতে ভীর জমাচ্ছে বিশ্বের অদিকাংশ মানুষ। তাই ভাল ভিসিটর এর জন্য আপনার টিউন গুলা সোসাল মিডিয়াতে শেয়ার করুন।

প্রিয় ভিউয়ার্স আমার ক্ষুদে ব্লগটি গুরে আসার জন্য দাওয়াত রইল।

 

http://www.DiptoTune.Com

Level 2

আমি আহমেদ কাশেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক বলেছেন।
তবে একটু কিওয়ার্ড সিলেক্ট ও রিসার্চ নিয়েও কথা বললে ভাল হত ভাই।

ইনশাআল্লাহ আরেকটি টিউনে লিখার চেষ্টা করব।