SEO শিখুন ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৬] :: গুগল র‌্যাংক ফ্যাকটরস

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO শিখুন ক্যারিয়ার গড়ুন

আজ একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, গুগল কোন কোন বিষয় বিবেচনা করে একটা সাইট বা টিউনকে র‌্যাংক করে থাকে। বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

  • Backlink, 20.94% :

ব্যাংক লিংক বা লিংক বিল্ডিং আপনার সাইট বা টিউনকে র‌্যাংক করার জন্য প্রথম ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ যত বেশি সঠিক উপায়ে ব্যকলিংক করতে পারবেন আপনার সাইট বা টিউন ততো দ্রুত র‌্যাংক করবে।

  • Anchor Text, 19.15% :

গুগল র‌্যাংকিং ফ্যাক্টরগুলার ভিতর ২য় অবস্থানে রয়েছে অ্যাংকর টেক্স। অর্থাৎ নিজের টিউনগুলার ভিতর একে অপরের সাথে কানেকশন করে দিতে হবে।

  • Article Quality 14.94% :

আর্টিকেল কোয়ালিটি অনেক বড় একটি বিষয়। অফ পেজ অপটিমাইজেশনের প্রথম শর্ত ভালো মানের আর্টিকেল লেখা। আর্টিকেল লেখার নিয়মগুলা নিয়ে টিউটোরিয়াল দেয়া হবে।

  • Content Length, Readability, Uniqueness and Load Speed, 9.8% :

আর্টিল অবশ্যই বড় হতে হবে। যেমন- ৩০০ ওয়ার্ড থেকে ৫০০০ ওয়ার্ড পর্যন্ত লিখতে হবে। তবে একটা গবেষনায় দেখা গেছে কমপক্ষে ১৮০০ ওয়ার্ড এর আর্টিকেল গুগলে র‌্যাংক করার সহজ হয়ে দাড়ায়। তবে চেষ্টা থাকবে এর চেয়েও বড় লেখার। আপনি যা ই লিখবেন তা যেন পাঠক পড়ে বুঝতে পারে সে বিষয়ে নজর দিতে হবে।অবশ্যইে, আর্টিকেল নিজে লিখতে হবে। কপি পেষ্ট কখনোই গুগল সাপর্ট করেন না।সব শেষে বলতে হবে, আর্টিকেল যেন দ্রুত লোড হয়। অনেক সময় অনেক বেশি ছবি ইউজ করা বা বিভিন্ন কোড ব্যবহার করার জন্য লোড স্পিড কমে যায়। এই বিষয়ে নজর দিতে হবে।

  • Offline Usage of brand/domain name, mentions of brand/domain in the news/media/press, entity association8.5%:

এটি একটি জটিল বিষয়, তবে সংক্ষেপে বলি, বিভিন্ন জায়গা থেকে ডিরেক্ট সাইটে ভিজিট করা গুগল খুব পছন্দ করে থাকে।তাছাড়া ডোমেন নামও একটি বিরাট ভূমিকা পালন করে। ডোমেন নামের সাথে আপনার লেখার যেন মিল থাকে সেদিকে নজর দিতে হবে।

  • Traffic / User 8.06:

কোথা থেকে, কিভাবে ভিজিটর আসতেছে এটির উপার র‌্যাংক নির্ভর করে।

  • Social Media, Twitter, Facebook, Google+ etc, 7.24%:

বর্তমানে সোসাল মিডিয়া থেকে ভিজিটার আসাকেও গুগল পজিটিভলি নেয়।

  • Exact-match keyword domains, partial-kyeword matches 6.98:

ডোমেন নাম যদি সঠিক কি ওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে পারেন তাহলে সেটা গুগল খুব পছন্দ করে থাকে। ডোমেন নাম যদি কিওয়ার্ডর সাথে মিলে যায় তাহলে গুগল থেকে সহজেই ভিজিটর আসা সম্ভব।

  • Domain name length, 5.21%

আপনার ডোমেন এর নামটা কত বড় তার উপর নির্ভর করে গুগলের র‌্যাংক।

টিউটোরিয়াল লিংক পর্ব ০৬: Click >> Google Rank Factors in 2017

ফেসবুকে আমি: জোবায়ের রহমান

আমার ফেসবুক গ্রুপ: Online School BD

Level 2

আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার এই http://www.sokalersongbad.com সায়টের র‌্যাংক কেমনে জানবো?