SEO শিখুন ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৫] :: অফপেজ অপটিমাইজেশন বা অফপেজ এস ই ও

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO শিখুন ক্যারিয়ার গড়ুন

আজকে আমরা অফপেজ অপটিমাইজেশন বা অফপেজ এস ই ও নিয়ে কথা বলব। অফপেজ এস ই ও এর ভিতর যে যে বিষয়গুলা থাকে তা নিচে দেয়া হলো।

  • Forum Posting
    ফোরাম হলো এক ধরনের ওয়েব সাইট যেখানে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। আপনি নিজেও আপনার সমস্যার কথা বলে সেখানে টিউন করতে পারেন। আবার অন্যর সমস্যার সমাধানও করতে পারেন। ধরেন আপনি একটি আর্টিকেল লিখেছেন, বাংলাদেশের আকর্ষিনীয় জায়গা নিয়ে। এখন কোন ফোরামে গিয়ে যদি দেখেন কেউ বাংলাদেশের আকর্ষিনীয় জায়গা সম্পর্কে জানতে চাচ্ছে, তখন আপনি তাকে আপনার টিউনের লিংটা দিয়ে দেবেন। অথবা, আপনি যখন টিউন করবেন, তখন বলতে পারেন, আমি একটা ওয়েব সাইটে দেখেছি বাংলাদেশের আকর্ষিনীয় জায়গার বিবরন, সত্যিই কি লেখাটা গ্রহনযোগ্য? এর পরে আপনার লিংক। এটা উদাহরন মাত্র।
  • Forum/Blog Commenting
    বিভিন্ন ফোরাম বা ব্লোগে গিয়ে টিউমেন্টস করা
  • Press Releases
    কোন পপুলার প্রেস রিলিস সাইটে গিয়ে কোন আর্টিকেল পাবলিষ্ট করা।
  • Social Media Marketing
    ফেসবুক, টুইটার, গুগল+ ইত্যাদিত সোসাল সাইট গুলাতে মার্কেটিং করাকে সোসাল মিডিয়া মার্কেটিং বলে।
  • Article Marketing
    এটা প্রেস রিলিসের মতই তবে কিছুটা আলাদা। এই নিয়ে টিউটোরিয়াল রয়েছে।
  • Social Bookmarking
    কোন সাইটে গিয়ে আপনার সাইটের টিউন লিংক সেভ করে রাখাকে সোসাল বুকমার্কিং বলে।
  • Directory Submission  
    এটা ডায়রীর মত। কোন কোন সাইটে ক্যাটাগরি অনুযায়ী তথ্য সাজিয়ে রাখা হয়। আপনার টিউন বা সাইট যদি সেখানে সাজিয়ে রাখা হয় তাহলে সেখান থেকেও ভিজিটর পাওয়া যাবে।
  • RSS Feeds
    ভিজিটরদের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করা। অর্থাৎ আপনার নতুন নতুন টিউন ভিজিটরদের ব্যক্তিগত ভাবে পৌছে দেয়াই হলে এর কাজ।

টিউটোরিয়াল লিংক পর্ব ০৫: Click>>Off Page SEO Tutorial | SEO Off Page Optimization

ফেসবুকে আমি: জোবায়ের রহমান

আমার ফেসবুক গ্রুপ: Online School BD

Level 2

আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

thanks, I will submit my information soon

তথ্য সাবমিট করা হয়েছে, ধন্যবাদ