আশুন কি ওয়ার্ড সম্পর্কে কিছু কথা জেনে নেই এটি কি আর এর গুরুত্ব ও প্রয়োজনিয়তা সাথে কি ওয়ার্ড রিচার্য কিভাবে কোরবেন বিস্তারিত

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

হায় বন্ধুরা সবাই ক্যামন আছেন আশা করি ভালো আছেন।

চলুন শুরু করে দেই আমাদের আজকের মুল কাজ।

আমাদের আজকের মুল কাজটি অনেকেই টাইটেল দেখে

হয়তো বুঝেছেন।

তবে আজকে আমি এই কি ওয়ার্ড রিসার্চ এর সম্পুর্ন টা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার নিজের মত করে সহজ ভাবে আপনাদের বুঝানোর চেস্টা করছি।

হ্যা আমি অল্প কথার ভিতরে আপনাদের বুঝানোর চেস্টা

কোরবো।

কারন আমি কি ওয়ার্ড গুলো কোথা থেকে বাছাই কোরবেন

নিজের অভিজ্ঞতায় না হলে এইটা আমি দেখাবো।

আর সম্পুর্ন টি বুঝার জন্য অবশ্যই অবশ্যই সম্পুর্ন

টিউটোরিয়াল টি পড়বেন।

তো চলুন প্রথমে জানি কি ওয়ার্ড টি মুলত কিঃ

এক কথায় বলা যায় নির্দিষ্ট কোনো টিউন সা সমস্যার সমাধান বা কোনো বিষয়ের উপর টিউটোরিয়াল খোঁজার

কাজে আমরা ছোট্ট আকারে টাইটেলের মত একটা সার্চ ওয়ার্ড ব্যবহার করে কোনো টিউটোরিয়াল সার্চ করি সেটিকেই মুলতো কি ওয়ার্ড বলা হয়।

প্রথমেই বলে নিবো আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্লগে

লেখালেখি করি তারা সবাই মোতামুটি জানি যে কি ওয়ার্ড টি কি আর ক্যানো দরকার হয়।

আশাকরি।

ট্যাগ টা আমরা এই জন্যেই ব্যবহার করি কারন গুগলে অই ট্যাগের উপর ভিত্তি করেই একটি টিউন টপে আসে বা গুগলে শো করে।

তবে আমরা ওয়ার্ডপ্রেস ব্লগ গুলো সবাই ই মোটামুটি

ইয়োস্ট প্লাগিন দিয়েই করে থাকি আর তাদের সবার উচিৎ

ট্যাগ গুলো যাতে গুগলে সাবমিট হয় তাই ট্যাগ ইনডেস্ক

অন করে রাখা।

কি ওয়ার্ড রিচার্য কেনো করা দরকার ও এর প্রয়োজনিয়তা

আসলে আমরা যখন কোনো কিছু গুগলে সার্চ কোরতে

যাই তখন কিন্তু আমরা জানিনা যে আমরা যা খুজতেছি

সেইটা কি টাইটেলে কোথাও বা কোনো ব্লগে টিউন করা

আছে কিনা বা আদৌ কোথাও করা হয়েছে কিনা আর

তখন কিন্তু আমরা একটা আনুমানিক নাম দিয়ে সার্চ করি।

আর আমরা যে আনুমানিক একটা ছোট্ট টাইটেলের মত করে লিখে সার্চ করি ওটাই হোলো কি ওয়ার্ড এবার চলুন

মুল কথায় আশা যাক কি ওয়ার্ড টা রিসার্চ করা এই জন্যই দরকার যে আপনি যখন কোনো একটা টিউটোরিয়াল

আপনার ব্লগে লিখলেন তখন কিন্তু সারা দেশবাসীর পক্ষে জানা সম্ভব না বা অনেকেই জানবে না আপনার

টিউটোরিয়াল এর পুরো টাইটেল টা তাই এক্ষেত্রে আপনার করনিয় কি।

আপনি এই জন্যই মুলোতো কি ওয়ার্ড রিসার্চ কোরবেন আপনার টিউটোরিয়াল এর টাইটেল সম্পর্কে ২০-৫০ টি কি ওয়ার্ড ব্যবহার করুন আর এক্ষেত্রে খেয়াল রাখবেন কি ওয়ার্ড গুলো যেনো আপনার টিউন প্লাস টাইটেল সম্পর্কে হয়।

আর কেউ গুগলে আপনার অই টিউটোরিয়াল সম্পর্কে যদি কারো দেয়া কি ওয়ার্ড মিলে যায় তো বুঝবেন ব্যাস আপনার সাইট টিও টপে চলে আসবে।

তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার টিউন টি যদি অ্যান্ড্রয়েড অ্যাপস সম্পর্কে হয় তাহলে চেস্টা কোরবেন অই সম্পর্কেই ট্যাগ গুলো ব্যবহার করার জন্যে।

এবার চলুন দেখা যাক এর কিছু গুরুত্ব সম্পর্কেঃ

উপরিউক্ত আলোচনা সম্পর্কে আশা করি মোটামুটি কিছুটা ধারনা আপনি পেয়েছেন এখন এর গুরুত্ব সম্পর্কে আর কি বোলবো আশলে ব্লগারে টিউন করে যারা তাদের কি ওয়ার্ড সম্পর্কে খুব বেশি ঘাটাঘাটি না কোরলেও চলে কিন্তু ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটে যারা ব্লগিং করে তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি।

আর একটি টিউন গুগলে টপে আনা প্লাস খুব সহজে খুঁজে পাওয়ার জন্য কি ওয়ার্ড এর গুরুত্ব বলে লিখে শেস করা যাবেনা আমি মনে করি।

সাপোস আপনি যখন একটি টিউন লিখবেন টাইটেল টা কিন্তু অনেক বড় হয় আর অত বড় টাইটেল লিখে কেউ কিন্তু কোনো কিছুই সার্চ করেনা তাই ছোট ছোট কি ওয়ার্ড দিলে অই কি ওয়ার্ড টি সার্চ এর সংগে মিলে গেলেই আপনার টাইটেলের টিউন টি শো করবে।

এবার চলুন কি ওয়ার্ড রিসার্য যারা নিজে থেকে পারেন না বা খুব বেশি ভালো পারেন না তারা মোটামুটি একটা ধারনা নিন গা হুবহু গুগল মামুর থেকেই নিয়ে নিন।

তো চলুন শুরু করা যাক।

কি ওয়ার্ড রিসার্চ ঃ

প্রথমে আপনি নিচের দেয়া  লিংকে যান।

ছবি  সহো পুরো টিউন টি পড়ার জন্য এখানে ক্লিক করুনঃ-সম্পুর্ন টিউন টি পড়ুন।

Level 0

আমি মেহেদী হাসান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস