৫টি SEO Google Chrome Extension। যা সবারই জানা দরকার

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর সবসময় ভাল থাকুন এটাই কামনা করি। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল ৫টি গুগুল ক্রোম এক্সটেনশন। যা এসইও তে যারা কাজ করেন, ব্লগিং, ইউটিউবিং বা এফিলিয়েট মার্কেটিং করেন তাদের জন্য খুবই উপকারী একটি টিউন।

1. Alexa Traffic Rank

এই এক্সটেনশনটি আপনার ব্রাউজারে ইন্সষ্টল করলে যে কোন সাইটের World Alexa Ranking কত বা নির্দিষ্ট দেশের এলেক্সা রেঙ্কিং কত তা দেখতে পারবেন।

2. SEO Quake

এই এক্সটেনশনটা আপনার গুগুল ক্রোম ব্রাউজারে ডাউনলেড করলে আপনি যখন কোন সাইটা ব্রাউজ বা গুগুলে সার্চ করবেন তার নিচে PA, DA ইত্যাদি দেখাবে।

3. RSS Feed Reader

RSS Feed Reader  এক্সটেনশনটা ডাউনলেড করলে যে কোন সাইটের আরএসএস ফিড  ইউআরএল কি বা আপনার সাইটের আরএসএস ফিড ও তৈরী করতে পারবেন।

5. Mozbar

Mozbar প্লাগইটা ইন্সষ্টল করলে কোন সাইটের MOZ রেঙ্ক কেমন তা দেখতে পারবেন।

সকল এক্সটেশন কিভাবে ইন্সষ্টল করবেন তা সুন্দরভাবে নিচের ভিডিওতে দেখানো হল আপনারা ভিডিওটি দেখলে আরো পরিস্কার হয়ে যাবে। আর ভিডিও ডেসক্রিপশনে এক্সটেনশনগুলোর নাম দেওয়া আছে।

ভিডিওটি দেখুন এখান থেকে

যারা আমার চ্যানেলে নতুন তারা আইটি বিষয়ক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।

Level 0

আমি আলআমিন রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবাইকে তথ্য ও প্রযু্ক্তি বিষয়ক YouTube চ্যানেলে স্বাগতম। সবাইকে আমার চ্যানেলে Subscribe করে যুক্ত থাকার আমন্ত্রন জানাচ্ছি। My Channel - youtube.com/erait


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস