গুগল র‌্যাংকিংয়ে শীর্ষে থাকার বেশ কিছু টিপস

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
আপনি কী আপনার ব্লগপোস্টের কম ভিউস এবং কম ফিডব্যাক থেকে হতাশ? আপনি যতই চেষ্টা করছেন, কঠোর শ্রম দিচ্ছেন, তারপরেও আপনার ব্লগপোস্ট গুগলে র‌্যাংকিং পাচ্ছে না?
অনেক ব্যবসায়ীই এই সমস্যার মুখোমুখি হোন। এক্ষেত্রে মালিক কনটেন্ট তৈরিতে অনেক অর্থ ব্যয় করেন, কিন্তু শেষমেষ তারা কোনো ট্রাফিক না পেয়ে হতাশ হোন।
আমিও আপনাদের মতো ব্লগার/বিজনেস ওনার, এবং আমিও আমার ব্লগপোস্টে বেশি ট্রাফিক আনতে চাই। আর আমিও প্রথমে প্রথম অনেক স্ট্রাগল করেছি, কিন্তু সময় অতিক্রান্ত হবার সাথে সাথে দক্ষতা বাড়তে থাকে, এবং এক্ষেত্রে অনেকগুলো কৌশল আয়ত্তে আসে যেটা আপনার ব্লগকে ট্রাফিক সমৃদ্ধ করতে সাহায্য করবে।
এখন সেসব কার্যকরী টিপসগুলো নিয়ে আমরা এই আর্টিকেলে হাজির হলাম।

 
টিপস নং: ১. কীওয়ার্ড রিসার্চ

কীওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ, যেটা আপনার ট্রাফিকের দৃষ্টি আকর্ষণের জন্য দরকারী। যথাযথ বা বেসিক কীওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি আপনার মার্কেটের টার্গেট কীওয়ার্ড বের করতে পারবেন যেটার জন্য আপনি র‌্যাংকিং পেতে পারেন।
কীওয়ার্ড রিসার্চ টুল হিসেবে আপনি গুগল কীওয়ার্ড প্লানার,  কীওয়ার্ড টুল ডট আই ও, অথবা এসইও বুকস কীওয়ার্ড টুল ব্যবহার করতে পারেন, এবং এর মাধ্যমে আপনি কীওয়ার্ডের একটি লিস্ট বানাতে পারেন এবং সে ক্ষেত্রে আপিন লম্বা কীওয়ার্ড বাছাই করতে পারেন, যেটা আপনার ব্যবসার সাথে প্রাসঙ্গিক।
সাধারণত, আপনার টিউনের জন্য বিভিন্ন বৈচিত্রময় শব্দ বা পরিভাষার পরিবর্তে একটি মূল টপিক বাছাই করলে ভাল হয়। একটি বা দুটি কীওয়ার্ড বাছাই করে তাদেরকে বারবার ব্যবহার করার একটি ভালো অভ্যাস রয়েছে, যেটা খুবই কার্যকরী। কিন্তু অনেকসময় এটা আপনার র‌্যাংকিংকে আঘাত করতে পারে।
আপনি যখন কিছু সম্ভবনাময় পরিভাষা বাছাই করলেন, তখন গুগলে সেগুলোর সাথে সম্পৃক্ত কীওয়ার্ড গবেষণা করুন। এদের মধ্যে কেমন ধরনের প্রতিযোগিতা বিদ্যমান, তারা কী বড়, জনপ্রিয় সাইটে ব্যবহারের জন্য, নাকি তারা ছোট আকারের ব্লগপোস্টের জন্য। যাইহোক, যখনই সম্ভব হবে টেষ্টা করবেন সে কীওয়ার্ডগুলো বাছাই করতে যেগুলোর জন্য র‌্যাংকিং পাওয়ার সম্ভবনা রয়েছে।

টিপস নং: ২. অন পেইজ এসইও

অন পেইজ এসইওএর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে আপনার বাছাইকৃত কীওয়ার্ডকে আপনার টিউনের মাঝে কৌশলে ব্যবহার করা। ইউয়াস্ট এসইও, অল ইন ওয়ান এসইও প্লাগইন আপনাকে এক্ষেত্রে অনেকটা সহায়তা করবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হচ্ছে:
  • টাইটেল ট্যাগ
  • ইউআরএল
  • হেডার ট্যাগ
  • অল্ট্রা ইমেজ ট্যাক্সট এবং উপযুক্ত ক্যাপসন
  • এবং আপনার কনটেন্ট
আবারও নির্দিষ্ট কীওয়ার্ড টার্গেটের চেয়ে কোনো বিষয়কে বাছাই করলে ভালো হয়, কেননা গুগুল এখন টপিক ভিত্তিক পেইজের দিকে মনোযোগ দিচ্ছে। ফলে বিভিন্ন ধরনের শব্দ এবং প্রাসঙ্গিক পরিভাষা ব্যবহারের প্রয়োজন বাড়ছে।

টিপস নং: ৩. লিংক এবং শেয়ারের উপযুক্ত সম্ভবনাময় ফরম্যাট বাছাই করুন

গবেষণা দেখিয়েছে, বিশেষ ধরনের ব্লগপোস্ট ফরম্যাট অনেক লিংক এবং স্যোসাল মিডিয়াতে অনেক শেয়ার পায়। আর আমরা জানি যে, লিংকিং এবং শেয়ারিং র‌্যাংকিং বাড়ানোর ক্ষেত্রে অনেক দরকারী।
বাযসুমো এবং মোযের এক গবেষণাতে দেখা গেছে যে, ঐসব ব্লগপোস্ট যেগুলো কিনা কোনো বিষয়কে নিয়ে সিরিয়াসলি নিয়েছে, অনেক সমৃদ্ধ এবং তথ্য উপহার দিয়েছে, আর গভীর গবেষণা সমৃদ্ধ সেগুলো অনেক বেশি লিংক এবং শেয়ার পায়।
ব্লগপোস্টের ফরম্যাটের ক্ষেত্রে ‘কেন’, ‘কীভাবে করতে হবে’, ‘টপ টেন’, ‘টপ সেভেন’ এই জাতীয় ব্লগপোস্টগুলো বেশি পছন্দনীয়।

টিপস নং: ৪. শব্দের সংখ্যাসীমা

এক্ষেত্রে শব্দের নির্দিষ্ট কোনো সংখ্যামাত্রা নেই। তবে খুবই ছোট ব্লগপোস্টগুলো (৫০ শব্দের) র‌্যাংকিং পায় না। গবেষণা দেখাচ্ছে যে, টপ র‌্যাংকিং পাওয়া ১০টি ব্লগপোস্টগুলোতে গড়ে ১২৮৫ এর মতো শব্দ রয়েছে আর ১৫০০ এর কাছাকাছি সংখ্যার শব্দবিশিষ্ট পোস্টগুলো উপযুক্ত, কেননা এগুলো গভীর চিন্তা, গবেষণার ইঙ্গিত বহন করে থাকে।
আপনার কনটেন্টের গুণগতমানের দিকে লক্ষ্য করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে আপনি নিজেকেই জিজ্ঞাসা করতে পারেন, আপনার পোস্টটি কী আলোচ্য টপিকের সবটুকু কভার করেছে কিনা। গুগলের জন মুলার এটা নিশ্চিত করেছেন যে, আসলে নির্ষ্ট কোনো শব্দসীমা নেই বরং আপনার কনটেন্টের গুণগতমানই বিবেচ্য। তিনি লিখেছেন:
এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো শব্দ সংখ্যা নেই,  আর প্রতিদিন আপনাকে কতটি আর্টিকেল টিউন করতে হবে তারা কোনো নূন্যতম সংখ্যা নেই,  আর আপনার ওয়েবসাইটে সর্বনিম্ন কতটি পেইজ থাকতে হবে তার কোনো গতবাধা সংখা নেই। অধিকাংশ ক্ষেত্রেই পরিমাণেল চেয়ে কোয়ালিটিই গুরুত্বপূর্ণ। আমাদের এলগরিদম ঐসমস্ত পেইজগুলোকে খুঁজে বের করার চেষ্টা করে যেগুলো উন্নত মানের,  সমৃদ্ধ এবং ইউজারদের নিকট আগ্রহ উদ্রেককারী। আপনার ওয়েবসাইটকে আজেবাজে কনটেন্ট দিয়ে বোঝাই করবেন না,  বরং চেষ্টা করুন যাতে আপনার লেখাগুলো শ্রেষ্ঠ হয়।

টিপস নং: ৫. স্যোসাল মিডিয়াতে প্রচার করুন

দুঃখজনক হলেও, গবেষণা বলছে, অধিকাংশ পোস্টই অনলাইনে তেমন আকর্ষণ পায় না। এর অন্যতম কারণ হচ্ছে, অধিকাংশ বিজনেস ওনারদের হয়তো তাদের ব্লপোস্টগুলোকে প্রচার প্রসার এবং ডিস্ট্রিবউশনের তেমন পরিকল্পনাই গ্রহণ করেন না।
এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে, যখনই আপনি আপনার পোস্টটি প্রকাশ করবেন সেটাকে স্যোসাল মিডিয়াতে শেয়ার করবেন। ধরে নেয়া যাক আপনার স্যোসাল মিডয়াতে অনেক ফলোয়ার এবং ক্লায়েন্ট, শ্রোতা রয়েছে, তবে আপনি আপনার পোস্টগুলো সেখানে শেয়ার করুন। আর যদি আপনার শ্রোতা বা ফলোয়ার না থাকে, তবে এক্ষেত্রে আপনি কিছুটা অর্থ ব্যয় করতে পানে বিজ্ঞাপণে।
ফেসবুক গ্রুপ, বিভিন্ন অনলাইন ফোরাম, লিংকডইন গ্রুপ ইত্যাতিতে আপনি আপনার প্রচারণা চালাতে পারেন।

টিপস নং: ৬. আপনার ব্লগপোস্টে লিংক বিল্ড করুন

আপনার ব্লগপোস্টের জন্য গুগলে র‌্যাংকিং পাবার জন্য আরেকটি শেষ কাজ হচ্ছে, আপনি আপনার টিউনে লিংক বিল্ড করুন। অনেক বিজনেস ওনাররা তাদের হোমপেজে এবং উচ্চমাসের পেইজে লিংক লাভ করতে সময় ব্যয় করেন, কিন্তু নির্দিষ্ট পেস্টের পেইজগুলোতে লিংক বিল্ড করতে ভুলে যান।
আপনি যদি লিংক উপযুক্ত কনটেন্ট তৈরি করেন, তবে অন্যান্য ব্লগার এবং জার্নালিস্টদের থেকে স্বাভাবিকভাবেই লিংক পাওয়ার ভালো সম্ভাবনা থাকে।
লিংক বিল্ড করার কিছু ভালো ধাপ হচ্ছে:
  • আপনার ব্লগপোস্টকে আপনার নিজের ওয়েবসোইটের অন্যান্য টিউনের সাথে আভ্যন্তরীন লিংক বিল্ড ইন করুন।
  • আপনার টিউনের সাথে অন্যান্য সাইটের লিংক তৈরি করুন।
  • আপনার টিউনের বিষয়ের সাথে সম্পৃক্ত স্পেশালিস্ট ব্লগার এবং জার্নালিস্টদেরকে আপনার টিউন সম্পর্কে অবগত করান, কেননা রিসার্চভিত্তিক পোস্টগুলো এইক্ষেত্রে বেশি ভালো কাজ করে।

 

আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুনঃ https://roopokar.com/

আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস সম্পর্কে জানতে ঃ https://www.roopokar.com/services/software-development-company-in-bangladesh/

HR সফটওয়্যার সম্পর্কে জানতে ঃ https://www.roopokar.com/services/hr-software-solution/

আমাদের ওয়েবসাইট ডিজাইন সার্ভিস সম্পর্কে জানতে ঃ https://www.roopokar.com/services/best-web-design-company-in-bangladesh/

আমাদের ইআরপি সিস্টেম সম্পর্কে জানতে ঃ https://www.roopokar.com/services/erp-systems-solution-software-development-in-bangladesh/

আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে ঃ https://www.roopokar.com/services/digital-marketing-agency-in-bangladesh/

আমাদের এসইও সার্ভিস সম্পর্কে জানতে ঃ https://www.roopokar.com/services/search-engine-optimization-seo-company-in-bangladesh/

Level 0

আমি আহমেদ মুরাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস