আপনার ওয়েব সাইটটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েব সাইট বানাতে যা প্রয়োজন, তা হলঃ
১. URL: আপনার ওয়েবসাইটের URL এবং Domain টি keyword related হতে হবে।
২. Title: টাইটেল টি keyword related এবং মেটা টাইটেল ১০ থেকে ৭০ ক্যারেক্টার এর মধ্যে হতে হবে।
৩. Description: Description এর মধ্যে আপনার targeted keyword থাকতে হবে। Description টি keyword related এবং মেটা টাইটেল ৭০ থেকে ১৬০ ক্যারেক্টার এর মধ্যে হতে হবে।
৪. Heading: আপনার ওয়েবসাইট এর কন্টেন্ট এমনভাবে লিখুন যেন H1 থেকে H6 পর্যন্ত সকল heading এ আপনার কী ওয়ার্ড থাকে।
৫. ইমেজ ব্যবহারের ক্ষেত্রে Alt ট্যাগ ব্যবহার করতে হবে।
৬. Keyword Density: Keyword Density ২% থেকে ৪% এর মধ্যে হতে হবে।
৭. অনন্য বিষয় সমূহঃ Robots. Txt, XML Sitemap, Google Analytics, Inbound Link, out bound Link ইত্যাদি ব্যবহার করতে হবে।
For More: NU AC BD, BD RESULTS TODAY
আমি মোঃ মারুফুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।