আশা করছি অনেক ভালো আছেন। ব্যক্তিগত কিছু সমস্যার কারনে অনেক দিন পরে আবার টিউন করলাম। কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় আসি। আজকের আলোচনার বিষয় এস ই ও নিয়ে কিছু কমন শব্দ যা আপনার কাজে আসবে।
ইউ আর এল এবং লিংকের ভিতর কিছুটা পার্থক্য রয়েছে। ইউ আর এল হলো ওয়েব সাইট বা টিউন লিংক অর্থাৎ যে শব্দগুলা আমারা ব্রাউজারে লিখে কোন তথ্য সার্চ করে থাকি যেমন- http://www.techtunes.io। আর লিংক হলো যেখানে ক্লিক করে আপনার কোন টিউনে প্রবেশ করি। ওয়েব সাইটে টিউনের ভিতরে অনেক সময় লিংক দেয়া থাকে যেখানে ক্লিক করলে আমরা অন্য একটি টিউনে চলে যাই।
যারা আপনার ওয়েব সাইট ভিজিট করে তারাই হলো আপনার সাইটের ভিজিটর বা ট্রাফিক
যে শব্দ বা শব্দগুচ্ছ লিখে আমরা গুগলে সার্চ করে থাকি। যেমন- craft, paper craft etc.
গুগলে সার্চ করার পরে আমরা গুগলের প্রথম পেজে ১০টি রেজাল্ট দেখে থাকি। প্রতিটা রেজাল্ট একটু খেয়াল করলে দেখতে পাবো, প্রথম একটা টাইটেল দেখা যায়, পরে ওয়েব সাইটের লিংক দেখা যায় তার পরে কিছু লেখা দেখা যায়, এই লেখাটিই হলো মেটা ডিসক্রিপশন বা মেটা ট্যাগ।মেটা ট্যাগের আরো কিছু উদাহরন রয়েছে, পরবর্তিতে এই নিয়ে বিশাদ আলোচনা করা হবে।
পেজ র্যাংক হলো আপনার সাইটের অবস্থান বোঝানোর জন্য গুগল আপনাকে ১-১০ এর ভিতর বা এলেক্সা আপনার সাইটে একটি নম্বর দিয়ে বুঝিয়ে থাকে। গুগলের জন্য যত বেশি নম্বর ততো সাইটে ভিজিটর রয়েছে। এলেক্সার জন্য যত কম ততো ভালো।
আপনার সাইট বা সাইটোর টিউন অন্য কোন সাইটের সাথে কানেকশন করাকে ব্যাকলিংক বলে। এ নিয়ে পরে ডিটেইলস আলোচনা করা হবে।
গুগলের নিয়ম কানুন মেনে চলে আর্টিকেল লেখা ও সেই আর্টিকেল গুগলে সাবমিট করাকে অনপেজ এস ই ও বলে।
বিভিন্ন জায়গায় ব্যাকলিংক করাকে অফপেজ এস ই ও বলি। অর্থাৎ আপনার সাইটের মার্কেটিং করাকে অফপেজ এস ই ও বলি।
যে এস ই ও সকল নিয়ম কানুন মেনে করা হয় তাকে হোয়াই হেট এস ই ও বলে।
যে এস ই ও নিয়ম থেকে সরে গিয়ে করা হয় তাকে ব্লাক হেট এস ই ও বলে।
টিউটোরিয়াল লিংক পর্ব ০৩: Click>>Some Common Word in SEO
ফেসবুকে আমি: জোবায়ের রহমান
আমার ফেসবুক গ্রুপ: Online School BD
আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল সার্চ কনসোল সাইটম্যপ ও ওয়েব মাষ্টার সমস্বা।সমাধান দেয়া যাবে কি ? http://cabacura.info
অথবা প্রফেশনাল কোন ঠিকানা প্লিজ……ধন্যবাদ।