ওয়েবসাইটের প্রান হচ্ছে ভিজিটর। একটি সাইটকে যত সুন্দর ও আকর্ষণীয় করে তৈরি করা হোকনা কেন যদি ভিজিটর না আসে তাহলে সব পরিশ্রমই ব্যর্থতায় পর্যবসিত হয়। তাইতো একটি ওয়েবসাইট তৈরি করার পরই ভিজিটর বাড়ানোর জন্য আমরা উঠে পরে লেগে যাই।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা শর্টকাটে লক্ষ্য অর্জনের জন্য নিজেদের অজান্তেই ১৩ টি ব্লাক হ্যাট এসইও টেকনিক প্রয়োগ করে থাকি যা ভিজিটর আনার পরিবর্তে আমাদের সাইটকে গুগলের ব্লাক লিস্ট তালিকায় নিয়ে যায়।
তাই আমাদেরকে শর্টকাট রাস্তা পরিহার করতে হবে। ধর্য্য সহকারে পরিকল্পনামাফিক কিছু কাজ করলে ওয়েবসাইটে নিজ থেকেই অরগানিক ট্রাফিক চলে আসবে।
আমি আজকে এই টিউনের মাধ্যমে কয়েকটি ফ্রি ট্রাফিক টুলের কথা তুলে ধরবো যা কিনা আপনার অনলাইন বিজনেস কে ছড়িয়ে দিতে কার্যকরী ভূমিকা রাখবে।
বলে রাখা ভালো আমরা অনেকেই ট্রাফিক টুল ব্যবহার করা নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগি। কিন্তু এই টিউনটিতে ধারাবাহিকভাবে এমন কিছু ট্রাফিক টুলের কথা বর্ণনা করা হয়েছে, যেগুলো আপনার ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে।
আমরা মোটামুটি সবাই প্রমোশন শব্দটির সাথে পরিচিত। গ্রামীনফোন প্রমোশনাল অফার কিংবা ব্রান্ড প্রমোশন এভাবে আমরা সচারচর শুনে থাকি।
কিন্তু আর্টিকেল প্রমোশন শব্দদুটি হয়ত একটু নতুন শোনাচ্ছে, তাই না?
আমাদের একটি কথা মনে রাখতে হবে ২০১৫ সালে মার্কেটিং যেভাবে ছিল আজকে ২০১৮ তে কিন্তু সেভাবে নেই। প্রতিনিয়ত মার্কেটিঙের নতুন নতুন উপায় বের হচ্ছে। ভিজিটর বাড়াতে হলে আপনাকে নিজেকে একজন সৃজনশীল মার্কেটার এবং ওয়েবসাইটটিকে একটি পণ্য মনে করতে হবে।
আপনি নিশ্চয়ই কম বেশি সিনেমা দেখেন। আর যদি দেখে নাও থাকেন পেপার পত্রিকার কল্যাণে অল্প বিস্তর সিনেমা পারার খবরাখবর আপনার চোখে পরে। এইতো কিছুদিন আগে দক্ষিন ভারতীয় সিনেমা 'বাহুবলি-২' নিয়ে বিশ্ব বিনোদন মিডিয়া একরকম মোহগ্রস্ত হয়েছিল। আজকে সিনেমার হিরো দিল্লিতে প্রমোশন চালাচ্ছে তো কালকে নায়িকা মুম্বাইতে সিনেমার প্রমোশনের জন্য ঘুরে বেরাচ্ছে।
এই যে ঘুরে ঘুরে মানুষের কাছে সিনেমাটির মেসেজ পৌঁছে দিচ্ছে এটাই প্রমোশন। আপনাকেও মানুষের কানের কাছে পৌঁছে দিতে হবে যে আমার একটি ওয়েবসাইট আছে। আমার একটি 'সেই লেভেলের' ওয়েবসাইট আছে। এখানে আপনি এই পাবেন সেই পাবেন ব্লা ব্লা.। কারন প্রচারেই প্রসার।
নায়ক নায়িকাতো মানুষের সামনে গিয়ে প্রচার করছেন, আপনি কিভাবে করবেন?
এটাইতো আসল টেকনিক। একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে অনলাইন মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনার লেখাকে বিভিন্ন ওয়েবসাইটে, ব্লগে প্রমোশন করতে হবে। পাঠককে জানাতে হবে খুব শীঘ্রই আপনার একটা ধামাকা লেখা বের হচ্ছে।
একটি ২-৩ ঘণ্টার সিনেমা যেমন ২-৩ মিনিটের ট্রেলারের মাধ্যমে দেখিয়ে মানুষের মনে আকর্ষণ সৃষ্টি করা হয়, আপনাকেও তেমনি আপনার সম্পূর্ণ আর্টিকেলটির একটি ট্রেইলার ভার্সন তৈরি করতে হবে। যা দেখে মানুষ আপনার পুরো আর্টিকেলটি পরার আগ্রহ পাবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে প্রমোশন করতে হবে। এই বিষয়ে আমার ব্লগে আরো চমকপ্রদ কিছু তথ্য দেয়া হয়েছে। পরে দেখার অনূরোধ থাকলো।
মনে রাখতে হবে, যত বেশি প্রচার ততবেশি ভিজিটর পাবার সম্ভাবনা বেরে যাবে।
আজকের পর্বে আমি আপনাদের আর্টিকেল প্রমোশন করে কিভাবে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো যায় সেই বিষয়ে কথা বলেছি, একটা সুস্পষ্ট ধারনা দেবার চেষ্টা করেছি। আপনাদের যদি কোন বিষয়ে আরো বিস্তারিত জানার থাকে নিচের টিউমেন্ট বক্সে টিউমেন্ট করে আমাকে জানান। ইনশাল্লাহ আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করবো।
আমি খাইরুল আবেদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
খাইরুল আবেদিন, একজন ফ্রিল্যান্স SEO expert, যে তার জ্ঞান, আইডিয়া ও অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে ভালোবাসে। সে তার নিজের ব্লগ TutorOfTech ছাড়াও Quora, Warrior Forum, Techmasterblog, Anytechtune, Bigganprojukti সহ আরও সব জনপ্রিয় বাংলা ব্লগে ক্যরিয়ার ও প্রযুক্তি বিষয়ে নিয়মিত লেখালেখি করে থাকেন।