সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন [পর্ব ১৫] :: কিভাবে আপনার গুগল ক্রোম ব্রাউজারে ওয়েব র‍্যাঙ্ক যোগ করবেন

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সম্মানিত ভিসিটর আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি।অনেক দিন ধরে আমি কোনো টিউন লিখতে পারি নাই কিছু সীমাবদ্ধতার জন্য।তাই আপনাদের নিকট থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজের কিছু কাজ ও পরিক্ষার জন্য টিউন লিখতে পারি নাই।আজকে অনেক দিন পর আবারও এসইও নিয়ে হাজির হয়েছি।আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে ওয়েব র‍্যাঙ্ক এসইও টুলস টি কিভাবে যোগ করবেন। তার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোম ব্রাউজার টি চালু করতে  হবে। চালু করার পর এড্রেস বারে লিখবেন https://chrome.google.com/webstore/category/extensions লিখে এন্টার চাপুন। এন্টার চাপার পর নিচের স্ক্রিনশুট এর মতো দেখতে পারবেন।

তারপর সার্চ বক্সে গিয়ে লিখুন Web Rank Seo Toolbar নিচের স্ক্রিনশুটে দেখুন।

লিখে সার্চ করার পর নিচের স্ক্রিনশুট এর রেজাল্ট গুলো দেখতে পারবেন। ঐখান থেকে মার্ক করা এক্সটেনশন টি Add To Crome বাটন এ ক্লিক করুন।

তারপর  নিচের স্ক্রিনশুট এর মতো একটি ভেরিফাই অপশন আসবে। তারপর  ঐখান থেকে  আপনি Add Extentions বাটন এ ক্লিক করুন।

তারপর Add Extension বাটনে ক্লিক করার পর নিচের স্ক্রিন শুট এর মতো ইন্টারফেস আসবে। আর ঐখানে থেকে  WR লিখা লোগো তে ক্লিক করুন।

তারপর আমি এইখানে twitter.com এ  ঢুকে  টুইটারের যাবতীয় তথ্য দেখাইলাম। আমি টুইটারের যাবতীয় তথ্য এইখানে দেখতে পারবেন। তা নিচের স্ক্রিনশুট এ আমি দেখালাম।

এইভাবেই আপনি খুব সহজে আপনার গুগল ক্রোম ব্রাউজার এ Web Rank Seo টুলবার টি ইন্সটল করতে পারবেন। যারা টিউন টি বুজতে পারেন নি তারা আমার এই ভিডিও টি দেখতে পারেন। ভিডিও লিঙ্কঃ

Level 0

আমি তারেক মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস