SEO শিখুন ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৩] :: কিছু কমন শব্দ

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO শিখুন ক্যারিয়ার গড়ুন

আশা করছি অনেক ভালো আছেন। ব্যক্তিগত কিছু সমস্যার কারনে অনেক দিন পরে আবার টিউন করলাম। কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় আসি। আজকের আলোচনার বিষয় এস ই ও নিয়ে কিছু কমন শব্দ যা আপনার কাজে আসবে।

  • URL and Link

ইউ আর এল এবং লিংকের ভিতর কিছুটা পার্থক্য রয়েছে। ইউ আর এল হলো ওয়েব সাইট বা টিউন লিংক অর্থাৎ যে শব্দগুলা আমারা ব্রাউজারে লিখে কোন তথ্য সার্চ করে থাকি যেমন- http://www.techtunes.io। আর লিংক হলো যেখানে ক্লিক করে আপনার কোন টিউনে প্রবেশ করি। ওয়েব সাইটে টিউনের ভিতরে অনেক সময় লিংক দেয়া থাকে যেখানে ক্লিক করলে আমরা অন্য একটি টিউনে চলে যাই।

  • Visitor

যারা আপনার ওয়েব সাইট ভিজিট করে তারাই হলো আপনার সাইটের ভিজিটর বা ট্রাফিক

  • Keyword

যে শব্দ বা শব্দগুচ্ছ লিখে আমরা গুগলে সার্চ করে থাকি। যেমন- craft, paper craft etc.

  • Meta Description/Tag

গুগলে সার্চ করার পরে আমরা গুগলের প্রথম পেজে ১০টি রেজাল্ট দেখে থাকি। প্রতিটা রেজাল্ট একটু খেয়াল করলে দেখতে পাবো, প্রথম একটা টাইটেল দেখা যায়, পরে ওয়েব সাইটের লিংক দেখা যায় তার পরে কিছু লেখা দেখা যায়, এই লেখাটিই হলো মেটা ডিসক্রিপশন বা মেটা ট্যাগ।মেটা ট্যাগের আরো কিছু উদাহরন রয়েছে, পরবর্তিতে এই নিয়ে বিশাদ আলোচনা করা হবে।

  • Page Rank

পেজ র‌্যাংক হলো আপনার সাইটের অবস্থান বোঝানোর জন্য গুগল আপনাকে ১-১০ এর ভিতর বা এলেক্সা আপনার সাইটে একটি নম্বর দিয়ে বুঝিয়ে থাকে। গুগলের জন্য যত বেশি নম্বর ততো সাইটে ভিজিটর রয়েছে। এলেক্সার জন্য যত কম ততো ভালো।

  • Back Link

আপনার সাইট বা সাইটোর টিউন অন্য কোন সাইটের সাথে কানেকশন করাকে ব্যাকলিংক বলে। এ নিয়ে পরে ডিটেইলস আলোচনা করা হবে।

  • On Page SEO

গুগলের নিয়ম কানুন মেনে চলে আর্টিকেল লেখা ও সেই আর্টিকেল গুগলে সাবমিট করাকে অনপেজ এস ই ও বলে।

  • Off Page SEO

বিভিন্ন জায়গায় ব্যাকলিংক করাকে অফপেজ এস ই ও বলি। অর্থাৎ আপনার সাইটের মার্কেটিং করাকে অফপেজ এস ই ও বলি।

  • White Hat SEO

যে এস ই ও সকল নিয়ম কানুন মেনে করা হয় তাকে হোয়াই হেট এস ই ও বলে।

  • Black Hat SEO

যে এস ই ও নিয়ম থেকে সরে গিয়ে করা হয় তাকে ব্লাক হেট এস ই ও বলে।

টিউটোরিয়াল লিংক পর্ব ০৩: Click>>Some Common Word in SEO

ফেসবুকে আমি: জোবায়ের রহমান

আমার ফেসবুক গ্রুপ: Online School BD

Level 2

আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগল সার্চ কনসোল সাইটম্যপ ও ওয়েব মাষ্টার সমস্বা।সমাধান দেয়া যাবে কি ? http://cabacura.info
অথবা প্রফেশনাল কোন ঠিকানা প্লিজ……ধন্যবাদ।