সঠিক ডোমেইন নাম নির্বাচনের কৌশল

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

ডোমেইন নাম নির্বাচনে বেশ কিছু বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হয়। এই টিউন শুধুমাত্র নতুনদের জন্য, যারা ডোমেইন সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। যাদের এই সম্পর্কে ভাল ধারনা আছে, তারা কমেন্টস-এ আরও নতুন কিছু যুক্ত করতে পারেন।

অবশ্যই এবং অবশ্যই ডট কম ডোমেইন

ব্যবসা বা যেকোনো বাণিজ্যিক বিবেচনায় ডট কম ডোমেইন নামের কোন বিকল্প নেই। তবে আপনার যদি ওই নির্দিষ্ট নামটিই প্রয়োজন হয় এবং ডট কম'এ ওই নাম না থাকে, সেক্ষেত্রে অন্য এক্সটেনশন বিবেচনায় নিতে পারেন।

নামটি ছোট রাখার চেষ্টা করতে হবে

ছোট নাম সহজে মনে থাকে এবং বানানেও ভুল হবার সম্ভাবনা কম থাকে।

নামটি যেন সহজে মনে থাকে এবং আকর্ষণীয় মনে হয়

ব্র্যান্ডিং চিন্তা করলে এই বিষয়টিকে অত্তান্ত গুরুত্ত দিতে হবে।

বাংলা শব্দ ব্যবহার করতে পারেন

এখন, বাংলা নামগুলো দ্রুত জনপ্রিয় হচ্ছে। যেমন- বিক্রয় ডট কম।

সংখ্যা বা হাইফেন ব্যবহার করা যাবে না

সংখ্যা বা হাইফেনের কারনে অনেকেই আপনার নামটি ঠিকমতো বুঝতে পারবে না বা লেখার সময় হাইফেন ব্যবহার করতে ভুলে যাবে।

নামের মধ্যে কিওয়ার্ড রাখার চেষ্টা করুন

নামের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করলে, নাম দেখেই আপনার ব্যবসা সম্পর্কে একটা ধারনা তৈরি হবে।

আইনগত বিষয়

ভবিষ্যতে যেন কোন আইনগত ঝামেলায় পরতে না হয়, তাই অন্যের ট্রেডমার্ক বা কপিরাইট করা অথবা অন্য কেউ একই নামে ব্যবসা করলে, সেই নাম না নেয়াই ভাল।

সঠিক ডোমেইন নাম নির্বাচন অত্তান্ত জটিল একটি কাজ, তাই সকল বিষয় সাবধানতার সাথে বিবেচনা করে নাম নির্বাচন করতে হবে। নাম নির্বাচনের পরে, নামটি বন্ধু-বান্ধব এবং পরিচিতজনদের সাথে শেয়ার করতে পারেন। এতে আপনার নামটি কতটা আকর্ষণীয় এবং অর্থবোধক হল, সেই সম্পর্কে ধারনা পাবেন।

সবশেষে আমার ব্যক্তিগত পরামর্শ হল, আপনি যদি ব্র্যান্ডিং চিন্তা করেন তাহলে গুরুত্বপূর্ণ ডোমেইন-এক্সটেনশন গুলো কিনে রাখতে পারেন, এতে আপনার প্রতিদ্বন্দ্বীরা একই ধরনের বা একই নামে ওয়েবসাইট করার সুযোগ পাবে না। আর ডোমেইন পছন্দ হলে কিনতে খুব বেশি সময় নেয়া ঠিক নয়, এতে ডোমেইনটি হারানোর ঝুঁকি থাকে। ভাল ডোমেইন পাওয়া এই সময়ে অনেক কঠিন কাজ আবার একবার ডোমেইনটি আপনার হাতছাড়া হয়ে গেলে তা পাওয়া আরও কঠিন। আর সবশেষে, অবশ্যই ডোমেইনের কন্ট্রোল প্যানেল যেন আপনার কন্ত্রলে থাকে।

কষ্ট করে লেখাটি পরার জন্য ধন্যবাদ।

Level 0

আমি রাহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস