আসসালামুয়ালাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি শেয়ার করতে যাব সিম্পল একটি টিপস কিন্তু মুল্যবান।
যারা এস ই ও এর সাথে জড়িত তারা এতক্ষনে টাইটেল দেখে বুঝে গেছেন ওয়েব ২,০ ব্যাকলিংক্স কি এবং কেন এটা গুরুত্বপুর্ন।
Web 2.0 Backlinks কি ঃ
ওয়েব ২.০ ব্যাক্লিঙ্কস হচ্ছে একটা অফ পেজ এস ই ও টেকনিক যার মাধ্যমে ফ্রি ওয়েব ২ প্লাটফর্ম থেকে সহজেই কোয়ালিটি ব্যাক্লিঙ্ক তৈরি করা যায়।
নিচে কিছু ওয়েব ২ এর লিস্ট দেয়া হল ঃঃ
আরো অনেক।
এই সব সাইট এ হাই ডি এ বিদ্যমান যার ফলে আপনি অনায়েসে পেয়ে যাবেন কোয়ালিটি ব্যাক্লিঙ্কস। (DA হচ্ছে moz.com এর একটা ম্যাট্রিক্স, DA means Domain Authority.এটি সাধারনত ডোমেইন এর ভ্যালু সম্পর্কে আইডিয়া দেই)
যারা জানেন না ব্যাক্লিঙ্ক কি বা এটি কেনই বা দরকার, এটি কি খাই না মাথায় দেয়। 😛 😛
ব্যাক্লিংক এর গুরুত্ব সম্পর্কে না জানলে তো আর ব্যাক্লিঙ্ক করে লাভ নেই তাই না।
ব্যাক্লিঙ্ক এর গুরুত্ব
ব্যাক্লিঙ্ক এর গুরুত্ব হচ্ছে সাইট কে র্যাঙ্ক করতে সহযোগিতা করা। আর ব্যাক্লিঙ্ক হচ্ছে অন্য সাইট থেকে আপনার সাইট কে লিঙ্ক করা বা রেফার করা এবং সেটা হতে হবে ক্লিকেবল। গুগল র্যাংকিং ফেক্টর এর মধ্যে ব্যাক্লিঙ্ক হচ্ছে একটি গুরুত্বপুর্ন ফেক্টর।ব্যাক্লিংক আপনার সাইটের র্যাঙ্কিং বৃদ্ধি করতে খুব সাহায্য করবে।তবে এর মানে এই নয় যে আপনি হাগার হাগার ব্যাক্লিঙ্ক তৈরি করবেন আর ঘুমানোর আগে চিন্তা করবেন ইশ যদি সাইট টা র্যাংক হয়ে যেত।
নাহ ভাই ভুল ভাবছেন আপনি, আপনাকে ক্রিয়েট করতে হবে কোয়ালিটি ব্যাক্লিংক। এবার প্রশ্ন আসবে কোয়ালিটি ব্যাক্লিংক কি? হুম সেটাও বলবো।
কোয়ালিটি ব্যাক্লিংক ঃ
কোয়ালিটি ব্যাক্লিংক হচ্ছে আপনার নিশ রিলেটেড অথোরিটি সাইট থেকে রিলেবেন্ট ব্যাক্লিংক। তার মানে আপনার যদি নিশ হয় ক্লিনিং আর আপনি একটি ক্লিনিং ব্লগ থেকে আপনার সাইট এর জন্য ব্যাক্লিংক নেন তখন সেটি হবে একটি কোয়ালিটি ব্যাক্লিংক। ব্যাক্লিংক এর কোয়ালিটি বুঝতে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেটি নিয়ে হয়তো আরেক সময় টিউন করবো।
আশা করি নতুনদের জন্য ব্যাক্লিংক এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।
ওয়েব ২ থেকে ব্যাক্লিংক নেয়া ঃ
ওয়েব ২ সাইট এর কিছু লিস্ট আমি উপরে দিয়েছি।এই পর্বে আমি দেখাবে wordpress দিয়ে একটি কোয়ালিটি ব্লগ তৈরি করে সেটা থেকে সাইট এর জন্য কোয়ালিটি ব্যাক্লিংক তৈরি করা যায়।
প্রথমে চলেন wordpress গিয়ে Registration করি।
Click here > WordPress.com
Follow below screenshots ::
Click on " Start with a Blog "
Choose a Theme from a here
আপনার ডোমেইন নামটি এখানে টাইপ করুন।exact match keyword ভুলেও টাইপ করবেন না।আপনার নিশ যদি হয় vacuum cleaner আপনি ডোমেইনটি নিতে পারেন Vacuuminguide2020.wordpress.com .
Start with free
Fill Up the form
Done... 😀 😀 😀
Congratulation আপনি সাক্সেসফুল ভাবে ব্যাসিক সাইট তৈরি করেছেন।
এখন কিছু এডভান্স টাস্ক আছে যেটা কম্পিলিট করলে আপনার সাইট টি কোয়ালিটি সাইট হিসেবে গন্য হবে।
টোটাল ৪ টা পেজ দিয়ে আপনার সাইট কে সাজাতে হবে।
Contact Us page এ কন্টাক্ট ফর্ম টা এড করে দিলেই হবে।
আর about us and privacy Policy copy paste হলে সমস্যা নাই। একটা প্রাইভেসি পলিসি স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি।
জাস্ট এখানে আপনার সাইট এর নাম টা এডিট করে দিবেন।
https://drive.google.com/file/d/0BwCmY3KgqcFkNURIWFhWNXN2bjQ/view
সাইট এর ম্যানু সেট আপ শেষ। এখন আপনাকে কন্টেন্ট দিতে হবে। রিয়েল ব্লগ এর মত আপনাকেও এখানে কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে। অবশ্যই হ্যান্ড রিটেন কন্টেন্ট পাবলিশ করবেন এবং সেই কন্টেনট এ ইউটিউব ভিডিও এবং ইমেজেস এড করবেন। এক কথায় কোয়ালিটিফুল একটা ব্লগ টিউন চাই যেটাকে গুগল লাভ করবে।
এই ধাপ গুলা বুঝানোর জন্য আমি ২ টা ভিডিও বানিয়েছি। নিচে দেখুন ঃ
পার্ট ১ ঃ
পার্ট ২ তে দেখিয়েছি কিভাবে টাম্বলার থেকে ব্যাক্লিংক নিতে হয়।
কোন প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। যথাসাধ্য চেস্টা করবো হেল্প করতে।
ধন্যবাদ সবাইকে।
ফেসবুকে আমি ঃ Aktar Hossain
আমি aktarkhan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।