বিসমিল্লাহির রহমানির রাহিম
আজ আপনাদের সামনে নতুন একটা টিউন লিখতে বসলাম।
এটাই আমার প্রথম টিউন আসা করি সবার কাজে দিবে
কি নিজের চ্যালেন নিজে সার্চ করলে খুজে পাননা।
মনে হয় কনো সমস্যা আছে এটা কোনো সমস্যা না
শুধু চ্যানেলটাকে এসিও করতে হবে
তাহলে আপনি আপনার চ্যানেল টিকে খুজে পাবেন।
এসিও মানে আপনার চ্যানেল টিকে যে কেউ সার্চ করলে সাথে সাথে দেখানো।
আপনি শুধু ১ মিনিটে এটা ঠিক করতে পারবেন।
কোনো প্রকার জামেলা ছাড়া
চলুন তাহলে শুরু করারা যাক।
হ্যা তাহলে ১ম এ নিচের দেওয়া ভিডিও থেকে দেখে নিন কিভাবে করবেন
মন যোগ দিয়ে দেখবেন তাহলে ১০০% কাজ হবে
যদি ভালো লাগে তাহলে একাটা subscribe দিবেন আমার চ্যানেল টাকে।
কোনো সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন
ধন্যাবাদ টিউনটি দেখার জন্য
আমি → মোঃ রায়হান খন্দকার
নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং যানাতে ভালোবাসি
কোনো ভুল হলে খমা করবেন মানুষ মাএ ভুল
আমি ফেসবুকে
http://m.facebook.com/youtuber.rayhan
আসুন নিজে জানি অন্যাকে জানাই এভাবে দুর হবে এ দেশের দারিদ্রতা
আমি মোঃ রায়হান খন্দকার খন্দকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।