ক্যারিয়ার হিসেবে এসইও এবং এর বর্তমান চাহিদা

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামুআলাইকুম, আমি সালমান, টেকটিউনে এটা আমার প্রথম টিউন, আশা করি আমার ভুল ত্রুটি গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন্। আর সুপ্রিয় এডমিন ভাইয়ের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এর আগে এই টপিকের উপর কোন টিউন করা থাকে। তবে কিন্তু সবার উপস্থাপনা এক নয়, হয়তো আমার টিউন থেকে সবাই নতুন কিছু জানতে এবং শিখতে পারবে। তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক-

আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি নিয়ে অনেক প্রশ্ন শুনতে হয় প্রায় সময়। সেটা হলো ক্যারিয়ার হিসেবে ‍এসইও কে নেওয়া যায় কি?

তবে তার আগে আমরা জেনে নেই এসইও কি।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে সংক্ষেপে বলা হয় এসইও। সার্চ ইঞ্জিনগুলো সেসব ওয়েবসাইটকেই প্রথমে প্রদর্শন করে সেগুলোকে বিভিন্ন নীতিমালা অনুসরণ করে প্রথম দিকে রাখে। এক কথায় বলা যায়, সার্চ ইঞ্জিন যেভাবে একটি কনটেন্টকে দ্রুত খুঁজে পেতে পারে, সহজে পড়তে পারে এবং ইউজারের সার্চ অনুসারে সবার উপরে অর্থাৎ প্রথম পাতায় দেখাতে পারে সে ধরণের ব্যবস্থা করার সামষ্টিক প্রক্রিয়াকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়।

seo bangla tips, seo tips, seo bangla guide

আসলে বাংলাদেশের যারা আউটসোর্সিংয়ের কাজ করে থাকেন তাদের বিশাল একটা অংশ এসইও সেক্টরেই কাজ করে থাকেন এবং আমার মনে হয় যারা ইন্টারনেট জগতে নতুন এবং ইন্টারনেট থেকে আয় করতে খুব আগ্রহী তাদের জন্য এসইও ই পারফেক্ট। কারন এসইও এর কাজ করতে কোন প্রোগ্রামিং ভাষা জানার তেমন প্রয়োজন পরে না। বেসিক দক্ষতা নিয়েও এগুতে পারেন। তবে একজন দক্ষ এসইও ‍ওয়ার্কারের অনেক ভ্যালু আছে।

 

এসইও শিখে কি কি করা যায়:

এসইও ভালোভাবে শিখতে পারলে কাজের অভাব হয় না। নিচে সংক্ষেপে কিছু দেওয়া হলো-

১. মার্কেটপ্লেস: বিভিন্ন মার্কেটপ্লেস যেমন- Upwork, Freelancer, Fiverr, Guru ইত্যাদিতে এসইও এর প্রচুর কাজ পাওয়া যায়।

২. ব্লগ বা ওয়েবসাইটের মাধ্যমে: নিজের ওয়েবসাইট বা ব্লগ সাইটে নিজের এসইও করেও আয় করা সম্ভব। আপনি আপনার সাইটটাকে পপুলার করতে পারলে Google Adsense এড করে প্রচুর টাকা আয় করতে পারেন।

৩. ব্যবসাকে প্রমোট: নিজের ব্যবসাকে প্রমোট করতে পারেন এসইও এর মাধ্যমে। আপনার যদি মাল্টি বিজনেস থাকে তাহলে ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন। আর সেজন্য এসইও করা বাধ্যতামূলক।

৪. এফিলিয়েট মার্কেটিং: এফিলিয়েট মার্কেটিং হলো কোন প্রতিষ্ঠানের পণ্যকে প্রচারের মাধ্যমে বিক্রয় করে দিতে পারলে আপনি ওই প্রতিষ্ঠান থেকে একটা কমিশন পাবেন। অ্যাফিলিয়েশন্সের আয়ের জন্য প্রধান শর্ত হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রচুর পরিমানে টার্গেটেড ভিজিটর। আর ভিজিটর আনতে হলে এসইও করতেই হবে।

৫. ওয়েবসাইট বিক্রয়ের মাধ্যমে: আপনি যদি একটি অ্যামাজন এ্যফিলিয়েট এর নিশ সাইট বানাতে পারেন এবং ‍এর এসইও করে প্রচুর ভিজিটর আনতে পারেন তাহলে এই সাইটটিও প্রচুর মূল্যে বিক্রয় করতে পারেন। কিছু দিন আগেও বাংলাদেশেরই একজন একটি অ্যামাজন নিশ সাইট বিক্রয় করে ৫০০০০ হাজার ডলারে।

seo tips, seo bangla tips, seo

এছাড়াও প্রচুর ওয়ে আছে যার মাধ্যমে এসইও করে আয় করতে পারেন। তাই বুঝতেই পারছেন বর্তমানে এসইও এর চাহিদা কত ব্যাপক। আর সে জন্য আপনি নিঃসন্দেহেই এসইও কে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন।

এসইও শিখবেন কোথা থেকে: আপনি যদি কোন প্রতিষ্ঠান থেকে শিখতে চান সেক্ষেত্রে আপনাকে প্রচুর টাকা গুনতে হবে, তাছাড়া ভালো প্রতিষ্ঠনে শিখতে হলে থাকা-খাওয়ার খরচ দিয়ে কুলিয়ে ওঠা, যা নতুনদের জন্য অনেক কষ্টকর ব্যাপার। তবে আজকাল মানসম্মত অনেক টিউটরিয়াল পাওয়া যায় যা দেখে দেখেই আপনি শিখে উঠতে পারেন। তবে আমি কখনোই সরাসরি প্রতিষ্ঠান থেকে এবং টিউটরিয়াল দেখে শেখাকে এক করতে পারি না। তবে আপনি যদি টিউটরিয়াল দেখে শিখতে চান তবে আমি আপনাকে সাজেস্ট করবো দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান ডেভসটিম ইনস্টিটিউটের ট্রেইনার নাসির উদ্দীন শামীম স্যার এর ‍SEO training in Bangladesh প্রিমিয়াম টিউটরিয়াল কোর্স টি করতে পারেন। আমার দেখা অন্যতম সেরা এটি।

তাহলে আজ এ পর্যন্তই| পরবর্তী কোন একসময় এসইও এর টপিক নিয়ে হাজির হবো, ইনশাআল্লাহ্। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ্ হাফেজ।

ফেসবুকে আমি: Salman Khan

Level 0

আমি সালমান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় সালমান খান,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।