অমর ২১শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণ করে আজকের টিউনটি শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। এই টিউনে আমি তুলে ধরব SEO ভুয়া ও প্রতারনা। আপনি কষ্ট করে সাইট বানালেন, কেন ভুয়া seo করবেন? এতে আপনার সাইতের লাভ না বরং লস হয়। চলুন শুরু করি আজকের টিউনটি।
লিঙ্ক বিল্ডিং এস ই ওর গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম যার মাধ্যমে ওয়েব সাইট এর ভিজিটর বৃদ্ধির পাশাপাশি গুগল এ এর রাঙ্ক বৃদ্ধিতেও কাজ করা যায়।
তবে আপনি নিশ্চয়ই চাইবেন আপনার সাইট নতুন জায়গা সাবমিট করতে। কিন্তু এসব ভুয়া seo tools গুলি যেখানে সাবমিট করা আছে সেই লিঙ্ক দেখিয়ে বলে যে তারা লিঙ্ক বিল্ডিং করেছে। বুঝলেন না? আচ্ছা ভালো করে বুঝার জন্য আমার ভিডিওটি দেখুনঃ https://youtu.be/geRzXLnHjLk
আমি কাজী শামীম শাহারিয়ার ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 121 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।