এসইও এমন একটি ওয়েবসাইট অপ্টিমাইজেশান প্রক্রিয়া যার ফলে ওয়েবসাইট গুগল বা অন্যান্য সার্চ-ইঞ্জিন গুলোতে স্বয়ংক্রিয় ভাবে (যখন কোন ইউজার বা ভিজিটর কোন কিওয়ার্ড লিখে সার্চ করে যে কিওয়ার্ডটি/কিওয়ার্ডগুলো সাইটটিতে এসইও করার কাজে ব্যবহার হয়েছে) প্রদর্শিত হয়।
একজন ব্যবসায়ি তার ব্যবসা অনলাইনের মাধ্যমে করার জন্য একটি ওয়েবসাইট বানিয়ে সেটিতে সে যেসব পণ্য বিক্রয় করবে সেগুলো রেখে দিলো বা প্রদর্শন করাল কিন্তু সে এসইও/অনলাইন মার্কেটিং করল/করালো না ফলে তার ওয়েবসাইটে ভিজিটর নাই বললেই চলে আর ভিজিটর না থাকার দরুন পণ্য বিক্রয়ও হয়না।
অন্যদিকে আরেক ব্যবসায়ি তার ব্যবসা অনলাইনের মাধ্যমে করার জন্য একটি ওয়েবসাইট বানিয়ে সেটিতে সে যেসব পণ্য বিক্রয় করবে সেগুলো রেখে দিলো বা প্রদর্শন করাল এবং সে এসইও বা অনলাইন মার্কেটিং করল/করালো এতে করে তার ওয়েবসাইটে প্রচুর কাঙ্ক্ষিত ভিজিটর আছে যারা ওইসব পণ্য খুজতেছে কেনার জন্য। সুতরাং বলা যাই যে তার বিক্রয় এর পরিমান বহুগুণ বেড়ে গেছে এসইও/অনলাইন মার্কেটিং করার জন্য।
এসইও তে গুরুত্বপূর্ণ একটা বিষয় 'কিওয়ার্ড'। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে কিওয়ার্ড কি?
আমরা সবাই কম বেশী গুগলে সার্চ করে থাকি। মূলত এই সার্চ করার সময় যা লিখে সার্চ করি তাকে কিওয়ার্ড বলতে পারি। যেমন আমরা যদি গুগল এ "Freelance Virtual Assistant" লিখে সার্চ করি তাহলে আমরা কিছু রেজাল্ট পাবো এই রেজাল্ট গুলো হচ্ছে ওই কিওয়ার্ড এর সার্চ রেজাল্ট আর "Freelance Virtual Assistant" হচ্ছে এখানে কিওয়ার্ড।
যেহেতু কিওয়ার্ড এর মাদ্ধমে যে রেজাল্ট গুলা পাওয়া যাচ্ছে গুগল এর ১ম পেজে আমরা সে ওয়েব লিঙ্কস গুলাতেই বেশী প্রবেশ করে থাকি তাই সবারই লক্ষ্য ১ম পেজে আসার। আর এর জন্য এসইও প্রাথমিক ধাপেই যোগ্য কিওয়ার্ড বাছাই করাটা অতীব জরুরী।
আমি ফ্রিল্যান্স ভার্চুয়াল অ্যাসিসটেন্ট ক্রুসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সার্চ ইন্জিনে সাইট সাবমিট করার পরেও আশানুরূপ ভিজিটর পাচ্ছিনা এর কারণ কি?
আমার সাইটের সব লিংক গুগোল ইন্ডেক্স করেছে.
আমার সাইটটি হচ্ছে http://www.gganbitan.com