প্রথমে সবাই আমার সালাম নিবেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এস ই ও নিয়ে ধারাবহিক প্রথম পর্বে সবাই স্বাগতম। অনেক দিন লেখা লিখি করা হয়না। ভাবলাম অবসর সময়ে কিছু টিউন করি। তাই শুরু করে দিলাম। টোটাল ২২ টা পর্বের ভিডিও টিউটোরিয়াল। আশা করছি ভালেঅ লাগেবে।
এস ই ও নিয়ে হয়তো কম বেশি সকলের ধারনা রয়েছে। কেউ কেউ এস ই ও শিখছেন আবার কেউ শেখার জন্য ভালো কোচিং সেন্টার খুজে বেড়াচ্ছেন। আবার কেউ শিখে সফল হয়ে নিজের কাজ নিয়ে ব্যস্থ আছে। তথ্য প্রযুক্তির এই আধুনিক যুগে কোচিং এ কোচিং এ ঘুরে হয়তো এখন আর অনেকেই সময় নষ্ট করতে চান না। তাই বেছে নেন ভার্চুয়াল কোন শেখার মাধ্যম। আমার এই পর্ব গুলা শুধুমাত্র নতুনদের জন্য যারা এস ই ও শিখতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
প্রথম দিকে অনেকেই আমার মত ফ্রি টিউটোরিয়াল নিয়ে শুরু করেন পরবর্তিতে দেখা যায় পেইড ভারসন করে ফেলে। যদিও পেইড টিউটোরিয়াল করার বেশ কিছু কারন থাকে।তার মধ্যে অন্যতম হলো-
যাই হোক, আমি খুব ভালো এস ই ও এক্সপার্ট না। তবে নিজের প্রয়োজনে যতটুকু দরকার আমি কেবল সেটেই করতে পারি। আমার টিউটোরিয়ালগুলা সেভাবেই করা যেভাবে আমি নিজে সফল হয়েছি। এক এক জন শিক্ষকের বোঝানোর নিয়ম এক এক রকম। তাই ঘাবড়াবার কিছু নয়।
যেহেতু আমার টিউটোরিয়ালগুলা সবই ফ্রি তাই সহজ বিষয়কে কঠিন করে বুঝিয়ে নিজেকে বড় কিছু প্রমান করব না।তবে গ্যারান্টি দিচ্ছি যারা নিয়মিত আমার টিউটোরিয়ল ফলো করবেন তারা ইনশাল্লাহ সফল হবেন। সব শেষে একটা কথা না বললেই না, এক সাথে সব শিখতে যাবেন না। কচিং সেন্টারের মত নিয়ম করে আস্তে আস্তে করে শিখে নিন। নিজে প্রাকটিক্যাল চেষ্টা করুন। ধৈর্য্য হারাবেন না। সব সময় সাথেই থাকুন। কোন কিছু বুঝতে অসবিধা হলে টিউমেন্টস করুন।
টিউটোরিয়াল লিংক পর্ব ০১:
ফেসবুকে আমি: জোবায়ের রহমান
আমার ফেসবুক গ্রুপ: Online School BD
আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো লিখেছেন। আপনার অনেকগুলো পোস্ট খুব মনোযোগ সহকারে পড়েছি। পড়ে ভালো লেগেছে….
আমাদের ব্লগে a href=”https://www.bloggerbangladesh.com/2016/03/what-is-seo-and-how-to-learn-seo.html”>এসইও সংক্রান্ত বিষয়ে অনেকগুলো পোস্ট রয়েছে। আশাকরি সকলের কাজে আসবে।