এবার ইউটিবাররা নিয়ে আসুন লাখো ভিজিটর -প্রফেশনাল ইউটিউবারদের সিক্রেট 100% কাজ করবেই।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। বতমান হচ্ছে ডিজিটালর সময়। এই ডিজিটাল সময়ে ডিজিটাল মানুষ হয়ে ডিজিটাল ভাবে অনলাইনে আর্নিং করছে। সেই ডিজিটাল কেটাগরির মধ্যে সবথেকে সহজ  একটি আর্ণিং হচ্ছে। ইউটিউব থেকে আর্নিং।

young 70% ছেলে মেয়েদের দেখা যাচ্ছে ইউটিউবের আর্নিং জগৎতে আসচ্ছে। ইউটিউবে এখন প্রচুর কম্পিটিটর। ভিডিও রেংঙ্ক করানোই অসম্ভব হয়ে পড়েছে।

 

ভিডিও ছাড়বেন + এডসেন্স এড দিবে + মানুষ এড দেখবে + ইনকাম হবে। যদি আপনার েচ্যানেলে ভিজিটরই না আসে। তাহলে ইনকামটা আসবে কোথা থেকে।
ভাইয়া একটা কথা বলি ইনকাম এত সহজ বিষয় না।

সবাই বলে মানসম্মত ভিডিও বানান+ আবার কেউ বলে ভালো করে এসইও করেন + আবার কেউ বলে বেশি বেশি শেয়ার করেন + আবার কেউ বলে পিং করেন।
অনেকে আছে বেশি বেশি শেয়ার করতে গিয়ে সেটা স্পামিংএর মধ্যে ফেলে দিচ্ছে। এবশেষে আইডি ব্লক।

উপরের যা কিছু বলেছি। সবকিছুই দরকারী। ভালো ভিডিও + এসও+ পিং+ শেয়ার। কিন্তু এর মধ্যে একটি দরকারী বিষয় হচ্ছে। ভিডিও বুস্টিং।

গুগল এডওয়্যার্ড কে তো সবাই চিনেন। ওয়ার্ল্ডের সবথেকে বড় পিপিসি সাইট। যার মধ্যে এডভারটাইজেরা টার্গেটেড ভিজিটর নিয়ে এসে। হাজার হাজার ডলার ইনকাম করছে।

ইউটিউব ভিডিওকে বুস্ট করে। লক্ষ লক্ষ ভিজিটার নিয়ে এসে। ভিডিওকে ট্রেন্ডিং  এ নিয়ে আসছে।

গুগল এডওয়্যার্ড এমনি গুরুত্বপূর্ণ। যেটা ছাড়া আপনার ভিজিটর পেতে এবং ভিডিও ট্রেন্ড করতে প্রচুন সময় লাগবে। আর গুগলট্রেন্ডে আনতে আনতে সেই ভিডিওর প্রয়োজনীয়তাই কমে যাবে।

আপনি যাই করেন না  কেন। হাজারো টিউটরিয়াল পাবেন। সবাই সেইম কথাই বলবে। কিন্তু বুস্টের ব্যপারটা কেউ বলবে না। কারণ তারাও যানে টাকা দিয়ে বুস্টের কথা বললে। ভিজিটর সাব্সক্রাব না করেই পালাবে।

 

সব সিক্রেটের একটাই সিক্রেট বুস্টিং ঃ

আমি আপনাদের সাথে এমন কয়েকটি ভিডিও শেয়ার যার মাধ্যমে যেখানে সবাই ডলার দিয়ে বুস্ট করে সেখানে আপনি আনলিমিটে ফ্রি বুস্ট করাতে পারবেন। সেটাও ডলার ছাড়া।

ভিডিও গুলো পেতে এখানে ক্লিক করুন

Level 1

আমি মো শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস