Hello Views,
সবাই কেমন আছেন ? আমি সজিব আহমেদ্।আমি আজ নতুন Youtuber দের জন্য একটি টিউন করছি। ইউটিউব চ্যানেল এসইও হয় তো আপনি মনে মনে ভাবছেন এতো দিন শুনলাম ইউটিউব ভিডিও এসইও।শুধু মাত্র ইউটিউব ভিডিও এসইও করলেই হয় না। ইউটিউব চ্যানেল এসইও করতে হয়।
তো আমরা ধাপে ধাপে শিখেনেই ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করতে হয়।
আমাকে প্রথমে জানতে হবে যে Youtube কি? What is Youtube? ইউটিউব হচ্ছে এক ধরনের ভিডিও নের্টয়াকিং।যার মাধ্যে প্রতিদিন নানা রকম মানুষ নানা ধরনের ট্রপিক্স লিখে র্সাচ করে থাকে।এবং নানা ধরনের মানুষ নানা ধরনের ভিডিও আপলোড করে থাকে।
আমাদের ইউটিউব চ্যানেল কেন র্সাচ দিলে কেন খুজে পাই না
ইউটিউব ভিডিও আপলোডের জন্য অব্যশই চ্যানেল খুলতে হয়।আমরা যখন ইউটিউব এ চ্যানেল খুলি তখন আমাদের চ্যানেলের নামটি লিখে র্সাচ দিলে আমাদের চ্যানেলটি পাইনা।
এর কারণ ২টি। যথা :
১। আমি যে নামে চ্যানেলটি খুলেছি। সেই নামে অনেক আগে থেকেই অনেক লোক চ্যানেল খুলে বসে আছেন।
২।আমার চ্যানেলে ভালোমানের কিওয়াড ব্যবহার করিনি।
আপনি চাইলে http://www.Youtube/Esho Shikhi আর http://www.Youtube/PranK MasteR উদাহরণ হিসাবে দেখতে পারেন।
Logo হচ্ছে আর
চলুন এখন আমরা ইউটিউব চ্যানেল এস ই ও শিখি
এখন আপনি আপনার চ্যানেলে আসার পর ভিডিও ম্যানেজারে ক্লিক করুন।
তার পর চ্যানেলে নামের আইকোনটি তে ক্লিক কুরন।
এডভান্স এ ক্লিক করুন।
তো এই জায়গায় লেখা আছে চ্যানেল কিওয়াড। এখানে আপনাকে, আপনার চ্যানেলটি কোন ক্যাটাগোরির সেই রিলেটেড কিওয়াড ব্যবহার করুন।
আরও জানতে এখানে ক্লিক করুন
নিচের ভিডিওটি দেখুন।
পরের টিউনের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।
আমি সজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।